কলকাতা, 10 জুন : আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ফেজ়ের ভেরিফিকেশনের সময় একাধিক অভিযোগ উঠছিল । কখনও কম নম্বর পাওয়া প্রার্থী ডাক পেলেও বেশি নম্বর পাওয়া প্রার্থী ডাক পাননি । আবার টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী হতে হয়েছিল বহু প্রার্থীকে । যোগ্যতা থাকা সত্ত্বেও ডাক পাননি এমন অভিযোগ তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশনে না উঠলেও অব্যাহত রয়েছে টেকনিক্যাল সমস্যায় ভুক্তভোগী হওয়ার ঘটনা । সবথেকে বড় সমস্যা হল, বহু প্রার্থীর ফোনে কমিশনের তরফ থেকে একটি মেসেজ আসছে । সেই মেসেজে লেখা, তৃতীয় ফেজ় ভেরিফিকেশনে ওই প্রার্থীকে শর্টলিস্টেড করা হয়েছে । কিন্তু, সেই প্রার্থী কমিশনের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারছেন না নিজের ইন্টিমেশন লেটার । বলা যায় তাঁরা সেই চিঠি খুঁজেই পাচ্ছেন না । কেন এরকম হচ্ছে ? প্রশ্ন উঠছে আপার প্রাইমারি প্রার্থীদের মনে।
প্রার্থীদের এই প্রশ্নের উত্তর খুঁজতে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের কাছেই মেসেজ পাঠাচ্ছে কমিশন । অর্থাৎ, মেসেজ পাওয়া প্রার্থীরাই তৃতীয় ফেজের ভেরিফিকেশনে ডাক পেয়েছেন । মেসেজ পাওয়ার পরও অনেকে নিজের অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছেন না । এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ইন্টিমশন লেটার খোঁজার পরামর্শ দিচ্ছে । তারপরেও লেটার খুঁজে না পেলে কমিশনের অফিসে প্রার্থীদের যোগাযোগ করতে বলা হচ্ছে ।
মেসেজ আসার পরেও বহু প্রার্থী নিজেদের ইন্টিমেশন লেটার খুঁজে পাচ্ছেন না । এটা কেন হচ্ছে ? এক আধিকারিক বলেন, "মেসেজটা পাওয়ার পর ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে দেখতে হবে । সেই বিষয়েও আমরা নির্দেশিকা পাঠিয়েছি । আগে ভেরিফিকেশনে ডাক পেয়েছে কি না দেখার জন্য অ্যাপ্লিকেশন ID ও জন্মতারিখ দিতে হত । এর ফলে সমস্যা হচ্ছিল । তাই এখন ID না দিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিলেই ইন্টিমেশন লেটার পাওয়া যাবে ।"
আরও পড়ুন :প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !
কমিশনের মতে, মেসেজ আসার পর অ্যাপ্লিকেশন ID দিয়ে ইন্টিমেশন লেটার না পেলে রোল নম্বর দিয়ে দেখতে হবে । কিন্তু, তাতেও না পাওয়া গেলে ? ওই আধিকারিক বলেন, "রোল নম্বর দিয়েও যদি কেউ না পায় তাহলে তাঁরা যেন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন । যারা মেসেজ পেয়েছেন তাঁরা শর্টলিস্টেড ।" যদিও, এই বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি ।