ETV Bharat / briefs

ন্যাশনালে 'বহিরাগতদের' ইটের ঘায়ে মাথা ফাটল জুনিয়র ডাক্তারের - NRS

ইটের ঘায়ে মাথা ফেটেছে এক জুনিয়র ডাক্তারের । জখম হয়েছেন আরও তিন-চারজন ।

জখম
author img

By

Published : Jun 14, 2019, 7:55 PM IST

কলকাতা, 14 জুন : ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ইটের ঘায়ে মাথা ফাটল এক জুনিয়র ডাক্তারের । জখম হয়েছেন আরও তিন-চারজন ।

NRS-এ জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থান করছিলেন জুনিয়র ডাক্তাররা । দাবি, আজ বিকেলে তিন নম্বর গেটের বাইরে থেকে কয়েকজন বহিরাগত তাঁদের ডাকে । সেখানে যেতেই তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ।

ইটের ঘায়ে তিন-চারজন জুনিয়র ডাক্তার জখম হন । একজনের মাথা ফেটে গেছে । অভিযোগ, প্যাকেটে করে ইট নিয়ে এসেছিল বহিরাগতরা । পরে ঘটনাস্থানে যায় পুলিশ ।

কলকাতা, 14 জুন : ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ইটের ঘায়ে মাথা ফাটল এক জুনিয়র ডাক্তারের । জখম হয়েছেন আরও তিন-চারজন ।

NRS-এ জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থান করছিলেন জুনিয়র ডাক্তাররা । দাবি, আজ বিকেলে তিন নম্বর গেটের বাইরে থেকে কয়েকজন বহিরাগত তাঁদের ডাকে । সেখানে যেতেই তাঁদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ।

ইটের ঘায়ে তিন-চারজন জুনিয়র ডাক্তার জখম হন । একজনের মাথা ফেটে গেছে । অভিযোগ, প্যাকেটে করে ইট নিয়ে এসেছিল বহিরাগতরা । পরে ঘটনাস্থানে যায় পুলিশ ।

Intro:wb_kol_june 14 cnmc pic2_7203421Body:wb_kol_june 14 cnmc pic2_7203421Conclusion:wb_kol_june 14 cnmc pic2_7203421

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.