কলকাতা, 20 জুলাই : কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের কাজের মেয়াদ 10 অগাস্ট পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট । মামলাটি এতদিন সিঙ্গল বেঞ্চে শুনানি হলেও সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ায় এবার ডিভিশন বেঞ্চে শুনানি হবে । আগামী 28 জুলাই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পৌরবোর্ড তাদের কাজ চালিয়ে যেতে পারবে, নির্দেশ আদালতের।
কলকাতা পৌরনিগমের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে গত 7 মে ৷ কিন্তু, সেই বোর্ডের মেয়াদ বাড়িয়ে 8 মে থেকে ফিরহাদ হাকিমকে বোর্ডের চেয়ারপার্সন নিযুক্ত করে রাজ্য সরকার । কারণ এখন নির্বাচন করা সম্ভব নয় । এর বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন উত্তর কলকাতার বাসিন্দা শরৎকুমার সিং । তাঁর বক্তব্য, পৌরনিগমের নির্বাচিত মেয়াদ ফুরিয়ে গেছে । তাই নতুন করে প্রশাসনিক বোর্ড গঠন করে সেই বোর্ডের চেয়ারপার্সন নিযুক্ত করা অবৈধ । রাজ্য সরকার যদি পৌরনিগমের প্রশাসক বসাতে চায় তার জন্য পৌর কমিশনার রয়েছেন । কিন্তু তাঁকে না বসিয়ে শাসকদলের নেতাকে পৌরপ্রশাসক হিসেবে বসানো হল ৷ যা অন্যায় ৷ কলকাতা পৌরনিগম আইনে প্রশাসক বসানোর কোনও সংস্থান নেই বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।
এই মামলায় প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও পরে ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, প্রশাসক বোর্ড কেয়ারটেকার বোর্ড হিসেবে কাজ চালিয়ে যেতে পারবে । এরপর মামলাকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু, সুপ্রিমকোর্ট মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে ।