ETV Bharat / bharat

নির্বাচন ঘিরে মিশ্র সাড়া জম্মু-কাশ্মীরে, প্রথম দফায় পড়ল প্রায় 60 শতাংশ ভোট - JAMMU AND KASHMIR ELECTIONS 2024

Jammu-Kashmir Phase 1 Elections: বুধবার কড়া নিরাপত্তায় শুরু জম্মু-কাশ্মীরের প্রথম দফার নির্বাচন ৷ 24টি আসনে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ এক দশক পর উপত্যকায় হচ্ছে বিধানসভা নির্বাচন ৷

Jammu-Kashmir Phase 1 Election
জম্মু-কাশ্মীরের নির্বাচন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 8:05 AM IST

Updated : Sep 18, 2024, 8:58 PM IST

শ্রীনগর, 18 সেপ্টেম্বর: কড়া নিরাপত্তায় শুরু হল জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন ৷ দীর্ঘ এক দশক পর রাজ্যের মুখ্য়মন্ত্রী নির্বাচনের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছেন উপত্যকার সাধারণ মানুষ ৷ বুধবার সকাল 7টা থেকে মোট 24টি বিধানসভা আসনে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 41.1 শতাংশ । বিকেলের দিকে দেখা যায় শেষ কয়েকঘণ্টায় বেশ কিছু ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে বিকেল পর্যন্ত উপত্যকায় 58.19 শতাংশ ভোট পড়ল । রাতের দিকে কমিশন জানায় প্রায় 60 শতাংশ ভোট পড়েছে ।

মোট 3 দফায় নির্বাচন হচ্ছে উপত্যকায় ৷ বুধবার প্রথম দফার নির্বাচন ৷ কাশ্মীরের 16টি আসন ও জম্মুর 8টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ প্রথম দফায় 219 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 23 লক্ষেরও বেশি ভোটার ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার ভোট দেবেন মোট 23 লক্ষ 27 হাজার 580 জন ভোটার ৷ তাঁদের মধ্যে 11 লক্ষ 76 হাজার 462 জন রয়েছেন পুরুষ ভোটার ৷ মহিলা ভোটারের সংখ্য়া 11 লক্ষ 51 হাজার 58 জন ৷ সেই সঙ্গে, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 60 জন ৷

2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷ এরপর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায় উপত্যকা ৷ তারপর এই প্রথম নির্বাচন জম্মু-কাশ্মীরে ৷ গত 10 বছরে বদলে গিয়েছে অনেক কিছু ৷ এদিন ভোট শুরু হতেই উপত্যকাবাসীদের নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানাই । বিশেষ করে তরুণ এবং প্রথমবারের ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি ।"

নির্বাচন শুরু হতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি লেখেন, "শুধুমাত্র দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন সরকারই সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর তৈরি করতে পারে ৷ সেখানকার নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং উন্নয়ন কাজের গতি বাড়াতে পারে । আজ, জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট দিতে যাওয়া ভোটারদের কাছে আমার আবেদন, এমন একটি সরকার গঠনের জন্য বিপুল সংখ্যক ভোট দিন, যা এলাকার যুবকদের শিক্ষা, কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং বিচ্ছিন্নতাবাদের অবসানে প্রতিশ্রুতিবদ্ধ ।"

এবারের বিধানসভা নির্বাচনে প্রধানত চতুর্মুখী লড়াই ৷ বিজেপি ছাড়া ভোটের ময়দানে রয়েছে মেহেবুবা মুফতির পিডিপি, ওমর আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তৈরি একাধিক আঞ্চলিক দল ৷ বুধবার ভোট হচ্ছে কুলগাম, পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ, কিশতওয়ার, রামবন ও ডোডার মতো উল্লেখযোগ্য আসনে ৷ উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কুলগামের সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ ও ডুরুর কংগ্রেস প্রার্থী গুলাম আহমেদ মীর ।

শ্রীনগর, 18 সেপ্টেম্বর: কড়া নিরাপত্তায় শুরু হল জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন ৷ দীর্ঘ এক দশক পর রাজ্যের মুখ্য়মন্ত্রী নির্বাচনের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছেন উপত্যকার সাধারণ মানুষ ৷ বুধবার সকাল 7টা থেকে মোট 24টি বিধানসভা আসনে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 41.1 শতাংশ । বিকেলের দিকে দেখা যায় শেষ কয়েকঘণ্টায় বেশ কিছু ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে বিকেল পর্যন্ত উপত্যকায় 58.19 শতাংশ ভোট পড়ল । রাতের দিকে কমিশন জানায় প্রায় 60 শতাংশ ভোট পড়েছে ।

মোট 3 দফায় নির্বাচন হচ্ছে উপত্যকায় ৷ বুধবার প্রথম দফার নির্বাচন ৷ কাশ্মীরের 16টি আসন ও জম্মুর 8টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ প্রথম দফায় 219 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 23 লক্ষেরও বেশি ভোটার ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার ভোট দেবেন মোট 23 লক্ষ 27 হাজার 580 জন ভোটার ৷ তাঁদের মধ্যে 11 লক্ষ 76 হাজার 462 জন রয়েছেন পুরুষ ভোটার ৷ মহিলা ভোটারের সংখ্য়া 11 লক্ষ 51 হাজার 58 জন ৷ সেই সঙ্গে, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 60 জন ৷

2019 সালের 5 অগস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তির কথা ঘোষণা করে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷ এরপর দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে যায় উপত্যকা ৷ তারপর এই প্রথম নির্বাচন জম্মু-কাশ্মীরে ৷ গত 10 বছরে বদলে গিয়েছে অনেক কিছু ৷ এদিন ভোট শুরু হতেই উপত্যকাবাসীদের নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করার আহ্বান জানাই । বিশেষ করে তরুণ এবং প্রথমবারের ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি ।"

নির্বাচন শুরু হতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি লেখেন, "শুধুমাত্র দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন সরকারই সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর তৈরি করতে পারে ৷ সেখানকার নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে এবং উন্নয়ন কাজের গতি বাড়াতে পারে । আজ, জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট দিতে যাওয়া ভোটারদের কাছে আমার আবেদন, এমন একটি সরকার গঠনের জন্য বিপুল সংখ্যক ভোট দিন, যা এলাকার যুবকদের শিক্ষা, কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং বিচ্ছিন্নতাবাদের অবসানে প্রতিশ্রুতিবদ্ধ ।"

এবারের বিধানসভা নির্বাচনে প্রধানত চতুর্মুখী লড়াই ৷ বিজেপি ছাড়া ভোটের ময়দানে রয়েছে মেহেবুবা মুফতির পিডিপি, ওমর আবদুল্লার জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের তৈরি একাধিক আঞ্চলিক দল ৷ বুধবার ভোট হচ্ছে কুলগাম, পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ, কিশতওয়ার, রামবন ও ডোডার মতো উল্লেখযোগ্য আসনে ৷ উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কুলগামের সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ ও ডুরুর কংগ্রেস প্রার্থী গুলাম আহমেদ মীর ।

Last Updated : Sep 18, 2024, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.