ETV Bharat / briefs

পুলওয়ামায় ব্যাঙ্কের সামনে গ্রেনেড হামলা, জখম জওয়ান - kashmir

কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় এক CRPF জওয়ান গুরুতরভাবে জখম।

s
author img

By

Published : Mar 30, 2019, 4:53 PM IST

Updated : Mar 30, 2019, 5:02 PM IST

শ্রীনগর, ৩০ মার্চ : কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের হামলা চালাল জঙ্গিরা। আজ সেখানে CRPF জওয়ানদের একটি বাঙ্কারের সামনে গ্রেনেড হামলা হয়। এই ঘটনায় এক CRPF জওয়ান গুরুতরভাবে জখম।

গ্রেনেড হামলা হয় এখানেই

পুলওয়ামায় স্টেট ব্যাঙ্কের শাখার সামনে নিরাপত্তার জন্য CRPF জওয়ানদের একটি বাঙ্কার রয়েছে। আজ সেই বাঙ্কারের সামনে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। গ্রেনেড বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়।

হামলাকারীকে ধরা যায়নি। তবে এই হামলার পরে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জনের বেশি CRPF জওয়ান প্রাণ হারিয়েছিল।

শ্রীনগর, ৩০ মার্চ : কাশ্মীরের পুলওয়ামা জেলায় ফের হামলা চালাল জঙ্গিরা। আজ সেখানে CRPF জওয়ানদের একটি বাঙ্কারের সামনে গ্রেনেড হামলা হয়। এই ঘটনায় এক CRPF জওয়ান গুরুতরভাবে জখম।

গ্রেনেড হামলা হয় এখানেই

পুলওয়ামায় স্টেট ব্যাঙ্কের শাখার সামনে নিরাপত্তার জন্য CRPF জওয়ানদের একটি বাঙ্কার রয়েছে। আজ সেই বাঙ্কারের সামনে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। গ্রেনেড বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়।

হামলাকারীকে ধরা যায়নি। তবে এই হামলার পরে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জনের বেশি CRPF জওয়ান প্রাণ হারিয়েছিল।

Mumbai, Mar 30 (ANI): 'Gully Boy' actor Ranveer Singh launched his music label 'IncInk' for street rappers in Mumbai. Superstar Ranveer aims to rope in independent street style rappers in 'INCINK'. Earlier, he shared the news on his Instagram handle and also posted a photo featuring the record label's logo. 'INCINK' also launched its first single titled 'Zeher' and its and music video on Friday. At the launch of event, Ranveer said, "What you will hear today is the music I love. This is the kind of vibe I like, the kind of music I love. Being an outsider, I always wanted to support new talent, outstanding talent that deserves to be heard or deserves to be seen and that's in every street of the country."
Last Updated : Mar 30, 2019, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.