দুবাই, 14 সেপ্টেম্বর : রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের মতে ধোনি সেরা ফিনিশার। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রান তাড়া করার ক্ষমতায় তিনি বিস্মিত । তাই তিনিও ধোনির মতো রান তাড়া করায় নজির গড়তে চান ।
২০২০ সালের নিলামের আগে কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে ছেড়ে দেয়। তাই প্রোটিয়াস মিডল অর্ডার ব্যাটসম্যান IPL র এই মরশুমটি নতুন ফ্র্যাঞ্চাইজি রাজস্থানের হয়ে শুরু করবেন।
একটি স্পোর্টস ওয়েব সাইটে মিলার বলেন, " আমি মনে করি আমরা যেভাবে খেলি তাতে আমরা প্রত্যেকেই আলাদা। আমি ধোনির স্টাইল পছন্দ করি, ধোনি যেভাবে খেলে সেটা পছন্দ করি । অবশ্যই ধোনির ঠান্ডা মাথা । তোমার দেখলেই মনে হবে খেলাটা সবসময় ওর অধীনে । আমি এই বিষয়টা খুব উপভোগ করি । কিন্তু রান তাড়া করার সময় ও ওর সর্ব শক্তি দিয়ে খেলে । একজন ব্যাটসম্যান হিসেবে আমিও তাই করতে চাই। "
মিলার ধোনিকে অন্যতম সেরা ফিনিশারের আখ্যা দেন । এবং জানিয়ে দেন তিনি ধোনির খেলা দেখার জন্য মুখিয়ে আছেন ।
মিলারের মতে, দল তাঁকে এখনও নির্দিষ্ট কাজ দেয়নি । ট্রেনিংয়ে ক্রমাগত অনুশীলনের মাধ্যমে সবাই ছন্দে ফিরছেন ।
তিনি বলেন, " আমার কোচের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি । এখন শুধু অনুশীলনের মাধ্যমে ছন্দে ফেরার চেষ্টা করছি । এটা শরীরকে ছন্দে ফেরানোর মতো ব্যাপার । পরিকল্পনা এবং কাজ এখনও ভাগ করা হইনি । আমরা এখনও সেই জায়গায় পৌঁছায়নি ।" 22 সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান ।
IPL 2020: ধোনির মতো ম্যাচ ফিনিশ করতে চান মিলার - মহেন্দ্র সিং ধোনি
২০২০ সালের নিলামের আগে কিংস ইলেভেন পঞ্জাব মিলারকে ছেড়ে দেয়। তাই প্রোটিয়াস মিডল অর্ডার ব্যাটসম্যান IPL র এই মরশুমটি নতুন ফ্র্যাঞ্চাইজি রাজস্থানের হয়ে শুরু করবেন।
দুবাই, 14 সেপ্টেম্বর : রাজস্থান রয়্যালসের দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের মতে ধোনি সেরা ফিনিশার। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রান তাড়া করার ক্ষমতায় তিনি বিস্মিত । তাই তিনিও ধোনির মতো রান তাড়া করায় নজির গড়তে চান ।
২০২০ সালের নিলামের আগে কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে ছেড়ে দেয়। তাই প্রোটিয়াস মিডল অর্ডার ব্যাটসম্যান IPL র এই মরশুমটি নতুন ফ্র্যাঞ্চাইজি রাজস্থানের হয়ে শুরু করবেন।
একটি স্পোর্টস ওয়েব সাইটে মিলার বলেন, " আমি মনে করি আমরা যেভাবে খেলি তাতে আমরা প্রত্যেকেই আলাদা। আমি ধোনির স্টাইল পছন্দ করি, ধোনি যেভাবে খেলে সেটা পছন্দ করি । অবশ্যই ধোনির ঠান্ডা মাথা । তোমার দেখলেই মনে হবে খেলাটা সবসময় ওর অধীনে । আমি এই বিষয়টা খুব উপভোগ করি । কিন্তু রান তাড়া করার সময় ও ওর সর্ব শক্তি দিয়ে খেলে । একজন ব্যাটসম্যান হিসেবে আমিও তাই করতে চাই। "
মিলার ধোনিকে অন্যতম সেরা ফিনিশারের আখ্যা দেন । এবং জানিয়ে দেন তিনি ধোনির খেলা দেখার জন্য মুখিয়ে আছেন ।
মিলারের মতে, দল তাঁকে এখনও নির্দিষ্ট কাজ দেয়নি । ট্রেনিংয়ে ক্রমাগত অনুশীলনের মাধ্যমে সবাই ছন্দে ফিরছেন ।
তিনি বলেন, " আমার কোচের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি । এখন শুধু অনুশীলনের মাধ্যমে ছন্দে ফেরার চেষ্টা করছি । এটা শরীরকে ছন্দে ফেরানোর মতো ব্যাপার । পরিকল্পনা এবং কাজ এখনও ভাগ করা হইনি । আমরা এখনও সেই জায়গায় পৌঁছায়নি ।" 22 সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান ।