ETV Bharat / briefs

পশ্চিম মেদিনীপুরে 1 লাখ টাকা মূল্যের জালনোট-সহ গ্রেপ্তার 2 - বেলদা

জালনোট চক্রের হদিস পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরের সাবড়া গ্রামে । যৌথভাবে অভিযানে নামে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পুলিশ এবং জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার হয় দুই ব্যক্তি l

Paschim medinipur
Paschim medinipur
author img

By

Published : Jul 7, 2020, 2:18 PM IST

বেলদা, 7 জুলাই : জালনোট তৈরি চক্রের হদিস পেয়ে গতকাল সকালে যৌথভাবে অভিযানে নামে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পুলিশ এবং জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ। সাবড়া গ্রামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় 1লাখ টাকার জালনোট । এছাড়াও গ্রেপ্তার হয় দুই ব্যক্তি l ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 200টি 500 টাকার নোট ও একটি বাইক l

জানা যায়, জালনোট চক্রের হদিস পাওয়া যায় স্থানীয় এক দোকানির কাছ থেকে । কিছুদিন আগে দোকানে কয়েকজন যুবক 30 -40 টাকার জিনিস কিনে 500 টাকার নোট ধরিয়ে দেয় l কাজের তাড়া আছে বলে বাকি টাকা ফেরত না নিয়েই তারা দোকান থেকে চলে যায় l পরে দোকানদারের সন্দেহ হওয়ায় ভালো করে দেখার পর বুঝতে পারে নোটটি জাল । এছাড়াও বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিল যে, সাবড়া গ্রামে জাল নোট তৈরির একটি চক্র কাজ করছে । সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল বেলদা থানার পুলিশ। সেইমতো গতকাল পুলিশি অভিযান চলে সাবড়া গ্রামে । 2 যুবককে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট এলাকা থেকে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 200 টি 500 টাকার নোটও একটি বাইক l এলাকাতে ইতিমধ্যে এই ধরনের চক্র আরও আছে কিনা খতিয়ে দেখছে তারা । ধৃত ব্যাক্তির সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে বলে অনুমান পুলিশের l গতকালই তাদের আদালতে তোলা হয় l

জালনোট চক্রের রমরমা বেড়ে চলায় এলাকায় সতর্ক ও সচেতন হতে হবে পুলিশকে । বন্ধ করতে হবে এই চক্রের রমরমা বলে দাবি এলাকার মানুষের l

বেলদা, 7 জুলাই : জালনোট তৈরি চক্রের হদিস পেয়ে গতকাল সকালে যৌথভাবে অভিযানে নামে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পুলিশ এবং জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ। সাবড়া গ্রামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় 1লাখ টাকার জালনোট । এছাড়াও গ্রেপ্তার হয় দুই ব্যক্তি l ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 200টি 500 টাকার নোট ও একটি বাইক l

জানা যায়, জালনোট চক্রের হদিস পাওয়া যায় স্থানীয় এক দোকানির কাছ থেকে । কিছুদিন আগে দোকানে কয়েকজন যুবক 30 -40 টাকার জিনিস কিনে 500 টাকার নোট ধরিয়ে দেয় l কাজের তাড়া আছে বলে বাকি টাকা ফেরত না নিয়েই তারা দোকান থেকে চলে যায় l পরে দোকানদারের সন্দেহ হওয়ায় ভালো করে দেখার পর বুঝতে পারে নোটটি জাল । এছাড়াও বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছিল যে, সাবড়া গ্রামে জাল নোট তৈরির একটি চক্র কাজ করছে । সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল বেলদা থানার পুলিশ। সেইমতো গতকাল পুলিশি অভিযান চলে সাবড়া গ্রামে । 2 যুবককে গ্রেপ্তার করা হয় সংশ্লিষ্ট এলাকা থেকে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 200 টি 500 টাকার নোটও একটি বাইক l এলাকাতে ইতিমধ্যে এই ধরনের চক্র আরও আছে কিনা খতিয়ে দেখছে তারা । ধৃত ব্যাক্তির সঙ্গে বড় কোনও চক্র জড়িত আছে বলে অনুমান পুলিশের l গতকালই তাদের আদালতে তোলা হয় l

জালনোট চক্রের রমরমা বেড়ে চলায় এলাকায় সতর্ক ও সচেতন হতে হবে পুলিশকে । বন্ধ করতে হবে এই চক্রের রমরমা বলে দাবি এলাকার মানুষের l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.