ETV Bharat / briefs

ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন না, কী করবেন ?

মেসেজ পাওয়ার পরও অনেকে নিজের অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন না । এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ইন্টিমশন লেটার খোঁজার পরামর্শ দিচ্ছে । তারপরেও লেটার খুঁজে না পেলে কমিশনের অফিসে প্রার্থীদের যোগাযোগ করতে বলা হচ্ছে ।

ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন না, কী করবেন ?
author img

By

Published : Jun 10, 2019, 8:55 PM IST

Updated : Jun 10, 2019, 9:09 PM IST

কলকাতা, 10 জুন : আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনের সময় একাধিক অভিযোগ উঠছিল । কখনও কম নম্বর পাওয়া প্রার্থী ডাক পেলেও বেশি নম্বর পাওয়া প্রার্থী ডাক পাননি । আবার টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী হতে হয়েছিল বহু প্রার্থীকে । যোগ্যতা থাকা সত্ত্বেও ডাক পাননি এমন অভিযোগ তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে না উঠলেও অব্যাহত রয়েছে টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী হওয়ার ঘটনা । সবথেকে বড় সমস্যা হল, বহু প্রার্থীর ফোনে কমিশনের তরফ থেকে একটি মেসেজ আসছে । সেই মেসেজে লেখা, তৃতীয় ফেজ় ভেরিফিকেশনে ওই প্রার্থীকে শর্টলিস্টেড করা হয়েছে । কিন্তু, সেই প্রার্থী কমিশনের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারছেন না নিজের ইন্টিমেশন লেটার । বলা যায় তাঁরা সেই চিঠি খুঁজেই পাচ্ছেন না । কেন এরকম হচ্ছে ? প্রশ্ন উঠছে আপার প্রাইমারি প্রার্থীদের মনে।


প্রার্থীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের কাছেই মেসেজ পাঠাচ্ছে কমিশন । অর্থাৎ, মেসেজ পাওয়া প্রার্থীরাই তৃতীয় ফেজের ভেরিফিকেশনে ডাক পেয়েছেন । মেসেজ পাওয়ার পরও অনেকে নিজের অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন না । এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ইন্টিমশন লেটার খোঁজার পরামর্শ দিচ্ছে । তারপরেও লেটার খুঁজে না পেলে কমিশনের অফিসে প্রার্থীদের যোগাযোগ করতে বলা হচ্ছে ।

মেসেজ আসার পরেও বহু প্রার্থী নিজেদের ইন্টিমেশন লেটার খুঁজে পাচ্ছেন না । এটা কেন হচ্ছে ? এক আধিকারিক বলেন, "মেসেজটা পাওয়ার পর ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে দেখতে হবে । সেই বিষয়েও আমরা নির্দেশিকা পাঠিয়েছি । আগে ভেরিফিকেশনে ডাক পেয়েছে কি না দেখার জন্য অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিতে হত । এর ফলে সমস্যা হচ্ছিল । তাই এখন ID না দিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই ইন্টিমেশন লেটার পাওয়া যাবে ।"

আরও পড়ুন :প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !

কমিশনের মতে, মেসেজ আসার পর অ্যাপ্লিকেশন ID দিয়ে ইন্টিমেশন লেটার না পেলে রোল নম্বর দিয়ে দেখতে হবে । কিন্তু, তাতেও না পাওয়া গেলে ? ওই আধিকারিক বলেন, "রোল নম্বর দিয়েও যদি কেউ না পায় তাহলে তাঁরা যেন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন । যারা মেসেজ পেয়েছেন তাঁরা শর্টলিস্টেড ।" যদিও, এই বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

কলকাতা, 10 জুন : আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনের সময় একাধিক অভিযোগ উঠছিল । কখনও কম নম্বর পাওয়া প্রার্থী ডাক পেলেও বেশি নম্বর পাওয়া প্রার্থী ডাক পাননি । আবার টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী হতে হয়েছিল বহু প্রার্থীকে । যোগ্যতা থাকা সত্ত্বেও ডাক পাননি এমন অভিযোগ তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে না উঠলেও অব্যাহত রয়েছে টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী হওয়ার ঘটনা । সবথেকে বড় সমস্যা হল, বহু প্রার্থীর ফোনে কমিশনের তরফ থেকে একটি মেসেজ আসছে । সেই মেসেজে লেখা, তৃতীয় ফেজ় ভেরিফিকেশনে ওই প্রার্থীকে শর্টলিস্টেড করা হয়েছে । কিন্তু, সেই প্রার্থী কমিশনের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারছেন না নিজের ইন্টিমেশন লেটার । বলা যায় তাঁরা সেই চিঠি খুঁজেই পাচ্ছেন না । কেন এরকম হচ্ছে ? প্রশ্ন উঠছে আপার প্রাইমারি প্রার্থীদের মনে।


প্রার্থীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের কাছেই মেসেজ পাঠাচ্ছে কমিশন । অর্থাৎ, মেসেজ পাওয়া প্রার্থীরাই তৃতীয় ফেজের ভেরিফিকেশনে ডাক পেয়েছেন । মেসেজ পাওয়ার পরও অনেকে নিজের অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন না । এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ইন্টিমশন লেটার খোঁজার পরামর্শ দিচ্ছে । তারপরেও লেটার খুঁজে না পেলে কমিশনের অফিসে প্রার্থীদের যোগাযোগ করতে বলা হচ্ছে ।

মেসেজ আসার পরেও বহু প্রার্থী নিজেদের ইন্টিমেশন লেটার খুঁজে পাচ্ছেন না । এটা কেন হচ্ছে ? এক আধিকারিক বলেন, "মেসেজটা পাওয়ার পর ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে দেখতে হবে । সেই বিষয়েও আমরা নির্দেশিকা পাঠিয়েছি । আগে ভেরিফিকেশনে ডাক পেয়েছে কি না দেখার জন্য অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিতে হত । এর ফলে সমস্যা হচ্ছিল । তাই এখন ID না দিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই ইন্টিমেশন লেটার পাওয়া যাবে ।"

আরও পড়ুন :প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !

কমিশনের মতে, মেসেজ আসার পর অ্যাপ্লিকেশন ID দিয়ে ইন্টিমেশন লেটার না পেলে রোল নম্বর দিয়ে দেখতে হবে । কিন্তু, তাতেও না পাওয়া গেলে ? ওই আধিকারিক বলেন, "রোল নম্বর দিয়েও যদি কেউ না পায় তাহলে তাঁরা যেন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন । যারা মেসেজ পেয়েছেন তাঁরা শর্টলিস্টেড ।" যদিও, এই বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।

Bhopal (MP), June 10 (ANI): Bhopal police arrested the accused in minor girl's rape and murder case, her body was found in a drain yesterday. Assistant Superintend of Police, Akhil Patel told ANI, "We have arrested the accused, the man used to live close to the victim's house. It will be ensured that he gets punishment within a month, so that it works as a deterrent."The dead body of 8-year-old girl was found in a drain at Kamla Nagar area in Bhopal. As per the official, the girl was gone to the market to buy something and family reported the incident to the police when she didn't return. One policeman has also been suspended after the incident was reported.
Last Updated : Jun 10, 2019, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.