রায়গঞ্জ, 14 জুলাই : BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস । মোহিত সেনগুপ্তের নেতৃত্বে আজ জেলা কংগ্রেস ভবন থেকে সুপার মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় । ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলি, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষারকান্তি গুহ সহ কয়েকশো কংগ্রেস কর্মী ।
মোহিত সেনগুপ্ত বলেন, "আত্মহত্যা হলেও একজন বিধায়ককে কেন আত্মহত্যা করতে হবে ? আত্মহত্যায় কাদের প্ররোচনা ছিল তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করতে হবে জেলা পুলিশ-প্রশাসনকে । আর যদি হেমতাবাদের BJP বিধায়ক খুন হয়ে থাকেন তাহলে তারও নিরপেক্ষ তদন্ত হোক ।"
মৃত BJP বিধায়কের ময়নাতদন্তের রিপোর্ট প্রসঙ্গে মোহিতবাবুর সাফ জবাব, রায়গঞ্জ হাসপাতালের রিপোর্ট তিনি মানছেন না । রিপোর্ট কলকাতায় পাঠিয়ে সঠিক তদন্তের দাবি তোলেন তিনি ।