বেলাকোবা, 18 এপ্রিল : "আমি অন ডিউটিতে ছিলাম। কেন্দ্রীয় বাহিনী আমাকে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে।" পিস্তল নিয়ে বুথে ঢোকার ঘটনায় মন্তব্য করলেন বেলাকোবা রেঞ্জের রেঞ্চার সঞ্জয় দত্ত।
সঞ্জয় বলেন, "বেলাকোবা রেঞ্জে ৩৬০০ হেক্টর এলাকায় ২০টি বুথ রয়েছে। এই এলাকায় নিয়মিত হাতি আসে। হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছেন। বিভিন্ন জায়গায় হাতি ও লেপার্ডের হামলা চলছে। তাই ভোটার এবং পোলিং এজেন্টদের সুরক্ষা দিতে আমি ডিউটি করছিলাম। আমিও একজন ভোটার। ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার। আমি বেলাকোবার একটি বুথে আমার নিরাপত্তারক্ষীকে নিয়ে ভোট দিতে গেছিলাম। বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে যোগাযোগ করি। আমি অন ডিউটিতে ছিলাম। কেন্দ্রীয় বাহিনী আমাকে ভোট দেওয়ার অনুমতি দেয়। ওখানে বেঙ্গল পুলিশ, প্রিজ়াইডি অফিসার ছিল। আমি ২ মিনিটের মধ্যে ভোট দিয়ে বেরিয়ে যাই।"
তিনি আরও বলেন, "পরে জানতে পারি আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। আমি একজন সৈনিক। একজন সৈনিকের এভাবে সম্মানহানি করা হয়েছে। এটা ঠিক নয়। মিডিয়া সঠিক পথে যাবে। আমি কোনও ভুল কাজ করলে নির্বাচন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমন কী আমায় সাসপেন্ডও করতে পারে। আমি কেন্দ্রীয় বাহিনী ও প্রিজ়াইডিং অফিসারের অনুমতি নিয়েই ভোট দিয়েছি। একজন সরকারি আধিকারিককে মানসিক হয়রানি ও অসম্মান করার করার জন্য প্রত্যেকের বিরুদ্ধে CRPC অনুযায়ী ব্যবস্থা নেব।"