ETV Bharat / briefs

সাউথ আফ্রিকাকে 104 রানে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের - world cup

312 রান তাড়া করতে নেমে 207 রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকা ।

বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের
author img

By

Published : May 30, 2019, 10:28 PM IST

লন্ডন, 30 মে : উদ্বোধনী ম্যাচে 104 রানের বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল ইংল্যান্ড । 312 রান তাড়া করতে নেমে 207 রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকা । বল হাতে ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন জোফ্রা আর্চার । সাত ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নেন তিনি । 2টি করে উইকেট নেন লিয়াম প্লানকেট ও বেন স্টোকস । সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 68 করেন ডি'কক ।

প্রথমেই হাসিম আমলা রিটায়ার্ড হার্ট হওয়াতে বড় ধাক্কা খায় প্রোটিয়াদের রান চেজ় । তারপর মার্করাম ও ডুপ্লেসির উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে আরও চাপে ফেলে দেন শেষ মুহূর্তে ইংল্যান্ড দলে ঢোকা জোফ্রা আর্চার । তারপর দলকে তুলে ধরেন ওপেনার কুইন্টন ডি'কক ও ব়্যাসি ভ্যান ডার ডাসেন । ব্যক্তিগত 68 রানের মাথায় আউট হয়ে যান ডি'কক । তারপরে ব্যাট হাতে ব্যর্থ হন ডুমিনি ও প্রেটোরিয়াসও ।

এক দিকে ব়্যাসি ভ্যান ডার ডাসেন টিকে থাকলেও যোগ্য সঙ্গতের অভাবে রান রেট বাড়তে থাকে । প্রয়োজনীয় রান রেট বজায় রাখতে চালিয়ে খেলতে শুরু করেন পেহলুহকওয়ায়ো ও ভ্যান ডার ডাসেন । তবে দলকে জয়ের কাছে নিয়ে যেতে ব্যর্থ হন তাঁরা । দলের দুর্দশাতে চোট নিয়ে আবার ব্যাট করতে নেমেও শেষ রক্ষা করতে পারেননি হাসিম আমলা ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 311 রান করেছিল ইংল্যান্ড । বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চারজন 50-এর বেশি রান করলেন । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস । হাফ সেঞ্চুরি করেছিলেন জেসন রয়, জো রুট ও অধিনায়ক অইন মর্গ্যান ।

লন্ডন, 30 মে : উদ্বোধনী ম্যাচে 104 রানের বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল ইংল্যান্ড । 312 রান তাড়া করতে নেমে 207 রানে অল আউট হয়ে গেল সাউথ আফ্রিকা । বল হাতে ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন জোফ্রা আর্চার । সাত ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নেন তিনি । 2টি করে উইকেট নেন লিয়াম প্লানকেট ও বেন স্টোকস । সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ 68 করেন ডি'কক ।

প্রথমেই হাসিম আমলা রিটায়ার্ড হার্ট হওয়াতে বড় ধাক্কা খায় প্রোটিয়াদের রান চেজ় । তারপর মার্করাম ও ডুপ্লেসির উইকেট তুলে নিয়ে সাউথ আফ্রিকাকে আরও চাপে ফেলে দেন শেষ মুহূর্তে ইংল্যান্ড দলে ঢোকা জোফ্রা আর্চার । তারপর দলকে তুলে ধরেন ওপেনার কুইন্টন ডি'কক ও ব়্যাসি ভ্যান ডার ডাসেন । ব্যক্তিগত 68 রানের মাথায় আউট হয়ে যান ডি'কক । তারপরে ব্যাট হাতে ব্যর্থ হন ডুমিনি ও প্রেটোরিয়াসও ।

এক দিকে ব়্যাসি ভ্যান ডার ডাসেন টিকে থাকলেও যোগ্য সঙ্গতের অভাবে রান রেট বাড়তে থাকে । প্রয়োজনীয় রান রেট বজায় রাখতে চালিয়ে খেলতে শুরু করেন পেহলুহকওয়ায়ো ও ভ্যান ডার ডাসেন । তবে দলকে জয়ের কাছে নিয়ে যেতে ব্যর্থ হন তাঁরা । দলের দুর্দশাতে চোট নিয়ে আবার ব্যাট করতে নেমেও শেষ রক্ষা করতে পারেননি হাসিম আমলা ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 311 রান করেছিল ইংল্যান্ড । বিশ্বকাপে প্রথবার কোনও ম্যাচে ইংল্যান্ডের হয়ে চারজন 50-এর বেশি রান করলেন । ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 89 রান করেন বেন স্টোকস । হাফ সেঞ্চুরি করেছিলেন জেসন রয়, জো রুট ও অধিনায়ক অইন মর্গ্যান ।

New Delhi, May 30 (ANI): BJP senior leader Rajnath Singh took oath as union minister today in presence of President Ram Nath Kovind and Prime Minister Narendra Modi in Delhi.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.