ETV Bharat / briefs

সন্ত্রাসবাদের অস্ত্র IED, গণতন্ত্রের অস্ত্র ভোটার ID : মোদি - Lok Sabha Election

আহমেদাবাদে ভোট দেওয়ার পর একথা বলেন নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 23, 2019, 9:01 AM IST

আহমেদাবাদ, 23 এপ্রিল : "সন্ত্রাসবাদের অস্ত্র হল IED । গণতন্ত্রের অস্ত্র হল ভোটার ID । আর এই ID-র শক্তি IED-র থেকেও বেশি ।" আহমেদাবাদে ভোট দিয়ে আজ একথা বলেন নরেন্দ্র মোদি ।

দেশের যুব সম্প্রদায়কেও অধিক হারে ভোট দেওয়ার আহ্বান করেন মোদি । তিনি বলেন , "যাঁরা এবার প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের স্বাগত। দেশের সরকার বানানোর ক্ষেত্রে অংশদারিত্বের জন্য তাঁদের স্বাগত । আসন্ন দশককে উজ্জ্বল করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । 100 শতাংশ ভোট দিন। ভারতের গণতন্ত্রের মাহাত্ম্যকে দুনিয়ার সামনে তুলে ধরুন।" আগের দু'দফায় বেশি ভোট পড়ায় দেশবাসীকেও শুভেচ্ছা জানান তিনি। তাঁর কথায়, "আগের দফাগুলিতে ভোটের শতাংশ বেশি পড়ার জন্য সবাইকে শুভেচ্ছা।"

পাশাপাশি, তিনি বলেন, "আমার রাজ্য গুজরাতে নিজের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি ধন্য । কুম্ভতে পুণ্যস্নানের পর যেমন আপনি পবিত্র মনে করেন, তেমনই গণতন্ত্রের উৎসবে ভোট দিয়ে একজন সেরকমই পবিত্রতা অনুভব করেন। "

আহমেদাবাদ, 23 এপ্রিল : "সন্ত্রাসবাদের অস্ত্র হল IED । গণতন্ত্রের অস্ত্র হল ভোটার ID । আর এই ID-র শক্তি IED-র থেকেও বেশি ।" আহমেদাবাদে ভোট দিয়ে আজ একথা বলেন নরেন্দ্র মোদি ।

দেশের যুব সম্প্রদায়কেও অধিক হারে ভোট দেওয়ার আহ্বান করেন মোদি । তিনি বলেন , "যাঁরা এবার প্রথমবার ভোট দিচ্ছেন, তাঁদের স্বাগত। দেশের সরকার বানানোর ক্ষেত্রে অংশদারিত্বের জন্য তাঁদের স্বাগত । আসন্ন দশককে উজ্জ্বল করতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । 100 শতাংশ ভোট দিন। ভারতের গণতন্ত্রের মাহাত্ম্যকে দুনিয়ার সামনে তুলে ধরুন।" আগের দু'দফায় বেশি ভোট পড়ায় দেশবাসীকেও শুভেচ্ছা জানান তিনি। তাঁর কথায়, "আগের দফাগুলিতে ভোটের শতাংশ বেশি পড়ার জন্য সবাইকে শুভেচ্ছা।"

পাশাপাশি, তিনি বলেন, "আমার রাজ্য গুজরাতে নিজের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি ধন্য । কুম্ভতে পুণ্যস্নানের পর যেমন আপনি পবিত্র মনে করেন, তেমনই গণতন্ত্রের উৎসবে ভোট দিয়ে একজন সেরকমই পবিত্রতা অনুভব করেন। "

Bhatapara (Chhattisgarh), Apr 16 (ANI): Prime Minister Narendra Modi addressed a public rally in Bhatapara, Chhattisgarh. He took jibe at Rahul Gandhi's 'chowkidar chor hai' remark by asking 'what kind of politics is this?' He said, "These people are crossing limits daily, according to them anyone whose name is Modi is a thief, what kind of politics is this? They have labeled a whole community as thieves only to get some applause, just to insult your 'chowkidar'." This is 'sultanat' kind of mindset of."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.