ETV Bharat / briefs

কনটেনমেন্ট জো়নের সীমানা ছোট করছে কলকাতা পৌরনিগম

কলকাতায় এবার কনটেনমেন্ট জো়নের সংজ্ঞা পরিবর্তন করছে পৌরনিগন । যে বাড়ি, বস্তি বা আবাসনে সংক্রমণ হবে শুধুমাত্র সেখানে কনটেনমেন্ট জো়ন ঘোষিত হবে ।

Firhad hakim on containment zones
কলকাতায় কনটেনমেন্ট জো়ন
author img

By

Published : Jun 4, 2020, 8:46 PM IST

কলকাতা, 4 জুন : আনলক-1 এ কনটেনমেন্ট জো়নের সংজ্ঞা পরিবর্তন করল কলকাতা পৌরনিগম । আজ পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কনটেনমেন্ট জো়নের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । এখন থেকে যে বাড়িগুলিতে সংক্রমণ হচ্ছে, শুধুমাত্র সেই বাড়িগুলিকে সিল করে দেওয়া হবে । যদি সংক্রমণ বস্তিতে ঘটে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই বস্তি সিল করে দেওয়া হবে । আবাসনের ক্ষেত্রে শুধুমাত্র সেই আবাসনকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে চিহ্নিত করে সিল করে দেওয়া হবে ।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাতে মানুষ স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেন তাই কনটেনমেন্ট জো়নের সীমানা ছোট করা হয়েছে । যাতে গোটা এলাকার মানুষের সমস্যা না হয় শুধুমাত্র সেদিকে নজর দেওয়া হয়েছে । বস্তির ক্ষেত্রে যে বাড়িতে সংক্রমণের ঘটনা ঘটেছে, সেটিকে পৃথকভাবে চিহ্নিত করে ছোট ছোট কনটেনমেন্ট জো়ন তৈরি করবে কলকাতা পৌরনিগম । সাধারণ মানুষ যাতে রাস্তায় বেরিয়ে কাজ করতে পারেন, তার সুবিধার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ।

বস্তিগুলির উপর বিশেষ করে নজরদারি রাখা হবে । কারণ সেখানে ঘনবসতি এবং শৌচাগার ও পানীয় জলের কল ব্যবহারের ক্ষেত্রে অনেকে একটা ব্যবহার করেন । তাই এই জায়গাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তিনি । কনটেনমেন্ট জো়নে ওষুধ খাওয়ানো, জীবাণুনাশক স্প্রে করার কাজগুলি বেশি করা হবে ।

যেসব এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, কোরোনা সংক্রমণের মোকাবিলায় তাদের আরও বেশি করে কাজ করতে হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী নিয়োগ করেছে কলকাতা পৌরনিগম । আজ তিনি জানান, প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর অর্থাৎ প্রশাসক মন্ডলীর কো-অর্ডিনেটর রয়েছেন । তাঁঁরা স্বেচ্ছা সেবকদের দিয়ে কাজ করাচ্ছেন । সেইসঙ্গে যেসব কাউন্সিলররা অর্থাৎ প্রশাসকমণ্ডলীর কো অর্ডিনেটর স্বেচ্ছাসেবক নিয়োগ করেননি তাঁঁরা দ্রুত নিয়োগের ব‍্যবস্থা করবেন ।

কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ আজ একটি বৈঠক করে । 9 নম্বর বোরোর সমস্ত কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, পৌর চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন কলকাতা পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর, মুখ্য আধিকারিক ও প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ । বৈঠক শেষে প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “কোরোনা ও ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে কলকাতা পৌরনিগম কী কী পদক্ষেপ গ্রহণ করবে সেইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ।”

কলকাতা, 4 জুন : আনলক-1 এ কনটেনমেন্ট জো়নের সংজ্ঞা পরিবর্তন করল কলকাতা পৌরনিগম । আজ পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানান, কনটেনমেন্ট জো়নের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে । এখন থেকে যে বাড়িগুলিতে সংক্রমণ হচ্ছে, শুধুমাত্র সেই বাড়িগুলিকে সিল করে দেওয়া হবে । যদি সংক্রমণ বস্তিতে ঘটে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই বস্তি সিল করে দেওয়া হবে । আবাসনের ক্ষেত্রে শুধুমাত্র সেই আবাসনকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে চিহ্নিত করে সিল করে দেওয়া হবে ।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, যাতে মানুষ স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেন তাই কনটেনমেন্ট জো়নের সীমানা ছোট করা হয়েছে । যাতে গোটা এলাকার মানুষের সমস্যা না হয় শুধুমাত্র সেদিকে নজর দেওয়া হয়েছে । বস্তির ক্ষেত্রে যে বাড়িতে সংক্রমণের ঘটনা ঘটেছে, সেটিকে পৃথকভাবে চিহ্নিত করে ছোট ছোট কনটেনমেন্ট জো়ন তৈরি করবে কলকাতা পৌরনিগম । সাধারণ মানুষ যাতে রাস্তায় বেরিয়ে কাজ করতে পারেন, তার সুবিধার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ।

বস্তিগুলির উপর বিশেষ করে নজরদারি রাখা হবে । কারণ সেখানে ঘনবসতি এবং শৌচাগার ও পানীয় জলের কল ব্যবহারের ক্ষেত্রে অনেকে একটা ব্যবহার করেন । তাই এই জায়গাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তিনি । কনটেনমেন্ট জো়নে ওষুধ খাওয়ানো, জীবাণুনাশক স্প্রে করার কাজগুলি বেশি করা হবে ।

যেসব এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, কোরোনা সংক্রমণের মোকাবিলায় তাদের আরও বেশি করে কাজ করতে হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । কোরোনা সংক্রমণ প্রতিরোধ করতে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী নিয়োগ করেছে কলকাতা পৌরনিগম । আজ তিনি জানান, প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর অর্থাৎ প্রশাসক মন্ডলীর কো-অর্ডিনেটর রয়েছেন । তাঁঁরা স্বেচ্ছা সেবকদের দিয়ে কাজ করাচ্ছেন । সেইসঙ্গে যেসব কাউন্সিলররা অর্থাৎ প্রশাসকমণ্ডলীর কো অর্ডিনেটর স্বেচ্ছাসেবক নিয়োগ করেননি তাঁঁরা দ্রুত নিয়োগের ব‍্যবস্থা করবেন ।

কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ আজ একটি বৈঠক করে । 9 নম্বর বোরোর সমস্ত কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, পৌর চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন কলকাতা পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর, মুখ্য আধিকারিক ও প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ । বৈঠক শেষে প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “কোরোনা ও ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে কলকাতা পৌরনিগম কী কী পদক্ষেপ গ্রহণ করবে সেইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.