ডায়মন্ড হারবার, 30 জানুয়ারি : চেন্নাই থেকে কলকাতায় আসার পথে লুট হয়েছে কন্টেনার । অন্যদিকে জাতীয় সড়কের ধারে খাল থেকে মিলল পচা-গলা মৃতদেহ । তদন্তে নেমে এই দুইয়ের মধ্যে যোগ খুঁজে পায় পুলিশ । সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য । 51টি জেরক্স মেশিন-সহ কন্টেনার লুট করে কন্টেনারচালককে খুন করা হয়েছে । ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানা এলাকায় (Diamond Harbour police arrests khalasi over truck driver murder) ।
ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 28 জানুয়ারি শুক্রবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কের পাশে দেবীপুর নামক জায়গায় একটি খাল থেকে পচা-গলা দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ । প্রথমে দেহ শনাক্ত করা না গেলেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ খুঁটিয়ে দেখে বুঝতে পারেন এটি খুনের ঘটনা । মৃতদেহের গলার ফাঁসে যে গামছা-দড়ি ব্যবহার করা হয়েছে, তা সাধারণত ট্রাকচালক, খালাসিরা ব্যবহার করেন ।
অন্যদিকে পুলিশের কাছে খবর আসে জেরক্স মেশিন-সহ একটি ট্রাক হাইজ্যাক করা হয়েছে । এর আগে 25 জানুয়ারি হারুডপয়েন্ট কোস্টাল থানার অনন্দনগরের বাসিন্দা আরিফ শেখের বাড়ি থেকে 5টি জেরক্স মেশিন উদ্ধার করে সুন্দরবন জেলা পুলিশ । এছাড়া 27 জানুয়ারি 15টি জেরক্স মেশিন বাজেয়াপ্ত করে ডায়মন্ড হারবার থানার পুলিশ । ইতিমধ্যে পুলিশ খবর পায়, শেরপুরে রাস্তার ধারে দুদিন ধরে একটি ট্রাক দাঁড় করানো রয়েছে । পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ ।
আরও পড়ুন : Hasnabad Arms Dealer Arrest : হাসনাবাদে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ব্যবসায়ী
তদন্তে পুলিশ জানতে পারে উস্তির একটি জায়গায় আরও জেরক্স মেশিন রয়েছে । আর ট্রাকের খোঁজ করতে গিয়ে সন্ধান মেলে খালাসি সাদ্দাম মোল্লার (23) । সে ডায়মন্ড হারবারের পারুলিয়া কোস্টাল থানা এলাকায় থাকছিল । কিন্তু তার বাড়ি বিহারে । শনিবার পুলিশ খালাসিকে গ্রেফতার করে । পুলিশি জেরায় সাদ্দাম মোল্লা স্বীকার করে যে সেই ট্রাকচালক মোহাম্মদ সাদ্দামকে (35) পরিকল্পনা করে খুন করেছে এবং জাতীয় সড়কের ধারে ফেলে দিয়েছিল । পাশাপাশি জেরক্স মেশিন-সহ গাড়িটি নিয়ে পালিয়ে যায় ।
পাশাপাশি ডায়মন্ড হারবার থানার পুলিশ ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ করে তার বাড়ির সন্ধান পায় । নিহত ট্রাকচালকের বাড়ি বিহারে । সেখানে খবর যায় । শনিবার মোহাম্মদ সাদ্দামের বাবা এসে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে তাঁর ছেলের দেহ শনাক্ত করেন । পুলিশের কাছে অভিযুক্ত সাদ্দাম মোল্লা জানায়, 18 জানুয়ারি চেন্নাই থেকে জেরক্স মেশিন-সহ ট্রাকটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল । ট্রাকটি ধূলাগড়ে পৌঁছানোর পর খাবারের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে ট্রাকচালক মোহাম্মদ সাদ্দামকে খাইয়ে অচেতন করে দেয় খালাসি সাদ্দাম । এরপর ড্রাইভারের পিছনের জায়গায় তাকে ঝুলিয়ে দেয় । কিন্তু এতেও নিশ্চিত না হওয়ায় গলায় আরও জোরে ফাঁস দেয় সে এবং মুখে গামছার মতো কিছু ভরে দেয় । যাতে কোনও ভাবে মোহাম্মদ সাদ্দাম বেঁচে না থাকে ।
এরপর 23-24 জানুয়ারির রাতে জাতীয় সড়ক সংলগ্ন খালে গিয়ে দেহটি ফেলে দিয়ে আসে । সেখান থেকে পুলিশ পচাগলা মৃতদেহ পায় 28 জানুয়ারি । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রাকচালকের উপর ক্ষোভ থেকে এই খুন করেছে খালাসি এবং জেরক্স মেশিন বিক্রি করে অতিরিক্ত টাকা উপার্জনও লক্ষ্য ছিল তার । ট্রাকের মালিক ট্রাকচালক মোহাম্মদ সাদ্দামের কাছে রাস্তায় খাওয়াদাওয়া ও অন্য সব খরচখরচা বাবদ কিছু টাকা দিয়ে রাখত, যার ভাগ পাওয়ার কথা এই অভিযুক্ত খালাসিরও । কিন্তু মোহাম্মদ সাদ্দাম খালাসি সাদ্দাম মোল্লাকে সেই টাকা দিত না । পাশপাশি তার উপর অত্যাচার চালাত নিহত ট্রাকচালক । তার প্রতিশোধ নিতে আগে থেকে ছক কষে ঠান্ডা মাথায় খুন করেছে খালাসি সাদ্দাম মোল্লা ।
আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল খালাসির
এর আগে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 21টি জেরক্স মেশিন উদ্ধার হয়েছে । বাকি জেরক্স মেশিনগুলির খোঁজ চলছে । পরে সাদ্দাম মোল্লার কাছ থেকে 31টি জেরক্স মেশিন পায় পুলিশ । ধৃতকে আজ ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করে হবে । ধৃতের বিরুদ্ধে খুন , ছিনতাই-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।