দিল্লি, 8 সেপ্টেম্বর : বাদল অধিবেশনের আগে আজ বৈঠক করবে কংগ্রেস । অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির নেতৃত্বেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে ।
বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ এবং আনন্দ শর্মাও থাকবেন এই বৈঠকে । সংসদ অধিবেশনে কী কী বিষয় বিরোধী পক্ষ থেকে উথ্থাপন করা হবে, বিশেষত সেই বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে ।
বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে । এই পদক্ষেপে ক্ষুব্ধ বিরোধীরা । গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই কেন্দ্রোর তরফে এই পদক্ষেপ বলে অভিযোগ করেছে তারা । তাদের অভিযোগ, প্রশ্ন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে ।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না রাখার প্রস্তাব অগণতান্ত্রিক এবং বিস্ময়কর । সংসদ অধিবেশন শুধুই সরকার পাক্ষিক নয়, উপরন্তু তাদের কাজের সঠিক পর্যবেক্ষণ এবং সমালোচনাও অধিবেশনের গুরুত্বপূর্ণ অংশ ।
কংগ্রেসের তরফে বার বার অভিযোগ করা হয়েছে, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য প্রকাশ করছে না কেন্দ্রীয় সরকার । চিন কি দেশের সীমান্তে প্রবেশ করেছে, সেই বিষয়েও বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি । এছাড়াও কেন 73 বছরে GDP -24 শতাংশে নামল সেই বিষয়েও তারা উত্তর দিতে চায় না । তাই প্রশ্নোত্তর পর্বকে অধিবেশনে রাখা হচ্ছে না বলে অভিযোগ ।