ETV Bharat / briefs

কড়া নজর দার্জিলিঙে, দ্বিতীয় দফাতেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

author img

By

Published : Apr 16, 2019, 9:49 PM IST

Updated : Apr 16, 2019, 10:00 PM IST

194 কম্পানির মধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট 77 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। জলপাইগুড়িতে থাকবে 44 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জে থাকছে 64 কম্পানি। ভোটারদের মনোবল বৃদ্ধির কাজে 9 কম্পানি বাহিনী থাকছে।

ফাইল ফোটো

কলকাতা, 16 এপ্রিল : সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। বিরোধীদের কাছ থেকে এই দাবি আসছিল। কিন্তু দ্বিতীয় দফাতেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। মোট 194 কম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হতে চলেছে দ্বিতীয় দফার দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জের ভোট।

দার্জিলিঙে থাকতে চলেছে কড়া নজর। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট 77 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। এর মধ্যে বেশিরভাগ বাহিনী যাবে পাহাড়ে। কারণ পাহাড়ের 80 শতাংশ বুথই স্পর্শকাতর। জলপাইগুড়িতে থাকবে 44 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জে থাকছে 64 কম্পানি। ভোটারদের মনোবল বৃদ্ধির কাজে 9 কম্পানি বাহিনী থাকছে। রায়গঞ্জে 76 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ 1234 বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। দার্জিলিংয়ে 62 শতাংশ অর্থাৎ 635 টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গেছে।

আজ বিকেলে শেষ হয়েছে প্রচার। আজ সকাল থেকেই ভোটকর্মীরা দার্জিলিঙের দুর্গম এলাকায় পৌঁছাতে শুরু করেছে। দার্জিলিঙে মোট বুথের সংখ্যা 1899। এর মধ্যে পাহাড়ে রয়েছে 874 টি বুথ। যার মধ্যে দার্জিলিংয়ে তিনটি ও কালিম্পংয়ে রয়েছে 11 টি দুর্গম বুথ। এই বুথগুলিতে যান চলাচলের ব্যবস্থা নেই বললেই চলে। কমিশন সূত্রে খবর এমনটাই। কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দার্জিলিঙের 1, 2 ও 3 নম্বর বুথে পৌঁছে গেছেন ভোটকর্মীরা। কালিম্পঙের 22, 143, 147, 148, 151, 156, 159, 201, 239, ও 281 নম্বর বুথে পৌঁছে গেছে ভোটকর্মীরা। এই বুথগুলিতে তাঁদের ট্রেকিং করে পৌঁছাতে হয়েছে।

আজ দ্বিতীয় দফার ভোট শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ভিডিয়ো কনফারেন্স করে নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে ছিলেন পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কলকাতায় ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং জেলায় ছিলেন চার জেলার জেলা নির্বাচনী আধিকারিক, রিটার্নিং অফিসার, ও পুলিশ সুপার। এই কনফারেন্সে বাহিনী মোতায়েন, ভোট কর্মীদের যাতায়াত, স্যাডো জ়োন, এবং অন্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয় বলে সূত্রের খবর।

কলকাতা, 16 এপ্রিল : সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। বিরোধীদের কাছ থেকে এই দাবি আসছিল। কিন্তু দ্বিতীয় দফাতেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। মোট 194 কম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হতে চলেছে দ্বিতীয় দফার দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জের ভোট।

দার্জিলিঙে থাকতে চলেছে কড়া নজর। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট 77 কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। এর মধ্যে বেশিরভাগ বাহিনী যাবে পাহাড়ে। কারণ পাহাড়ের 80 শতাংশ বুথই স্পর্শকাতর। জলপাইগুড়িতে থাকবে 44 কম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জে থাকছে 64 কম্পানি। ভোটারদের মনোবল বৃদ্ধির কাজে 9 কম্পানি বাহিনী থাকছে। রায়গঞ্জে 76 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। অর্থাৎ 1234 বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। দার্জিলিংয়ে 62 শতাংশ অর্থাৎ 635 টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গেছে।

আজ বিকেলে শেষ হয়েছে প্রচার। আজ সকাল থেকেই ভোটকর্মীরা দার্জিলিঙের দুর্গম এলাকায় পৌঁছাতে শুরু করেছে। দার্জিলিঙে মোট বুথের সংখ্যা 1899। এর মধ্যে পাহাড়ে রয়েছে 874 টি বুথ। যার মধ্যে দার্জিলিংয়ে তিনটি ও কালিম্পংয়ে রয়েছে 11 টি দুর্গম বুথ। এই বুথগুলিতে যান চলাচলের ব্যবস্থা নেই বললেই চলে। কমিশন সূত্রে খবর এমনটাই। কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দার্জিলিঙের 1, 2 ও 3 নম্বর বুথে পৌঁছে গেছেন ভোটকর্মীরা। কালিম্পঙের 22, 143, 147, 148, 151, 156, 159, 201, 239, ও 281 নম্বর বুথে পৌঁছে গেছে ভোটকর্মীরা। এই বুথগুলিতে তাঁদের ট্রেকিং করে পৌঁছাতে হয়েছে।

আজ দ্বিতীয় দফার ভোট শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ভিডিয়ো কনফারেন্স করে নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে ছিলেন পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কলকাতায় ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং জেলায় ছিলেন চার জেলার জেলা নির্বাচনী আধিকারিক, রিটার্নিং অফিসার, ও পুলিশ সুপার। এই কনফারেন্সে বাহিনী মোতায়েন, ভোট কর্মীদের যাতায়াত, স্যাডো জ়োন, এবং অন্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয় বলে সূত্রের খবর।

sample description
Last Updated : Apr 16, 2019, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.