ETV Bharat / briefs

আয়কর জমার ক্ষেত্রে ই-ফর্মে কিছু পরিবর্তন

author img

By

Published : Jun 8, 2020, 5:12 PM IST

Updated : Jun 8, 2020, 9:01 PM IST

2019-2020 আর্থিক বর্ষে আয়কর জমা দেওয়ার জন্য বেশ কিছু সুবিধা দিচ্ছে আয়কর দপ্তর । দপ্তরের ওয়েবসাইটে ই-ফর্মে কিছু পরিবর্তন করা হয়েছে ।

Changes in Income Tax Return form
আয়কর জমার ফর্মে পরিবর্তন

দিল্লি, 8 জুন : আয়কর রিটার্নের ক্ষেত্রে করদাতাদের জন্য বেশ কিছু সুবিধা আনল আয়কর দপ্তর । 2019-2020 আর্থিক বর্ষের যাঁরা আয়কর জমা করবেন, তাঁদের জন্য দপ্তরের ওয়েবসাইটের ই-ফর্মে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে । আয়কর রিটার্নের ফর্ম (ITR 1) ‘সহজ’ ফর্ম নামে পরিচিত ।এই ফর্মের মাধ্যমে 50 লাখ টাকা পর্যন্ত আয়কর জমা করা যায় ।

কারা এই ফর্ম ফিলাপ করতে পারবেন এবং কীভাবে এই ফর্মের মাধ্যমে জমা দেওয়া যাবে

  1. বেতন ও পেনশন থেকে যাঁরা আয় করছেন
  2. ভারতীয় নাগরিকরা এই ফর্ম ব্যবহার করতে পারবেন ।
  3. কোনও NRI 'সহজ' ফর্ম ব্যবহার করতে পারবেন না ।
  4. 50 লাখ টাকা পর্যন্ত যাঁরা আয় করছেন
  5. একটি বাড়ি রয়েছে এমন কোনও সম্পত্তি থেকে যাঁরা আয় করছেন
  6. সুদ থেকে যাঁরা আয় করছেন । এর মধ্যে লটারি এবং রেসের জেতার টাকা থেকে যাঁরা আয় করছেন তাঁঁরা বাদে
  7. কৃষি থেকে যাঁরা বছরে পাঁচ হাজার টাকা করে আয় করছেন

কারা ITR 1 ব্যবহার করতে পারবেন না

  1. 50 লাখ টাকার উপর যাঁদের আয়
  2. কৃষি 5000 টাকার বেশি আয়
  3. যদি কারোর কাছে করযোগ্য মূলধন থাকে
  4. যদি কারও ব্যবসা বা ব্যক্তিগত পেশা থেকে আয় থাকে
  5. একটির বেশি বাড়ি রয়েছে এমন সম্পত্তি থেকে যাঁরা আয় করছেন
  6. কোনও সংস্থার ডিরেক্টর
  7. আর্থিক বছরে কোন এক সময় অংশীদারিত্ব নিয়েছেন এবং সেখান থেকে যাঁরা আয় করছেন
  8. যাঁরা দেশের বাইরের বাসিন্দা এবং বিদেশে সম্পত্তি আছে বা বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে

এর পাশাপাশি ITR-1 ফর্মে যেসব পরিবর্তন করা হয়েছে

  1. ফর্মের পার্ট A-র অধীনে পেনশনার্স চেকবক্সকে রিটার্ন ফাইলের অধীনে রাখা হয়েছে । আয়কর জমা দিচ্ছেন বা জমা দেওয়া হয়ে গেছে এই বিষয়ে থেকে আলাদা রাখা হয়েছে ।
  2. বেতনের ক্ষেত্রে দু'টি ভাগ রাখা হয়েছে । একটি সাধারণ ছাড় এবং অন্যটি বিনোদনমূলক এবং পেশাগত ছাড়
  3. অন্য কোনও সূত্র থেকে কারওর আয় থাকলে সেক্ষেত্রে বিস্তারিত বিবরণ দিতে হবে আয়কর দাতাকে
  4. যদি কারও পরিবারের পেনশন থেকে আয় হয়, তাহলে তার জন্য একটি আলাদা কলাম রাখা হয়েছে
  5. সম্পত্তি থেকে যাঁরা আয় করছেন, তাঁঁদের জন্য একটি নতুন সুবিধা রাখা হয়েছে ফর্মে
  6. প্রবীণ নাগরিকদের জন্য একটি কলাম রাখা হয়েছে

কীভাবে ITR-1 ফর্মের মাধ্যমে আয়কর জমা করবেন

  1. XML ফাইল আপলোড করে আয়কর জমা করতে পারেন । ই-ফিলিং ওয়েবসাইট থেকে ওই ফাইল পাওয়া যাবে । সমস্ত তথ্য দিয়ে আয়কর দপ্তরের ওয়েবসাইটে জমা করতে হবে
  2. এছাড়া ই-ফিলিং ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে । এরপর নির্দেশিকা অনুযায়ী অনলাইনে সরাসরি ফর্ম ফিল-আপ ও জমা করা যাবে

দিল্লি, 8 জুন : আয়কর রিটার্নের ক্ষেত্রে করদাতাদের জন্য বেশ কিছু সুবিধা আনল আয়কর দপ্তর । 2019-2020 আর্থিক বর্ষের যাঁরা আয়কর জমা করবেন, তাঁদের জন্য দপ্তরের ওয়েবসাইটের ই-ফর্মে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে । আয়কর রিটার্নের ফর্ম (ITR 1) ‘সহজ’ ফর্ম নামে পরিচিত ।এই ফর্মের মাধ্যমে 50 লাখ টাকা পর্যন্ত আয়কর জমা করা যায় ।

কারা এই ফর্ম ফিলাপ করতে পারবেন এবং কীভাবে এই ফর্মের মাধ্যমে জমা দেওয়া যাবে

  1. বেতন ও পেনশন থেকে যাঁরা আয় করছেন
  2. ভারতীয় নাগরিকরা এই ফর্ম ব্যবহার করতে পারবেন ।
  3. কোনও NRI 'সহজ' ফর্ম ব্যবহার করতে পারবেন না ।
  4. 50 লাখ টাকা পর্যন্ত যাঁরা আয় করছেন
  5. একটি বাড়ি রয়েছে এমন কোনও সম্পত্তি থেকে যাঁরা আয় করছেন
  6. সুদ থেকে যাঁরা আয় করছেন । এর মধ্যে লটারি এবং রেসের জেতার টাকা থেকে যাঁরা আয় করছেন তাঁঁরা বাদে
  7. কৃষি থেকে যাঁরা বছরে পাঁচ হাজার টাকা করে আয় করছেন

কারা ITR 1 ব্যবহার করতে পারবেন না

  1. 50 লাখ টাকার উপর যাঁদের আয়
  2. কৃষি 5000 টাকার বেশি আয়
  3. যদি কারোর কাছে করযোগ্য মূলধন থাকে
  4. যদি কারও ব্যবসা বা ব্যক্তিগত পেশা থেকে আয় থাকে
  5. একটির বেশি বাড়ি রয়েছে এমন সম্পত্তি থেকে যাঁরা আয় করছেন
  6. কোনও সংস্থার ডিরেক্টর
  7. আর্থিক বছরে কোন এক সময় অংশীদারিত্ব নিয়েছেন এবং সেখান থেকে যাঁরা আয় করছেন
  8. যাঁরা দেশের বাইরের বাসিন্দা এবং বিদেশে সম্পত্তি আছে বা বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে

এর পাশাপাশি ITR-1 ফর্মে যেসব পরিবর্তন করা হয়েছে

  1. ফর্মের পার্ট A-র অধীনে পেনশনার্স চেকবক্সকে রিটার্ন ফাইলের অধীনে রাখা হয়েছে । আয়কর জমা দিচ্ছেন বা জমা দেওয়া হয়ে গেছে এই বিষয়ে থেকে আলাদা রাখা হয়েছে ।
  2. বেতনের ক্ষেত্রে দু'টি ভাগ রাখা হয়েছে । একটি সাধারণ ছাড় এবং অন্যটি বিনোদনমূলক এবং পেশাগত ছাড়
  3. অন্য কোনও সূত্র থেকে কারওর আয় থাকলে সেক্ষেত্রে বিস্তারিত বিবরণ দিতে হবে আয়কর দাতাকে
  4. যদি কারও পরিবারের পেনশন থেকে আয় হয়, তাহলে তার জন্য একটি আলাদা কলাম রাখা হয়েছে
  5. সম্পত্তি থেকে যাঁরা আয় করছেন, তাঁঁদের জন্য একটি নতুন সুবিধা রাখা হয়েছে ফর্মে
  6. প্রবীণ নাগরিকদের জন্য একটি কলাম রাখা হয়েছে

কীভাবে ITR-1 ফর্মের মাধ্যমে আয়কর জমা করবেন

  1. XML ফাইল আপলোড করে আয়কর জমা করতে পারেন । ই-ফিলিং ওয়েবসাইট থেকে ওই ফাইল পাওয়া যাবে । সমস্ত তথ্য দিয়ে আয়কর দপ্তরের ওয়েবসাইটে জমা করতে হবে
  2. এছাড়া ই-ফিলিং ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে । এরপর নির্দেশিকা অনুযায়ী অনলাইনে সরাসরি ফর্ম ফিল-আপ ও জমা করা যাবে
Last Updated : Jun 8, 2020, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.