লন্ডন, 30 মে : উদ্বোধনী ম্যাচে 104 রানের বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল ইংল্যান্ড । 312 রান তাড়া করতে নেমে 207 রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকা । বল হাতে ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন জোফ্রা আর্চার । সাত ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নেন তিনি । 2টি করে উইকেট নেন লিয়াম প্লানকেট ও বেন স্টোকস । সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 68 করেন ডি'কক ।
প্রথমেই হাসিম আমলা রিটায়ার্ড হার্ট হওয়াতে বড় ধাক্কা খায় প্রোটিয়াদের রান চেজ় । তারপর মার্করাম ও ডুপ্লেসির উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে আরও চাপে ফেলে দেন শেষ মুহূর্তে ইংল্যান্ড দলে ঢোকা জোফ্রা আর্চার । তারপর দলকে তুলে ধরেন ওপেনার কুইন্টন ডি'কক ও ব়্যাসি ভ্যান ডার ডাসেন । ব্যক্তিগত 68 রানের মাথায় আউট হয়ে যান ডি'কক । তারপরে ব্যাট হাতে ব্যর্থ হন ডুমিনি ও প্রেটোরিয়াসও ।
এক দিকে ব়্যাসি ভ্যান ডার ডাসেন টিকে থাকলেও যোগ্য সঙ্গতের অভাবে রান রেট বাড়তে থাকে । প্রয়োজনীয় রান রেট বজায় রাখতে চালিয়ে খেলতে শুরু করেন পেহলুহকওয়ায়ো ও ভ্যান ডার ডাসেন । তবে দলকে জয়ের কাছে নিয়ে যেতে ব্যর্থ হন তাঁরা । দলের দুর্দশাতে চোট নিয়ে আবার ব্যাট করতে নেমেও শেষ রক্ষা করতে পারেননি হাসিম আমলা ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 311 রান করেছিল ইংল্যান্ড । বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চারজন 50-এর বেশি রান করলেন । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস । হাফ সেঞ্চুরি করেছিলেন জেসন রয়, জো রুট ও অধিনায়ক অইন মর্গ্যান ।