ETV Bharat / briefs

বিশ্বে কোরোনায় মৃত 3,49,095 : WHO - WHO on Coronavirus

সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ দেখা গেছে অ্যামেরিকায় । উত্তর এবং দক্ষিণ অ্যামেরিকায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 24,95,924 । মৃত্যু হয়েছে 1,45,810 জনের ।

corona
corona
author img

By

Published : May 28, 2020, 2:00 PM IST

Updated : May 28, 2020, 2:42 PM IST

জেনেভা, 28 মে : 24 ঘণ্টায় বিশ্বে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 5,581 জনের । কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু 3,49,095 জনের । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একদিনে বিশ্বে আক্রান্তের সংখ্যা 84,314 । মোট আক্রান্ত 5,491,678 ।

সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ দেখা গেছে অ্যামেরিকায় । উত্তর এবং দক্ষিণ অ্যামেরিকায় মোট আক্রান্তের সংখ্যা 24,95,924 । মৃত্যু হয়েছে 1,45,810 জনের । ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা 20,61,828 ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে কোরোনা সংক্রমণে প্রথম স্থানে রয়েছে অ্যামেরিকা । কোরোনা ভাইরাসের সংক্রমণকে 11 মার্চ মহামারী বলে ঘোষণা করে WHO ।

জেনেভা, 28 মে : 24 ঘণ্টায় বিশ্বে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 5,581 জনের । কোরোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু 3,49,095 জনের । বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একদিনে বিশ্বে আক্রান্তের সংখ্যা 84,314 । মোট আক্রান্ত 5,491,678 ।

সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণ দেখা গেছে অ্যামেরিকায় । উত্তর এবং দক্ষিণ অ্যামেরিকায় মোট আক্রান্তের সংখ্যা 24,95,924 । মৃত্যু হয়েছে 1,45,810 জনের । ইউরোপে মোট আক্রান্তের সংখ্যা 20,61,828 ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে কোরোনা সংক্রমণে প্রথম স্থানে রয়েছে অ্যামেরিকা । কোরোনা ভাইরাসের সংক্রমণকে 11 মার্চ মহামারী বলে ঘোষণা করে WHO ।

Last Updated : May 28, 2020, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.