ETV Bharat / briefs

নবান্নে যাব না, রাজ্য সরকারের প্রস্তাব উড়িয়ে ঘোষণা জুনিয়র ডাক্তারদের - Doctors' protest

রাজ্যের স্বাস্থ্য জট চূড়ান্ত । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে যেতে অস্বীকার করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বললেন, "বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।"

NRS-এ চলছে আন্দোলন
author img

By

Published : Jun 15, 2019, 2:07 PM IST

Updated : Jun 15, 2019, 3:32 PM IST

কলকাতা, 15 জুন : রাজ্যের স্বাস্থ্য জট চূড়ান্ত । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে যেতে অস্বীকার করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বললেন, "বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।"

রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে 'শনির দশা' কাটবে কি না সেদিকেই নজর ছিল সবার । গতকাল রাজ্য প্রশাসনের আবেদন উড়িয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন নবান্নে যাবেন না আলোচনা করতে । তারপরই আজ কার্যনিবাহী কমিটির বৈঠক বসেছিল NRS-এ । জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নবান্নে যাবেন কি না সেই বিষয় সিদ্ধান্ত নিতেই ডাকা হয়েছিল বৈঠক । বৈঠক থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, তাঁরা নিজেদের দাবি থেকে সরবেন না ।

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মন্তব্য, "আমরা উদ্বীগ্ন, আশাহত । আমরা চাই কাজ চালু হোক । কিন্তু আমরা কেউ নবান্নে যাব না । বন্ধ দরজার পিছনে কোনও রকম আলোচনা নয় । আমাদের অনুরোধ, মুখ্যমন্ত্রী এখানে আসুন । আমাদের সব দাবি নিয়ে আলোচনা করুন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ কার্যনিবাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন IMA -র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন সহ সিনিয়র ডাক্তাররা । বৈঠক থেকে মাঝ পথে বেরিয়ে শান্তনুর দাবি ছিল, অনেক বহিরাগত বৈঠকে উপস্থিত ছিলেন । যাঁরা আন্দোলনকারীদের বিভ্রান্ত করছেন এবং আন্দোলনকে জিইয়ে রাখছেন । একই সঙ্গে তাঁর আবেদন ছিল, যাতে আন্দোলন থেকে সরে আসেন জুনিয়র ডাক্তাররা । যদিও, বাস্তব পরিস্থিতি অন্য কথাই বলল । নবান্নে না যাওয়ার কথা ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররা । ফলে আজ নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল ।

কলকাতা, 15 জুন : রাজ্যের স্বাস্থ্য জট চূড়ান্ত । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে যেতে অস্বীকার করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা । বললেন, "বন্ধ ঘরে কোনওরকম আলোচনা করবেন না তাঁরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার জন্য NRS-এ আসতে হবে ।"

রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে 'শনির দশা' কাটবে কি না সেদিকেই নজর ছিল সবার । গতকাল রাজ্য প্রশাসনের আবেদন উড়িয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন নবান্নে যাবেন না আলোচনা করতে । তারপরই আজ কার্যনিবাহী কমিটির বৈঠক বসেছিল NRS-এ । জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নবান্নে যাবেন কি না সেই বিষয় সিদ্ধান্ত নিতেই ডাকা হয়েছিল বৈঠক । বৈঠক থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন, তাঁরা নিজেদের দাবি থেকে সরবেন না ।

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মন্তব্য, "আমরা উদ্বীগ্ন, আশাহত । আমরা চাই কাজ চালু হোক । কিন্তু আমরা কেউ নবান্নে যাব না । বন্ধ দরজার পিছনে কোনও রকম আলোচনা নয় । আমাদের অনুরোধ, মুখ্যমন্ত্রী এখানে আসুন । আমাদের সব দাবি নিয়ে আলোচনা করুন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ কার্যনিবাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন IMA -র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন সহ সিনিয়র ডাক্তাররা । বৈঠক থেকে মাঝ পথে বেরিয়ে শান্তনুর দাবি ছিল, অনেক বহিরাগত বৈঠকে উপস্থিত ছিলেন । যাঁরা আন্দোলনকারীদের বিভ্রান্ত করছেন এবং আন্দোলনকে জিইয়ে রাখছেন । একই সঙ্গে তাঁর আবেদন ছিল, যাতে আন্দোলন থেকে সরে আসেন জুনিয়র ডাক্তাররা । যদিও, বাস্তব পরিস্থিতি অন্য কথাই বলল । নবান্নে না যাওয়ার কথা ঘোষণা করে দিলেন জুনিয়র ডাক্তাররা । ফলে আজ নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল ।

Intro:

15-06-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ NRS হাসপাতালে আজ সকাল ১১ টা নাগাদ GB ( জেনারেল বডি) একটি বৈঠকে আছে। সেই বৈঠকে আজ কলকাতার ৫ টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের সব কটি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হবে।সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি দল নাবান্নে যাবে কী না। না মুখ্যমন্ত্রীকেই এই অবস্থানে আসতে হবে। আজ বৈঠকে সর্ব সম্মতিতে সিদ্ধান্ত হবে

আজ এই বৈঠকে ডঃ শান্তুনু সেনও উপস্থিত থাকার কথা আছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, কলকাতার ৫ টি মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়ার ডাক্তারাও আজ এই বৈঠকে থাকবেন।

NRS হাসপাতালের আজ ১১ টায় GB মিটিং এর উপরেই নির্ভর করছে জুনিয়ার ডাক্তারদের অবস্থান বিক্ষোভের কর্মসূচির ভবিষ্যৎ।

আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে।



আজও সকাল থেকে NRS হাসপাতালে অবস্থানে সামিন জুনিয়ার ডাক্তারা। সকাল থেকেই তারা জুনিয়ার ডাক্তারা অবস্থান মঞ্চে ভিড় জমাচ্ছে। NRS এর মূল গেটের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন আছে। তবে এমারজেন্সি তে চিকিৎসা পরিষেবা চালু আছে.Body:কপিConclusion:
Last Updated : Jun 15, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.