কলকাতা, 13 জুন : রোগীদের স্বার্থে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজ যোগ দেওয়ার অনুরোধ করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে তাদের দাবিপত্র রাজ্যপালের কাছে পেশ করেছেন । সেই দাবিপত্র রাজভবন থেকে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে ।
NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের জেরে এক জুনিয়র ডাক্তারকে মারধর করা হয় । গুরুতর জখম হয় সে । তারপর নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে ডাক্তারদের যৌথ মঞ্চ । রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালে OPD পরিষেবা গতকাল থেকে বন্ধ । এই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালে গিয়ে আন্দোলন তুলে নেওয়ার জন্য হঁশিয়ারি দেন । এর জেরে আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে ক্ষোভ বাড়ে । তারা রাজ্যপালের দ্বারস্থ হয় । রাজ্যপালকে তারা দাবিপত্র দেয় ।
এই সংক্রান্ত আরও খবর : "প্লিজ়, রোগীদের দেখুন", ডাক্তারদের চিঠি মুখ্যমন্ত্রীর
সন্ধ্যায় রাজভবন থেকে প্রেসবিজ্ঞপ্তি জারি করে বলা হয়, "জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদল রাজ্যপালের কাছে একটি দাবিপত্র জমা দিয়েছে । উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য তা সরকারের কাছে পাঠানো হয়েছে । তারা (প্রতিনিধিদল) উপযুক্ত নিরাপত্তা ও NRS-এর ঘটনার তদন্তের দাবি জানিয়েছে । দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও করা হয়েছে। প্রতিনিধিদল বলেছে, রাজ্য সরকারের তরফে উপযুক্ত নিরাপত্তার আশ্বাস পেলে জুনিয়র ডাক্তাররা কাজ শুরু করবে । " পাশাপাশি রাজ্যপালের তরফে জুনিয়র চিকিৎসকদের কাছে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ।
এই সংক্রান্ত আরও খবর : স্বাস্থ্যে সংকট কাটাতে ফেসবুক পোস্টে আবেদন মুখ্যমন্ত্রীর