ETV Bharat / briefs

সিলমোহর লোকসভার, আরও 6 মাস রাষ্ট্রপতি শাসন জম্মু-কাশ্মীরে - Jammu and Kashmir

3 জুলাই থেকে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শুরু হবে ।

লোকসভা
author img

By

Published : Jun 28, 2019, 4:55 PM IST

Updated : Jun 28, 2019, 11:23 PM IST

দিল্লি, 28 জুন : জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 6 মাস বাড়ানো হল । আজ এই প্রস্তাবের উপর সিলমোহর দেয় লোকসভা । 3 জুলাই থেকে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শুরু হবে ।

গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । এরপর রাজ্যপালের শাসন জারি হয় । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে রাজ্যে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । একাধিক মহলের ধারণা ছিল, লোকসভা নির্বাচনের সঙ্গে সে রাজ্যে বিধানসভা ভোট হবে । কিন্তু, লোকসভা ভোট হলেও বিধানসভা ভোট হয়নি । এরপর আজ লোকসভায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে নির্বাচন সম্ভবপর নয় । ডিসেম্বরের মধ্যে ভোট হবে ।" এর বিরোধিতা করে কংগ্রেস । মণীশ তিওয়ারি বলেন, "জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর কোনও যুক্তিযুক্ত ভিত্তি নেই । "

কী কারণে জম্মু-কাশ্মীরে নির্বাচন হতে আরও কিছুটা সময় লাগবে সে কারণও ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "লোকসভার পর সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন করা যেত না । প্রথমে রমজ়ান ছিল । পরে 1 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা চলবে । পাশাপাশি, গুর্জ্জর ও বখরওয়ালরা বছরের এই সময়ে কাজের জন্য অন্য জায়গায় যান । তাঁরা অক্টোবরের শেষে ফিরে আসেন । নির্বাচনে সবাই যাতে সমানভাবে থাকতে পারেন সেজন্য এখনই নির্বাচন করা হচ্ছে না । নির্বাচন কমিশন যেদিন বলবে, তখনই ভোটে করতে পারবে সরকার ।"

শেষপর্যন্ত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর উপর সিলমোহর দেয় লোকসভা ।

দিল্লি, 28 জুন : জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 6 মাস বাড়ানো হল । আজ এই প্রস্তাবের উপর সিলমোহর দেয় লোকসভা । 3 জুলাই থেকে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শুরু হবে ।

গত বছর জুনে জম্মু ও কাশ্মীরে PDP-এর সঙ্গে জোট ভেঙে দেয় BJP । এরপর রাজ্যপালের শাসন জারি হয় । 19 ডিসেম্বর সেই মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে রাজ্যে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয় । একাধিক মহলের ধারণা ছিল, লোকসভা নির্বাচনের সঙ্গে সে রাজ্যে বিধানসভা ভোট হবে । কিন্তু, লোকসভা ভোট হলেও বিধানসভা ভোট হয়নি । এরপর আজ লোকসভায় রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে নির্বাচন সম্ভবপর নয় । ডিসেম্বরের মধ্যে ভোট হবে ।" এর বিরোধিতা করে কংগ্রেস । মণীশ তিওয়ারি বলেন, "জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর কোনও যুক্তিযুক্ত ভিত্তি নেই । "

কী কারণে জম্মু-কাশ্মীরে নির্বাচন হতে আরও কিছুটা সময় লাগবে সে কারণও ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, "লোকসভার পর সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন করা যেত না । প্রথমে রমজ়ান ছিল । পরে 1 জুলাই থেকে 15 অগাস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা চলবে । পাশাপাশি, গুর্জ্জর ও বখরওয়ালরা বছরের এই সময়ে কাজের জন্য অন্য জায়গায় যান । তাঁরা অক্টোবরের শেষে ফিরে আসেন । নির্বাচনে সবাই যাতে সমানভাবে থাকতে পারেন সেজন্য এখনই নির্বাচন করা হচ্ছে না । নির্বাচন কমিশন যেদিন বলবে, তখনই ভোটে করতে পারবে সরকার ।"

শেষপর্যন্ত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর উপর সিলমোহর দেয় লোকসভা ।

Mandya (Karnataka), June 28 (ANI): Farmers continued to protest for 8th day in Karnataka's Mandya on Friday. They protested over demand of Cauvery and Hemavati waters to canals for saving standing crops. The protest has been organised by the Karnataka Rajya Raitha Sangha (KRRS). The farmers are demanding the government to release water from the Cauvery basin to their paddy fields.
Last Updated : Jun 28, 2019, 11:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.