ETV Bharat / briefs

প্রচারের জেরেই সেনার রণকৌশল জানছে পাকিস্তান, মোদি ওদের এজেন্ট নয় কেন ? : ফিরহাদ - mahua maitra

গতকাল কৃষ্ণনগরের একটি সভা থেকে নরেন্দ্র মোদিকে একপ্রকার পাকিস্তানের এজেন্ট বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 27, 2019, 9:07 AM IST

Updated : Apr 27, 2019, 1:01 PM IST

কৃষ্ণনগর, 27 এপ্রিল : "নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?" গতকাল কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় একটি সভা থেকে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গেছিলেন তিনি । সেখানে তিনি বলেন, "সার্জিকাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করা হয়েছে ।"

সভামঞ্চ থেকে ফিরহাদ বলেন, "আপনারা বাংলাদেশ যুদ্ধ দেখেছেন । ভারতীয় সেনা সেখানে পাকিস্তানকে হারাল । আমাদের বুক চওড়া হয়ে গেল । চাইনিজ় অ্যাগ্রেশনের সময় সেখানে আমাদের ভারতীয় সেনা রুখে দাঁড়াল । আমাদের বুক চওড়া হয়ে গেল । আমাদের এই 52 ইঞ্চি ছাতি আনার জন্য ভারতীয় সেনা নয় । এতে উলটে কী হল? তাদের নিয়ে রাজনীতি করে ভারতীয় সেনার অভিযানের রূপরেখা বেরিয়ে এল । আর লাভ হল পাকিস্তানের । তারা ভারতীয় সেনার রণকৌশল ওরা জেনে গেল । তাহলে নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?

ভিডিয়োয় দেখুন নাকাশিপাড়ার সভা থেকে কী বললেন ফিরহাদ

প্রসঙ্গত, 2016 সালে উরির সেনাছাউনিতে হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা । চলতি বছর পুলওয়ামা হামলার পর ফের একবার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেন জওয়ানরা । তারপর থেকেই বিভিন্ন জনসভায় এয়ারস্ট্রাইক নিয়ে একাধিকবার মুখ খুলেছেন BJP নেতা, নেত্রীরা ।

কৃষ্ণনগর, 27 এপ্রিল : "নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?" গতকাল কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় একটি সভা থেকে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গেছিলেন তিনি । সেখানে তিনি বলেন, "সার্জিকাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করা হয়েছে ।"

সভামঞ্চ থেকে ফিরহাদ বলেন, "আপনারা বাংলাদেশ যুদ্ধ দেখেছেন । ভারতীয় সেনা সেখানে পাকিস্তানকে হারাল । আমাদের বুক চওড়া হয়ে গেল । চাইনিজ় অ্যাগ্রেশনের সময় সেখানে আমাদের ভারতীয় সেনা রুখে দাঁড়াল । আমাদের বুক চওড়া হয়ে গেল । আমাদের এই 52 ইঞ্চি ছাতি আনার জন্য ভারতীয় সেনা নয় । এতে উলটে কী হল? তাদের নিয়ে রাজনীতি করে ভারতীয় সেনার অভিযানের রূপরেখা বেরিয়ে এল । আর লাভ হল পাকিস্তানের । তারা ভারতীয় সেনার রণকৌশল ওরা জেনে গেল । তাহলে নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?

ভিডিয়োয় দেখুন নাকাশিপাড়ার সভা থেকে কী বললেন ফিরহাদ

প্রসঙ্গত, 2016 সালে উরির সেনাছাউনিতে হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা । চলতি বছর পুলওয়ামা হামলার পর ফের একবার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেন জওয়ানরা । তারপর থেকেই বিভিন্ন জনসভায় এয়ারস্ট্রাইক নিয়ে একাধিকবার মুখ খুলেছেন BJP নেতা, নেত্রীরা ।

Intro:এবার নরেন্দ্র মোদিকে পাকিস্তানি এজেন্ট বলে আখ্যা দিল রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। নদীয়ার নাকাশিপাড়া মহুয়া মৈত্র সমর্থনে জনসমাবেশ এসে এ কথা বলেন তিনি।
বিজেপি কে প্রথম থেকেই আক্রমণ সানিয়ে তিনি আরোও বলেন, যারা বয়স্ক তারা দেখেছেন, ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ পাকিস্তান সেনা কে কিভাবে হারালো, আমাদের বুক এতটা চওড়া হয়ে গেল। 66 সালে চাইনিজ অ্যাক্রেশন হল, সেই চাইনিজ অ্যাক্রেশনে ইন্ডিয়ান আর্মি রুখে দাঁড়াল। আমাদের বুক চওড়া হয়ে গেল। তাহলে 52 ইঞ্চি ছাত্রীর জন্য ইন্ডিয়ান আর্মি নয়। বরং উল্টে কি হলো ? উল্টে ইন্ডিয়ান আর্মি কে নিয়ে রাজনীতির ময়দানে চলে এলো। বলল সার্জিক্যাল স্ট্রাইক এইসে কিয়া আইসে কিয়া, ইতনা আদমি মারা। অর্থাৎ আর্মি সিক্রেট। সেই আর্মি সিক্রেট টা পাবলিক করে দিল। ছবি দেখার হল, ইন্ডিয়ান আর্মির স্ট্র্যাটিজি পাবলিক করে দিল। সুবিধা কার হল ? পাকিস্তানের হলো। তার কারণ ইন্ডিয়ান আর্মির স্ট্র্যাটিজি কি আর কিভাবে হবে তা পাকিস্তান জেনে নিল। তাহলে নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?
Body:NAKASHI PARA FIRADConclusion:null
Last Updated : Apr 27, 2019, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.