ETV Bharat / briefs

মেদিনীপুরে ফণীর তাণ্ডব, ভেঙে পড়ল বাড়ি - midnapore fani

মেদিনীপুর শহরে ফণীর তাণ্ডব। ভাঙল ২৫টি কাঁচা বাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের।

author img

By

Published : May 3, 2019, 4:30 PM IST

Updated : May 3, 2019, 5:29 PM IST

মেদিনীপুর 3 মে : ফণীর তাণ্ডবে লন্ডভন্ড মেদিনীপুর শহরের একাংশ । ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25টি কাঁচা বাড়ি । কয়েকটি বাড়ি ভেঙেও পড়েছে । প্রশাসনের তরফে জানা গেছে, মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 3টি বাড়ি, 17 নম্বর ওয়ার্ডের হোসনাবাদ এলাকার 4টি বাড়ি ও চাঁদড়া ভেড়ুয়া এলাকায় 8টি বাড়ি ভেঙেছে ।

দেখুন ভিডিয়ো

প্রশাসনিক সূত্রে খবর, মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে । সামনে এসেছে বাড়ি ভাঙার ভিডিয়ো । সেখানে দেখা যাচ্ছে, কোনও বাড়ির দেওয়াল, কোনও বাড়ির টিনের চাল উড়ে গেছে ।

স্থানীয় সূত্রে খবর, ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে । তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ঝড়ের দাপটে বাধা পাচ্ছে উদ্ধার কাজ ।

মেদিনীপুর 3 মে : ফণীর তাণ্ডবে লন্ডভন্ড মেদিনীপুর শহরের একাংশ । ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25টি কাঁচা বাড়ি । কয়েকটি বাড়ি ভেঙেও পড়েছে । প্রশাসনের তরফে জানা গেছে, মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 3টি বাড়ি, 17 নম্বর ওয়ার্ডের হোসনাবাদ এলাকার 4টি বাড়ি ও চাঁদড়া ভেড়ুয়া এলাকায় 8টি বাড়ি ভেঙেছে ।

দেখুন ভিডিয়ো

প্রশাসনিক সূত্রে খবর, মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে । সামনে এসেছে বাড়ি ভাঙার ভিডিয়ো । সেখানে দেখা যাচ্ছে, কোনও বাড়ির দেওয়াল, কোনও বাড়ির টিনের চাল উড়ে গেছে ।

স্থানীয় সূত্রে খবর, ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে । তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ঝড়ের দাপটে বাধা পাচ্ছে উদ্ধার কাজ ।

Intro:অভিষেক সভা Body:ত্রিপুরায় আরএসএস ও সিপিএম হাত মিলিয়ে সরকার গঠন করেছে ,তাই সিপিএম ও বিজেপিকে একটিও ভোট দেবেন না : এরকমই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এর l পাশাপাশি তিনি মোদির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে কটাক্ষ করেন বলেন সাম্প্রদায়িক নষ্ট করার ক্ষেত্রে মোদি সর্বপ্রথম ,যারা নিজেদের 12 কোটি টাকা খরচা করে পার্টি অফিস তৈরি করে অথচ সাধারণ মানুষের উন্নয়নের নামে এক টাকা খরচা করে না l এরকমই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় l বলা যায় যে চতুর্থ দফার নির্বাচনের পর পঞ্চম ষষ্ঠ ও সপ্তম দফা নির্বাচনের ষষ্ঠ দফায় নির্বাচনে অংশগ্রহণ করবে জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশ l তার মধ্যে রয়েছে বাঁকুড়া ,পুরুলিয়া ,ঝাড়গ্রাম ঘাটাল ,পশ্চিম মেদিনীপুর l এই পশ্চিম মেদিনীপুর লোকসভায় তৃণমূলের এবারে প্রার্থী হয়েছে রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভূইয়া l এই মানস রঞ্জন ভূঞার সমর্থনে এই দিন চুয়াডাঙ্গা মাঠে সভা করলেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় l এদিন তিনি চপারে করে এই মাঠে এসে পৌঁছান l মাঠে তেমন ভিড় না থাকলেও চপার দেখতে উৎসাহ জমান এলাকার মানুষ l বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকে চাঁছাছোলা ভাষায় নরেন্দ্র মোদি কে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় lতিনি জনগণের কাছে বলতে চেয়েছেন কোথায় গেল 15 লক্ষ টাকা ,কোথায় গেল যাবতীয় কেন্দ্র সরকারের সুযোগ সুবিধা l এই একটি মাত্র সরকার যারা রামের নামে ভোট চাই l ধর্মের নামে হানাহানি করায় l এই একমাত্র সরকার যারা সেনাবাহিনীর নামে ভোট চাই ,সামান্যটুকু লজ্জা নেই মোদি বাবুর l ভোট সংক্রান্ত ব্যাপারে ভোটারদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন আপনাদের একটি ভোটও আপনারা নষ্ট করবেন না ,একটি ভোটও বিজেপি অথবা সিপিএমকে দেবেন না কেননা ত্রিপুরায় যেখানে সিপিএম রাজত্ব করত সেখানে সিপিএম ও আর এস এস হাত মিলিয়ে বিজেপিকে জায়গা দখল করে দিয়েছে সিপিএম l তাই একটি ভোটও সিপিএমকে দেবেন না l সিপিএম বিজেপি সবাই এক l যদি কেউ উন্নয়নের কথা বলেন তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি l তাই 42 এ 42 টি আসনই তাকে জিতিয়ে কেন্দ্র সরকার গড়ার আহ্বান জানান অভিষেক বাবু l Conclusion:
Last Updated : May 3, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.