কৃষ্ণনগর, 27 এপ্রিল : "নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?" গতকাল কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় একটি সভা থেকে একথা বললেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গেছিলেন তিনি । সেখানে তিনি বলেন, "সার্জিকাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করা হয়েছে ।"
সভামঞ্চ থেকে ফিরহাদ বলেন, "আপনারা বাংলাদেশ যুদ্ধ দেখেছেন । ভারতীয় সেনা সেখানে পাকিস্তানকে হারাল । আমাদের বুক চওড়া হয়ে গেল । চাইনিজ় অ্যাগ্রেশনের সময় সেখানে আমাদের ভারতীয় সেনা রুখে দাঁড়াল । আমাদের বুক চওড়া হয়ে গেল । আমাদের এই 52 ইঞ্চি ছাতি আনার জন্য ভারতীয় সেনা নয় । এতে উলটে কী হল? তাদের নিয়ে রাজনীতি করে ভারতীয় সেনার অভিযানের রূপরেখা বেরিয়ে এল । আর লাভ হল পাকিস্তানের । তারা ভারতীয় সেনার রণকৌশল ওরা জেনে গেল । তাহলে নরেন্দ্র মোদি পাকিস্তানের এজেন্ট নয় কেন ?
প্রসঙ্গত, 2016 সালে উরির সেনাছাউনিতে হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা । চলতি বছর পুলওয়ামা হামলার পর ফের একবার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করেন জওয়ানরা । তারপর থেকেই বিভিন্ন জনসভায় এয়ারস্ট্রাইক নিয়ে একাধিকবার মুখ খুলেছেন BJP নেতা, নেত্রীরা ।