ETV Bharat / briefs

West Bengal Weather Update : আগামিকাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, দোসর ঝঞ্ঝা

রবিবার তাপমাত্রা কমবে । কিন্তু আগামিকাল থেকে তা বাড়তে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata predicts temperature to rise from tomorrow) ।

Western Disturbance in Bengal
West Bengal Weather Forecast
author img

By

Published : Jan 30, 2022, 7:08 AM IST

Updated : Jan 30, 2022, 8:59 AM IST

কলকাতা, 30 জানুয়ারি : তাপমাত্রা ফের 12 ডিগ্রির ঘরে । স্লগওভারে শীত তার ভেলকি দেখাচ্ছে । ফলে মাঘের শেষবেলায় ঠান্ডা বাঘের গায়ে । আবহাওয়া অফিসের পূর্বাভাস, কাল থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে । কিন্তু ঠান্ডার আমেজ বজায় থাকবে (Winter in Bengal) ।

পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে । ফলে পারদ নামছে । কাশ্মীর-সহ উত্তর ভারতে তুষারপাত হয়েছে । উত্তর-পশ্চিম ভারতেও জমিয়ে ঠান্ডা পড়েছে । এই রাজ্যে দার্জিলিংও পিছিয়ে নেই । ফলে কনকনে উত্তুরে হাওয়া বাংলার দিকে ধেয়ে আসছে ।

আরও পড়ু‌ন : Corona Update in Bengal : সংক্রমণের হার নিম্নমুখীই, রাজ্যে একদিনে মৃত 35

ঝঞ্ঝার পরে শীতের এই দুরন্ত ছন্দে ফেরা যেন ডার্বিতে পরিবর্ত হিসেবে নেমে কিয়ান নাসিরির হ্যাটট্রিক করার মতো । শনিবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । রবিবার রোদ থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি এবং 12 ডিগ্রিতে ঘোরাফেরা করবে । তবে আবারও ঝঞ্ঝার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । তাই ঠান্ডার আমেজের পাশে বৃষ্টির ঘ্যানঘ্যানানিও অপেক্ষা করছে ।

কলকাতা, 30 জানুয়ারি : তাপমাত্রা ফের 12 ডিগ্রির ঘরে । স্লগওভারে শীত তার ভেলকি দেখাচ্ছে । ফলে মাঘের শেষবেলায় ঠান্ডা বাঘের গায়ে । আবহাওয়া অফিসের পূর্বাভাস, কাল থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে । কিন্তু ঠান্ডার আমেজ বজায় থাকবে (Winter in Bengal) ।

পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে । ফলে পারদ নামছে । কাশ্মীর-সহ উত্তর ভারতে তুষারপাত হয়েছে । উত্তর-পশ্চিম ভারতেও জমিয়ে ঠান্ডা পড়েছে । এই রাজ্যে দার্জিলিংও পিছিয়ে নেই । ফলে কনকনে উত্তুরে হাওয়া বাংলার দিকে ধেয়ে আসছে ।

আরও পড়ু‌ন : Corona Update in Bengal : সংক্রমণের হার নিম্নমুখীই, রাজ্যে একদিনে মৃত 35

ঝঞ্ঝার পরে শীতের এই দুরন্ত ছন্দে ফেরা যেন ডার্বিতে পরিবর্ত হিসেবে নেমে কিয়ান নাসিরির হ্যাটট্রিক করার মতো । শনিবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । রবিবার রোদ থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি এবং 12 ডিগ্রিতে ঘোরাফেরা করবে । তবে আবারও ঝঞ্ঝার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । তাই ঠান্ডার আমেজের পাশে বৃষ্টির ঘ্যানঘ্যানানিও অপেক্ষা করছে ।

Last Updated : Jan 30, 2022, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.