কলকাতা, 3 ফেব্রুয়ারি : মহিলা আইনজীবীর বাড়িতে হামলা চালানোর ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা (Anti Rowdy section of Lalbazar) । ধৃতরা চন্দ্রেশ্বর মাহাতো এবং রাজকুমার রায় ওরফে নীরাজ । দু'জনেরই বাড়ি বিহারের মুজাফফরনগরে । বৃহস্পতিবার ভোররাতে বিহারের একটি অভিজাত হোটেল থেকে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । আজ তাদের স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনবে লালবাজার ৷
সূত্রে জানা গিয়েছে, গত 21 জানুয়ারি রাতে বেলেঘাটায় এক মহিলা আইনজীবীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী (Antisocials attack woman lawyer in Beleghata) । মূলত তোলাবাজির জন্য হামলা চালিয়েছিল তারা । অভিযোগ, আইনজীবীর বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে ওই দুষ্কৃতীরা ।
আরও পড়ুন : Snatchers arrested in Manikchak : মানিকচকে ধৃত 3 ছিনতাইবাজ, উদ্ধার আগ্নেয়াস্ত্র
বেলেঘাটা থানার পুলিশ তদন্তে নামলেও এর গতি থমকে থাকায় তদন্তভার বর্তায় কলকাতা পুলিশের প্রধান শাখার উপর । তদন্তে নেমে এক অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করে গোয়েন্দারা । তাকে জেরার পর এই বাকি দুই অভিযুক্তের নাম উঠে আসে ।
এরপর ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় ধৃতরা বিহারের একটি হোটেলে আত্মগোপন করে রয়েছে । সেই অনুযায়ী স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা বিহারে গিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে । তারা কীভাবে আগ্নেয়াস্ত্র পেল, তদন্তকারীদের কাছে সেটা একটা বড় প্রশ্ন । কলকাতা পুলিশ এদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখবে ।