ETV Bharat / briefs

মোদিকে শুভেচ্ছা ইমরানের, বার্তা এক সঙ্গে কাজ করার - vote

এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, লোকসভা ভোটে BJP জিতে ফিরলে তবেই ভারত-পাক শান্তি আলোচনা সম্ভাবনা । আর আজ ভোটের ফল সামনে আসতেই প্রতিবেশী দেশ থেকে এল শুভেচ্ছাবার্তা । পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিকে ।

ইমরান খান
author img

By

Published : May 23, 2019, 6:22 PM IST

ইসলামাবাদ, 23 মে : ভোট ‘পরীক্ষা’ শুরুর আগের দিনই নরেন্দ্র মোদির প্রশ্নপত্র কঠিন করে তুলেছিলেন । এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, লোকসভা ভোটে BJP জিতে ফিরলে তবেই ভারত-পাক শান্তি আলোচনা সম্ভাবনা । আর আজ ভোটের ফল সামনে আসতেই প্রতিবেশী দেশ থেকে এল শুভেচ্ছাবার্তা । পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিকে । দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে এক সঙ্গে কাজ করবেন বলেও আশা প্রকাশ করলেন ইমরান ।

2014 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছেন । পূর্ববর্তী পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মোদির সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছিল কূটনৈতিক জল্পনা । পরবর্তী সময়ে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোদি । কিন্তু, বার বার ভারতের মাটিতে জঙ্গি হামলায় দু'দেশের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে । সাম্প্রতিক সময়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে অভিযান চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । কিন্তু, এত কিছুর মধ্যে ফের মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সওয়াল করে বিতর্ক উসকে দিয়েছিলেন ইমরান ।

মোদির প্রত্যাবর্তন কেন চেয়েছিলেন প্রাক্তন পাক-ক্রিকেট অধিনায়ক ? অনেকের মতে, ইমরান কুর্সিতে বসার পরে দিল্লি ভেবেছিল, আলোচনার পথ সুগম হবে । কারণ ইমরানের দিকেই রয়েছে পাকিস্তানি সেনার সমর্থন । একই ভাবে, মোদিই যে-হেতু নিজের দল ও প্রশাসনের নিউক্লিয়াস, তাই হয়তো তাঁর ‘দক্ষিণপন্থী’ BJP সরকারের সঙ্গে কাশ্মীর বিষয়ক আলোচনা চালানো অপেক্ষাকৃত সুবিধাজনক বলে মনে করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।

ইসলামাবাদ, 23 মে : ভোট ‘পরীক্ষা’ শুরুর আগের দিনই নরেন্দ্র মোদির প্রশ্নপত্র কঠিন করে তুলেছিলেন । এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, লোকসভা ভোটে BJP জিতে ফিরলে তবেই ভারত-পাক শান্তি আলোচনা সম্ভাবনা । আর আজ ভোটের ফল সামনে আসতেই প্রতিবেশী দেশ থেকে এল শুভেচ্ছাবার্তা । পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদিকে । দক্ষিণ এশিয়ায় শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং অগ্রগতির লক্ষ্যে আগামী দিনে এক সঙ্গে কাজ করবেন বলেও আশা প্রকাশ করলেন ইমরান ।

2014 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছেন । পূর্ববর্তী পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মোদির সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছিল কূটনৈতিক জল্পনা । পরবর্তী সময়ে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পরও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোদি । কিন্তু, বার বার ভারতের মাটিতে জঙ্গি হামলায় দু'দেশের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে । সাম্প্রতিক সময়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে অভিযান চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । কিন্তু, এত কিছুর মধ্যে ফের মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সওয়াল করে বিতর্ক উসকে দিয়েছিলেন ইমরান ।

মোদির প্রত্যাবর্তন কেন চেয়েছিলেন প্রাক্তন পাক-ক্রিকেট অধিনায়ক ? অনেকের মতে, ইমরান কুর্সিতে বসার পরে দিল্লি ভেবেছিল, আলোচনার পথ সুগম হবে । কারণ ইমরানের দিকেই রয়েছে পাকিস্তানি সেনার সমর্থন । একই ভাবে, মোদিই যে-হেতু নিজের দল ও প্রশাসনের নিউক্লিয়াস, তাই হয়তো তাঁর ‘দক্ষিণপন্থী’ BJP সরকারের সঙ্গে কাশ্মীর বিষয়ক আলোচনা চালানো অপেক্ষাকৃত সুবিধাজনক বলে মনে করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।

New Delhi, May 23 (ANI): Bharatiya Janata Party (BJP) president Amit Shah arrived at the party headquarters in the national capital today. Riding on a massive Modi wave sweeping across nation, BJP is set to return to power. Amit Shah was welcomed by party workers at the BJP office. Several BJP workers and supporters celebrated outside BJP headquarters.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.