ETV Bharat / briefs

আমদানি শুল্ক নিয়ে WTO-তে ভারতের বিরুদ্ধে অভিযোগ জাপানের - japan

জাপানের অভিযোগ, 2014 সালের "মেক ইন ইন্ডিয়া" প্রকল্প চালুর পর থেকে ভারত আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে । কয়েকটি পণ্যের শুল্ক WTO নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি । WTO-তে সদস্যপদের শর্ত ভেঙে ভারত মোবাইল ফোন, রাউটার ও বেস স্টেশনের উপর 20 শতাংশ কর নিচ্ছে ।

author img

By

Published : May 15, 2019, 11:27 PM IST

জেনেভা, ১৫ মে : ভারত বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোন, বেস স্টেশন ও রাউটারে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাচ্ছে । গতকাল WTO-তে এই অভিযোগ করল জাপান ।

জাপানের অভিযোগ, 2014 সালের "মেক ইন ইন্ডিয়া" প্রকল্প চালুর পর থেকে ভারত আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে । কয়েকটি পণ্যের শুল্ক WTO নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি । WTO-তে সদস্যপদের শর্ত ভেঙে ভারত মোবাইল ফোন, রাউটার ও বেস স্টেশনের উপর 20 শতাংশ কর নিচ্ছে ।

WTO-র নীতি অনুযায়ী, জাপানের এই অভিযোগের প্রেক্ষিতে ভারতকে 60 দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে । তা না হলে WTO বিশেষ প্যানেলের মাধ্যমে ভারত বিধিভঙ্গ করেছে কি না, তার বিচার করবে ।

জেনেভা, ১৫ মে : ভারত বিদেশ থেকে আমদানি করা মোবাইল ফোন, বেস স্টেশন ও রাউটারে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাচ্ছে । গতকাল WTO-তে এই অভিযোগ করল জাপান ।

জাপানের অভিযোগ, 2014 সালের "মেক ইন ইন্ডিয়া" প্রকল্প চালুর পর থেকে ভারত আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে । কয়েকটি পণ্যের শুল্ক WTO নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি । WTO-তে সদস্যপদের শর্ত ভেঙে ভারত মোবাইল ফোন, রাউটার ও বেস স্টেশনের উপর 20 শতাংশ কর নিচ্ছে ।

WTO-র নীতি অনুযায়ী, জাপানের এই অভিযোগের প্রেক্ষিতে ভারতকে 60 দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে । তা না হলে WTO বিশেষ প্যানেলের মাধ্যমে ভারত বিধিভঙ্গ করেছে কি না, তার বিচার করবে ।

Lucknow (Uttar Pradesh), May 15 (ANI): At least three persons were injured after a Sub Inspector (SI) fired shots at a public place in Lucknow. Amit Kumar, a SI posted in Uttar Pradesh's Pratapgarh district, opened fire following an argument with his neighbour in Madiyaon area of Lucknow. While speaking to media on the matter, Police official said, "It's a personal dispute. Three people were injured. Accused is apprehended and his service weapon has also been seized. Case is registered in this matter and action is being taken."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.