ETV Bharat / briefs

ফাইনালের আগে ফাইনাল, কাল মুখোমুখি ভারত-পাকিস্তান - ICC Cricket World Cup 2019

বিরাট কোহলির নেতৃত্বে ভারত এই ম্যাচে এগিয়ে রয়েছে । তবে, পাকিস্তানও জোর টক্কর দেবে মত ক্রিকেট বিশেষজ্ঞদের ।

বিরাট কোহলি
author img

By

Published : Jun 15, 2019, 10:41 PM IST

ম্যাঞ্চেস্টার, 15 জুন : ক্রিকেট বিশ্বে তো বটেই, আপামর খেলার জগতেও এত বড় মহারণ খুব কমই দেখা যায় । ক্রিকেটের ক্ষেত্রে ধারেভারে কিছুটা কাছাকাছি থাকে অ্যাসেজ় সিরিজ । যেখানে দ্বৈরথে দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে । কিন্তু, অ্যাসেজ় সিরিজ়ও বোধহয় এত উত্তাপ ছড়াতে পারে না । যতটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছড়ায় । সেই মহারণের ক্ষেত্র আরও একবার প্রস্তুত । এবার বিশ্বকাপ ক্রিকেটে । রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে । সীমান্তের আঁচ পড়েছে ক্রিকেটেও। দুই দলের মধ্যে ক্রিকেটীয় লড়াই কার্যত বন্ধ । হাজারো কাটাছেঁড়ার পর অবশ্য বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দেশ । এরকম একটা পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দুই দলই । বলা ভালো, উভয় দলের ক্রিকেটারই।

টুর্নামেন্টে বেশ ভালো জায়গায় আছে ভারত । প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে যায় । স্বাভাবিকভাবেই পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় উভয় দেশের মধ্যে । কাজেই টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছে কোহলি ব্রিগেড। এর উপর আবার রয়েছে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড । 1992 সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান । প্রতিবারই জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া । অন্যদিকে, টুর্নামেন্টে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। কারণ, তারা উইন্ডিজ় এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে আছে । একমাত্রে জয়ে এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে । শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চার ম্যাচে পাকিস্তানের পয়েন্ট তিন ।

এরকম একটা জায়গা থেকে শুরু করতে চলছে দুই দেশে। তবে, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম মনে করেন, বিশ্বকাপে পাকিস্তানের খারাপ রেকর্ড পালটে যেতে পারে রবিবার । নিয়ন্ত্রিত আক্রমণে গিয়ে ভারতকে হারাতে পারে পাকিস্তান ।

তিনি বলেন, "ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমার খুব একটা সুখের স্মৃতি নেই । কিন্তু, বছরের পর বছর এই ম্যাচগুলি আমি উপভোগ করেছি । কারণ, ফ্যানেরা যেখানেই থাকুন এই ম্যাচ মিস করেন না । রবিবার আবার তা হতে চলেছে । ভারতের ব্যাটিং এবং বোলিং লাইন-আপ খুব শক্তিশালী । কিন্তু, পাকিস্তানও তাদের সমকক্ষ হতে পারে । ভারত-পাকিস্তান ম্যাচে যারা চাপ সামলাতে পারে, তারাই জয়ী হয় ।" তবে ফ্যানেদের উদ্দেশে তাঁর আবেদন, তিক্ত দুই প্রতিপক্ষের লড়াইয়ের আগে শান্ত থাকুন ।

পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক ইনজ়ামাম উল হকের মতে, এই ম্যাচ অনেকটা ফাইনালের আগেই "ফাইনাল"।

ম্যাঞ্চেস্টার, 15 জুন : ক্রিকেট বিশ্বে তো বটেই, আপামর খেলার জগতেও এত বড় মহারণ খুব কমই দেখা যায় । ক্রিকেটের ক্ষেত্রে ধারেভারে কিছুটা কাছাকাছি থাকে অ্যাসেজ় সিরিজ । যেখানে দ্বৈরথে দেখা যায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে । কিন্তু, অ্যাসেজ় সিরিজ়ও বোধহয় এত উত্তাপ ছড়াতে পারে না । যতটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ছড়ায় । সেই মহারণের ক্ষেত্র আরও একবার প্রস্তুত । এবার বিশ্বকাপ ক্রিকেটে । রবিবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরে । সীমান্তের আঁচ পড়েছে ক্রিকেটেও। দুই দলের মধ্যে ক্রিকেটীয় লড়াই কার্যত বন্ধ । হাজারো কাটাছেঁড়ার পর অবশ্য বিশ্বকাপ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দেশ । এরকম একটা পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দুই দলই । বলা ভালো, উভয় দলের ক্রিকেটারই।

টুর্নামেন্টে বেশ ভালো জায়গায় আছে ভারত । প্রথম দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে ভেস্তে যায় । স্বাভাবিকভাবেই পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় উভয় দেশের মধ্যে । কাজেই টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছে কোহলি ব্রিগেড। এর উপর আবার রয়েছে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড । 1992 সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান । প্রতিবারই জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া । অন্যদিকে, টুর্নামেন্টে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। কারণ, তারা উইন্ডিজ় এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে আছে । একমাত্রে জয়ে এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে । শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় চার ম্যাচে পাকিস্তানের পয়েন্ট তিন ।

এরকম একটা জায়গা থেকে শুরু করতে চলছে দুই দেশে। তবে, পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম মনে করেন, বিশ্বকাপে পাকিস্তানের খারাপ রেকর্ড পালটে যেতে পারে রবিবার । নিয়ন্ত্রিত আক্রমণে গিয়ে ভারতকে হারাতে পারে পাকিস্তান ।

তিনি বলেন, "ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমার খুব একটা সুখের স্মৃতি নেই । কিন্তু, বছরের পর বছর এই ম্যাচগুলি আমি উপভোগ করেছি । কারণ, ফ্যানেরা যেখানেই থাকুন এই ম্যাচ মিস করেন না । রবিবার আবার তা হতে চলেছে । ভারতের ব্যাটিং এবং বোলিং লাইন-আপ খুব শক্তিশালী । কিন্তু, পাকিস্তানও তাদের সমকক্ষ হতে পারে । ভারত-পাকিস্তান ম্যাচে যারা চাপ সামলাতে পারে, তারাই জয়ী হয় ।" তবে ফ্যানেদের উদ্দেশে তাঁর আবেদন, তিক্ত দুই প্রতিপক্ষের লড়াইয়ের আগে শান্ত থাকুন ।

পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক ইনজ়ামাম উল হকের মতে, এই ম্যাচ অনেকটা ফাইনালের আগেই "ফাইনাল"।

Raipur (Chhattisgarh), June 15 (ANI): While speaking to ANI on five policemen who were shot dead in Jharkhand's Saraikela district, Jharkhand Chief Minister Raghubar Das said, "It is a very sad incident. I am very distraught. Naxals think they can demotivate our jawans through such incidents but our jawans' morale is high. Jharkhand government and people are with the bereaved families, at this hour." "I assure everyone that our jawans will definitely achieve our aim of a 'naxal free Jharkhand'. Director General of Police (DGP) and Central Reserve Police Force (CRPF) Inspector General of Police (IG) will visit the spot tomorrow, I have asked for a detailed report from the DGP," he added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.