ETV Bharat / briefs

ব্রাজ়িলের বারে গুলি, নিহত 11 - shot

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাত দুষ্কৃতী তিনটি গাড়ি ও একটি বাইকে করে এসে বারটিতে হামলা চালায় । তাদের মধ্যে একজন আহত অবস্থায় পুলিশের হেপাজতে রয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 20, 2019, 8:03 AM IST

রিও দি জ়েনেরিও, 20 মে : উত্তর ব্রাজ়িলের একটি বারে কমপক্ষে 11 জনকে গুলি করে হত্যা করা হল । পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্দুকধারী ব্রাজ়িলের ওই বারে গুলি চালায় । উত্তর ব্রাজ়িলের বেলেম শহরে গতরাতের ঘটনা ।

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের মধ্যে ছয়জন মহিলা ও পাঁচজন পুরুষ । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাত দুষ্কৃতী তিনটি গাড়ি ও একটি বাইকে করে এসে বারটিতে হামলা চালায় । তাদের মধ্যে একজন আহত অবস্থায় পুলিশের হেপাজতে রয়েছে । বাকিরা পালিয়ে যায় । কী কারণে এই হামলা চালানো হল তা জানা যায়নি ।

যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য গত মার্চ মাসে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।

রিও দি জ়েনেরিও, 20 মে : উত্তর ব্রাজ়িলের একটি বারে কমপক্ষে 11 জনকে গুলি করে হত্যা করা হল । পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্দুকধারী ব্রাজ়িলের ওই বারে গুলি চালায় । উত্তর ব্রাজ়িলের বেলেম শহরে গতরাতের ঘটনা ।

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের মধ্যে ছয়জন মহিলা ও পাঁচজন পুরুষ । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাত দুষ্কৃতী তিনটি গাড়ি ও একটি বাইকে করে এসে বারটিতে হামলা চালায় । তাদের মধ্যে একজন আহত অবস্থায় পুলিশের হেপাজতে রয়েছে । বাকিরা পালিয়ে যায় । কী কারণে এই হামলা চালানো হল তা জানা যায়নি ।

যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য গত মার্চ মাসে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।

London (UK) May 20 (ANI): Muttahida Qaumi Movement (MQM) Altaf Hussain who is fighting for the rights of minority communities in Pakistan, has cleared that his organisation is "secular" and rejected religious fanaticism in all its forms. Hussain, who is advocating for the equal rights of Mohajirs, Pashtuns and other minority communities in Pakistan, has highlighted military barbarism of India's neighbour.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.