ETV Bharat / briefs

"আমরা কাজ করতে চাই, মুখ্যমন্ত্রী এসে সমস্যা মেটান"

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক থামিয়ে উঠে যান । তিনি পরে বলেন, "কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছিলেন । তাঁরা এসে বলেছেন, অনেক হয়েছে, কাজে যোগ দিতে চাই ।"

আন্দোলনকারী
author img

By

Published : Jun 15, 2019, 7:19 PM IST

Updated : Jun 15, 2019, 8:20 PM IST

কলকাতা, 15 জুন : সরকারিভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি NRS-এর কোনও জুনিয়র ডাক্তার । মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পর এই দাবি করলেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য, "আমাদের তরফে কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি । কেউ গেলে তাঁর পরিচয় জানানো হোক ।"

NRS-এর ঘটনা নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । বৈঠক চলাকালীন তিনি একবার উঠে যান । কারণ হিসেবে বলেন, "কয়েকজন জুনিয়র ডাক্তার দেখা করতে এসেছেন ।" পরে ফিরে এসে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছিলেন । তাঁরা এসে বলেছেন, অনেক হয়েছে, কাজে যোগ দিতে চাই ।" যদিও তাঁদের মধ্যে কেউ NRS-এর জুনিয়র ডাক্তার ছিলেন কি না তা খোলসা করেননি মুখ্যমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : কয়েকজন জুনিয়র ডাক্তার দেখা করেছেন, দাবি মুখ্যমন্ত্রীর

এনিয়ে পরে আন্দোলনকারীরা বলেন, "উনি ঠিক কথা বলছেন না । ওঁর মুখে একথা মানায় না ।" আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় ছিলেন । তাঁরা বলেন, "আমাদের এক ও একমাত্র দাবি, আপনি এখানে আসুন । আপনাকে কেউ অসম্মান করবে না ।"

এই সংক্রান্ত আরও খবর : NRS-এর ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, আন্দোলনকারীদের সঙ্গে তিনি একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন । কিন্তু, তাঁর সঙ্গে কেউ কোনও কথা বলেনি । এনিয়ে এক আন্দোলনকারী বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা কথা বলতে চাইনি, এটা ভুল । আমরা চাই এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী আলোচনায় বসুন । সাধারণ মানুষের পরিষেবা দিতে চেয়ে আমরা সমাধান চাইছি । কিন্তু, মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন । মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ।"

এই সংক্রান্ত আরও খবর : নবান্নে যাব না, রাজ্য সরকারের প্রস্তাব উড়িয়ে ঘোষণা জুনিয়র ডাক্তারদের

কলকাতা, 15 জুন : সরকারিভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি NRS-এর কোনও জুনিয়র ডাক্তার । মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পর এই দাবি করলেন আন্দোলনকারীরা । তাঁদের বক্তব্য, "আমাদের তরফে কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি । কেউ গেলে তাঁর পরিচয় জানানো হোক ।"

NRS-এর ঘটনা নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । বৈঠক চলাকালীন তিনি একবার উঠে যান । কারণ হিসেবে বলেন, "কয়েকজন জুনিয়র ডাক্তার দেখা করতে এসেছেন ।" পরে ফিরে এসে মুখ্যমন্ত্রী বলেন, "কয়েকজন জুনিয়র ডাক্তার এসেছিলেন । তাঁরা এসে বলেছেন, অনেক হয়েছে, কাজে যোগ দিতে চাই ।" যদিও তাঁদের মধ্যে কেউ NRS-এর জুনিয়র ডাক্তার ছিলেন কি না তা খোলসা করেননি মুখ্যমন্ত্রী ।

এই সংক্রান্ত আরও খবর : কয়েকজন জুনিয়র ডাক্তার দেখা করেছেন, দাবি মুখ্যমন্ত্রীর

এনিয়ে পরে আন্দোলনকারীরা বলেন, "উনি ঠিক কথা বলছেন না । ওঁর মুখে একথা মানায় না ।" আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় ছিলেন । তাঁরা বলেন, "আমাদের এক ও একমাত্র দাবি, আপনি এখানে আসুন । আপনাকে কেউ অসম্মান করবে না ।"

এই সংক্রান্ত আরও খবর : NRS-এর ঘটনায় রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

অন্যদিকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, আন্দোলনকারীদের সঙ্গে তিনি একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন । কিন্তু, তাঁর সঙ্গে কেউ কোনও কথা বলেনি । এনিয়ে এক আন্দোলনকারী বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা কথা বলতে চাইনি, এটা ভুল । আমরা চাই এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী আলোচনায় বসুন । সাধারণ মানুষের পরিষেবা দিতে চেয়ে আমরা সমাধান চাইছি । কিন্তু, মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন । মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ।"

এই সংক্রান্ত আরও খবর : নবান্নে যাব না, রাজ্য সরকারের প্রস্তাব উড়িয়ে ঘোষণা জুনিয়র ডাক্তারদের

Last Updated : Jun 15, 2019, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.