ETV Bharat / briefs

খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায় - Kolkata

বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, "নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল । ডাঃ পার্থ সেনগুপ্ত 1970 সালে ওই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন । কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি । কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর  নেই । যেখানেই যাবেন ওনার ছবি ৷ "

খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন : মুকুল রায়
author img

By

Published : Jun 11, 2019, 5:18 PM IST

Updated : Jun 11, 2019, 9:25 PM IST

কলকাতা, 11 জুন : আজ কলকাতায় BJP- র রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায় ৷ সেখানে তিনি বলেন, "খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন ৷" উল্লেখ্য, আজ বিদ্যাসাগর কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের নতুন মূর্তি উন্মোচন করেন ৷ লোকসভা ভোটের প্রচারে 14 মে কলকাতায় অমিত শাহ এসেছিলেন ৷ তখন কলেজ স্ট্রিটে গন্ডগোলের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় ৷

এই সংক্রান্ত খবর : বিদ্যাসাগর কলেজে 'ঈশ্বর' ফিরলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে

সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষের ঘটনা নিয়ে মুকুল আজ বলেন, "আমি ন্যাজাট গেছিলাম । যে দু'জন মারা গেছে এবং যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি । নন্দীগ্রামের যেমন খুনি মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) কথা উঠেছিল, তেমন এখন খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর শাড়িতে রক্তের দাগ লেগে আছে । বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে । প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক । বাংলাদেশ থেকে ন্যাজাটে অস্ত্র ঢোকে । আমরা চাই বিষয়টি নিয়ে NIA তদন্ত হোক । নির্বিচারে গুলি চালানো হয়েছে ওখানে । আমার কাছে তালিকা আছে বাংলায় BJP-র কতজন কর্মী মারা গেছেন ।"

এই সংক্রান্ত খবর : মৃত BJP কর্মীরাই কায়ুম মোল্লাকে মারতে গেছিল : মমতা

বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, "নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল । ডাঃ পার্থ সেনগুপ্ত 1970 সালে ওই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন । কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি । কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর নেই । যেখানেই যাবেন ওনার ছবি ৷ "

উল্লেখ্য, আজ টালিগঞ্জের চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ধর যোগ দিলেন BJP-তে ৷ মুকুল বলেন, "টালিগঞ্জের অবস্থা খুব খারাপ । কলাকুশলীরা টাকা ঠিকমতো পাচ্ছেন না । তাই এখন টালিগঞ্জের বেশিরভাগ লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । "

কলকাতা, 11 জুন : আজ কলকাতায় BJP- র রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুকুল রায় ৷ সেখানে তিনি বলেন, "খুনি মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন ৷" উল্লেখ্য, আজ বিদ্যাসাগর কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের নতুন মূর্তি উন্মোচন করেন ৷ লোকসভা ভোটের প্রচারে 14 মে কলকাতায় অমিত শাহ এসেছিলেন ৷ তখন কলেজ স্ট্রিটে গন্ডগোলের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় ৷

এই সংক্রান্ত খবর : বিদ্যাসাগর কলেজে 'ঈশ্বর' ফিরলেন মুখ্যমন্ত্রীর হাত ধরে

সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষের ঘটনা নিয়ে মুকুল আজ বলেন, "আমি ন্যাজাট গেছিলাম । যে দু'জন মারা গেছে এবং যাঁরা নিখোঁজ, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি । নন্দীগ্রামের যেমন খুনি মুখ্যমন্ত্রীর (বুদ্ধদেব ভট্টাচার্য) কথা উঠেছিল, তেমন এখন খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর শাড়িতে রক্তের দাগ লেগে আছে । বাদুড়িয়ায় বস্তা ভরতি মাংস পাওয়া গেছে । প্রশাসন বলছে, ওটা পশুর কিন্তু বিষয়টি সন্দেহজনক । বাংলাদেশ থেকে ন্যাজাটে অস্ত্র ঢোকে । আমরা চাই বিষয়টি নিয়ে NIA তদন্ত হোক । নির্বিচারে গুলি চালানো হয়েছে ওখানে । আমার কাছে তালিকা আছে বাংলায় BJP-র কতজন কর্মী মারা গেছেন ।"

এই সংক্রান্ত খবর : মৃত BJP কর্মীরাই কায়ুম মোল্লাকে মারতে গেছিল : মমতা

বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন নিয়ে মমতাকে কটাক্ষ করে মুকুল বলেন, "নকশালবাড়ি আন্দোলনে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল । ডাঃ পার্থ সেনগুপ্ত 1970 সালে ওই মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করেন । কিন্তু আজ তাঁকে ডাকা হয়নি । কারণ এখন রাজ্যে মমতার চেয়ে তো বড় মনীষী আর নেই । যেখানেই যাবেন ওনার ছবি ৷ "

উল্লেখ্য, আজ টালিগঞ্জের চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ধর যোগ দিলেন BJP-তে ৷ মুকুল বলেন, "টালিগঞ্জের অবস্থা খুব খারাপ । কলাকুশলীরা টাকা ঠিকমতো পাচ্ছেন না । তাই এখন টালিগঞ্জের বেশিরভাগ লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন । "

Kunming (China), Jun 11 (ANI): Number of enterprises from China and abroad will attend the upcoming South and South Asia Commodity Expo and Investment Fair. The exposition will be held in China's Kunming. While speaking to ANI, MA Jun, Deputy Director General of Yunnan Province, on South and South Asia Commodity Expo and Investment Fair in China said, "India is a very close partner and everybody loves Indian pavilion. This year 240 exhibition booths are for India and in terms of booths, India ranks no.1 among South Asian countries."
Last Updated : Jun 11, 2019, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.