দিল্লি, 12 সেপ্টেম্বর : পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনার পরিস্থিতি যাতে আর না বাড়ে , তা নিশ্চিত করতে ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক । আজকের ওই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যেসব এলাকায় ভারত-চিন সেনা খুব কাছাকাছি চলে এসেছে, সেইসব এলাকা থেকে দু'পক্ষই সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কথা হয় । কিন্তু কোনও সমাধান আজও হল না ।
চূশূলে আজ দুই দেশের ব্রিগেড কমান্ডার স্তরের বৈঠক হয় । বেলা এগারোটা থেকে প্রায় দুপুর তিনটে পর্যন্ত চলে বৈঠক । কিন্তু কোনও রফাসূত্র সেভাবে পাওয়া গেল না । প্রসঙ্গত, 7 সেপ্টেম্বর চিনের লিবারেশন আর্মি ভারতীয় ভূখণ্ড দখল করার উসকানিমূলক পদক্ষেপকে ব্যর্থ করে ভারতীয় সেনা । সেই থেকেই দুই দেশের সেনা পর্যায়ে বৈঠক শুরু হয় ।
আরও পড়ুন : অপহৃত পাঁচ যুবককে ফেরাল চিন
আগামী কয়েকদিনের মধ্যে দুই দেশেই ষষ্ঠবার শীর্ষ সেনাস্তরের বৈঠকে বসবে । অগাস্ট 2 তারিখে শেষবার বৈঠকে বসেছিলেন 14 কর্পস কমান্ডার হরিন্দর সিং ও সাউথ জিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট চিফ মেজর জেনেরাল লিউ লিন ।
সরকারের এক আধিকারিক জানিয়েছেন, দুইপক্ষের সেনার মধ্যে বিশ্বাসযোগ্যতার জায়গা একেবারেই তলানিতে । প্যাংগং লেক - চূশূল এলাকায় চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে সেনা, ট্যাঙ্ক ও হুইটজ়ার মোতায়েন করেছে ।
এই কারণে, ভারতীয় সেনাও প্যাংগং লেক দক্ষিণে ঠাকুং থেকে গুরুং হিল, স্পাংগুর গ্যাপ, মাগর হিল, মুখপাড়ী, রেজ়াং লা এবং রেচিন লা এবং চুশুলের নিকটবর্তী অন্যান্য উঁচু এলাকাগুলিতে কৌশলগত অবস্থান নেয় । সেখান থেকে চিনা সেনার গতিবিধি আগে থেকে বুঝতে সুবিধা ভারতীয় সেনার ।
আরও পড়ুন : LAC : ফের একবার লাঠি-ছোরা নিয়ে চিনা সেনা ?