ETV Bharat / briefs

চিনা সংস্থাকে রেলের চুক্তি পাইয়ে দিয়ে মাথা নত করে নিয়েছে কেন্দ্র : প্রিয়াঙ্কা গান্ধি - গালওয়ান উপত্যকা

সীমান্তে অস্থির পরিস্থিতির মাঝে একটি চিনা সংস্থাকে দিল্লি- মিরাট রেল করিডর তৈরির বরাত দেওয়ার সমালোচনা করে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি বলেন, কড়া বার্তা দেওয়ার বদলে চিনের সামনে মাথা নত করেছে কেন্দ্রীয় সরকার।

Priyanka gandhi vadra
Priyanka gandhi vadra
author img

By

Published : Jun 19, 2020, 5:21 AM IST

দিল্লি, 18 জুন : ভারত- চিন সীমান্তে লাগাতার সংঘর্ষের মাঝে চিনা সংস্থার হাতে রেলের করিডর তৈরির চুক্তি দেওয়া নিয়ে সমালোচনায় সরব হলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি ।

তিনি আজ হিন্দিতে একটি টুইট করে বলেন, " আমাদের 20 জন সৈনিক শহিদ হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের উচিত কড়া বার্তা দেওয়া। কিন্তু সরকারের তরফ থেকে দিল্লি- মিরাট সেমি হাই স্পিড করিডর তৈরির বরাত চিনা কম্পানিকে দিয়ে তাদের সামনে মাথা নত করা হয়েছে। যে কোনও ভারতীয় কম্পানি এই করিডর তৈরি করতে সক্ষম।

  • हमारे 20 जवान शहीद हुए हैं।

    ऐसे में केंद्र सरकार को मजबूत संदेश देना चाहिए लेकिन सरकार ने दिल्ली-मेरठ सेमी हाईस्पीड रेल कॉरिडोर का ठेका चीनी कम्पनी को सौंप कर घुटने टेकने जैसी रणनीति अपनाई है।

    तमाम भारतीय कंपनियां भी इस कॉरिडोर को बनाने के काबिल हैं।https://t.co/mZafLpEzU5

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটের পাশাপাশিএকটি মিডিয়ার রিপোর্ট শেয়ার করেন, যেখানে ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের মাঝেই একটি চিনা সংস্থাকে দিল্লি মিরাট র্যাপিড রেল তৈরির জন্য 1126 কোটি টাকার চুক্তির বরাত পাইয়ে দেওয়ার দাবি করা হয়েছে।

সোমবার রাতে উত্তর লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর 20 জন জওয়ান শহিদ হন।

দিল্লি, 18 জুন : ভারত- চিন সীমান্তে লাগাতার সংঘর্ষের মাঝে চিনা সংস্থার হাতে রেলের করিডর তৈরির চুক্তি দেওয়া নিয়ে সমালোচনায় সরব হলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি ।

তিনি আজ হিন্দিতে একটি টুইট করে বলেন, " আমাদের 20 জন সৈনিক শহিদ হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের উচিত কড়া বার্তা দেওয়া। কিন্তু সরকারের তরফ থেকে দিল্লি- মিরাট সেমি হাই স্পিড করিডর তৈরির বরাত চিনা কম্পানিকে দিয়ে তাদের সামনে মাথা নত করা হয়েছে। যে কোনও ভারতীয় কম্পানি এই করিডর তৈরি করতে সক্ষম।

  • हमारे 20 जवान शहीद हुए हैं।

    ऐसे में केंद्र सरकार को मजबूत संदेश देना चाहिए लेकिन सरकार ने दिल्ली-मेरठ सेमी हाईस्पीड रेल कॉरिडोर का ठेका चीनी कम्पनी को सौंप कर घुटने टेकने जैसी रणनीति अपनाई है।

    तमाम भारतीय कंपनियां भी इस कॉरिडोर को बनाने के काबिल हैं।https://t.co/mZafLpEzU5

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটের পাশাপাশিএকটি মিডিয়ার রিপোর্ট শেয়ার করেন, যেখানে ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের মাঝেই একটি চিনা সংস্থাকে দিল্লি মিরাট র্যাপিড রেল তৈরির জন্য 1126 কোটি টাকার চুক্তির বরাত পাইয়ে দেওয়ার দাবি করা হয়েছে।

সোমবার রাতে উত্তর লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর 20 জন জওয়ান শহিদ হন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.