ETV Bharat / briefs

BJP সরকার আসার পর গঙ্গার দূষণ কমেছে : জয় - narendra modi

জয় বন্দ্যোপাধ্যায় জনসংযোগ বাড়াতে গতকাল সন্ধ্যায় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে আরতি করেন। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল।

জয় বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 21, 2019, 1:47 AM IST

Updated : Apr 21, 2019, 2:05 AM IST

উলুবেড়িয়া, ২০ এপ্রিল : গঙ্গা আরতি করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বাড়াতে আজ সন্ধ্যায় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে আরতি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জয় বলেন, "নির্মলা গঙ্গা চেতনা মঞ্চের তরফে প্রত্যেক শনিবার গঙ্গা আরতির আয়োজন করা হয়। আমাকেও এই সংস্থার তরফে গঙ্গা আরতিতে অংশ নিতে বলা হয়েছিল। এটি একটি কেন্দ্রীয় পরিকল্পনা।"

তিনি আরও বলেন, "গঙ্গাকে নিয়ে কেউ ভাবেনি। গঙ্গার বুক থেকে দূষণ সরিয়ে নেওয়ার জন্য, তাকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার জন্য প্রতি শনিবার বিভিন্ন ঘাটে আরতি হয়। এখানে কোনও পার্টির চিহ্ন নেই। সকল উলুবেড়িয়াবাসীর মঙ্গল কামনার জন্য এই আরতির আয়োজন করা হয়েছে। BJP সরকার আসার পর গঙ্গার দূষণ কমেছে। আগামীদিনে গঙ্গা দূষণমুক্ত হয়ে যাবে।"

উলুবেড়িয়া, ২০ এপ্রিল : গঙ্গা আরতি করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ বাড়াতে আজ সন্ধ্যায় উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে আরতি করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডল।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জয় বলেন, "নির্মলা গঙ্গা চেতনা মঞ্চের তরফে প্রত্যেক শনিবার গঙ্গা আরতির আয়োজন করা হয়। আমাকেও এই সংস্থার তরফে গঙ্গা আরতিতে অংশ নিতে বলা হয়েছিল। এটি একটি কেন্দ্রীয় পরিকল্পনা।"

তিনি আরও বলেন, "গঙ্গাকে নিয়ে কেউ ভাবেনি। গঙ্গার বুক থেকে দূষণ সরিয়ে নেওয়ার জন্য, তাকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার জন্য প্রতি শনিবার বিভিন্ন ঘাটে আরতি হয়। এখানে কোনও পার্টির চিহ্ন নেই। সকল উলুবেড়িয়াবাসীর মঙ্গল কামনার জন্য এই আরতির আয়োজন করা হয়েছে। BJP সরকার আসার পর গঙ্গার দূষণ কমেছে। আগামীদিনে গঙ্গা দূষণমুক্ত হয়ে যাবে।"

Intro:আবাসিকদের জোড়ালো কান্নায় গেট ভেঙ্গে হোমে ঢুকল স্থানীয়রা, পুলিশে অভিযোগ জানাল হোম কতৃপক্ষ!

শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ আজ সন্ধ্যেবেলা আচমকাই হোমের দুই আবাসিক কান্না জুড়ে দেয়৷ এরপর একে একে বাকীরাও তাদের সঙ্গ দিতে শুরু করে। ঘটনায় স্থানীয়রা দিকবিদিকশুন্য হয়ে সদর গেট ভেঙ্গে বলপূর্বক হোমের ভেতরে ঢুকে পড়েন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাকিমপাড়া এলাকায় সিনির হোম চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়েন হয় পুলিশ।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যে আড়ে আটটার পর ওই হোমের আবাসিকেরা আচমকাই হোমের উপরতলায় উঠে জালানা খুলে কান্নাকাটি জুড়ে দেন। চিৎকার করে জানাতে থাকে তাদের বলপূর্বক আটকে রাখা হয়েছে। তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। হোমের তরফে তাদের অত্যাচার করা হয়। এরই সাথে চলে বাঁধ ভাঙ্গা কান্না। আবাসিকদের কান্নায় হতচকিত হয়ে ওঠেন স্থানীয়রা। এরপরেই স্থানীয়রা একজোট হয়ে হোমের সদর গেট ভেঙ্গে ভেতরে ঢুকে হইহুল্লোড় জুড়ে দেন। এরপরেই হোমের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ওই এলাকায় নাইট প্রেট্রোলিং এর ব্যবস্থা করা হয়।

হোমের একাংশ আবাসিকরা জানান তাদের ওপর অত্যাচার করা হয়েছে৷ তাদের জোর করে আটকে রাখা হয়েছে।

যদিও এবিষয়ে ওই হোমের প্রজেক্ট কো অর্ডিনেটর দেবযানী দে ভৌমিক বলেন, এদিন এক মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। এরপরেই নেপালের দুই মেয়ে কান্না জুড়ে দেয়। তাদের সাথে আরও কিছু মেয়ে কান্না করতে থাকে। অন্যদিকে, এদিন সন্ধ্যের সময় এক নাবালিকের মা এক গাড়ি লোক নিয়ে দেখা করতে আসে মেয়ের সাথে। তাদের ফিরয়ে দেওয়া হলেও পরে তারা গেট ভাংচুর করে। তাদের সাথে জুড়ে গিয়েছিল কিছু স্থানীয়রা। আমরা বিষয়টি পুলিশে জানাব। তিনি আরও বলেন কাউকে জোর করে আটকানো হয় না। সবটাই নিয়ম মেনে হয়। সরকারীভাবে নির্দেশিকা এলে আমরা মেয়েদের তাদের পরিবারের হাতে তুলে দেই।

Body:.Conclusion:.
Last Updated : Apr 21, 2019, 2:05 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.