ETV Bharat / briefs

গালোয়ানে নিহত সেনাকর্মীদের শেষকৃত্যে বাধা চিন সরকারের - লাদাখ ইশু

চিনের তরফে সরকারিভাবে গালোয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে কতজন নিহত এবং জখম হয়েছেন তা স্পষ্ট করে এখনও জানানো হয়নি । অন্যদিকে অ্যামেরিকার একটি গোয়েন্দা রিপোর্টের দাবি, নিহত চিনা সেনাকর্মীদের পরিবারকে শেষকৃত্যে বাধা দিচ্ছে সে দেশের সরকার ।

Galwan incident, chinese president
Galwan incident, chinese president
author img

By

Published : Jul 14, 2020, 9:49 PM IST

ওয়াশিংটন, 14 জুলাই : গালোয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে নিহত চিনা সেনাদের আত্মত্যাগকে অস্বীকার করছে সে দেশের সরকার । এমনকী তাদের পরিবারকে শেষকৃত্যের আয়োজন না করার জন্য চাপ দিচ্ছে চিন সরকার । এমনটাই খবর অ্যামেরিকার গোয়েন্দা সূত্রে ।

15 জুন গালোয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষে জড়িয়েছিল ভারত চিন । ঘটনার পরেই ভারতের তরফে জানানো হয়েছিল, 20 জন সেনা কর্মী শহিদ হয়েছেন । 28 জুন 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহিদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছিলেন । কিন্তু এক মাসের উপর হয়ে গেলেও ক'জন মারা গেছেন বা জখম সরকারিভাবে চিনের তরফে এখনও কিছুই জানানো হয়নি । উলটে নিহতদের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে । নিজেদের ভুল ধামাচাপা দিতেই এমনটা করছে বেজিং দাবি অ্যামেরিকার গোয়েন্দা সূত্রে ।

চিনের তরফে এখনও পর্যন্ত কয়েকজন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে । ভারতের দাবি নিহত ও জখম মিলিয়ে সংখ্যাটা 43 । অ্যামেরিকা গোয়েন্দা সূত্রে খবর সেদিনের সংঘর্ষে 35 জন চিনা সেনা নিহত হয়েছে ।

ওয়াশিংটন, 14 জুলাই : গালোয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে নিহত চিনা সেনাদের আত্মত্যাগকে অস্বীকার করছে সে দেশের সরকার । এমনকী তাদের পরিবারকে শেষকৃত্যের আয়োজন না করার জন্য চাপ দিচ্ছে চিন সরকার । এমনটাই খবর অ্যামেরিকার গোয়েন্দা সূত্রে ।

15 জুন গালোয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষে জড়িয়েছিল ভারত চিন । ঘটনার পরেই ভারতের তরফে জানানো হয়েছিল, 20 জন সেনা কর্মী শহিদ হয়েছেন । 28 জুন 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহিদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছিলেন । কিন্তু এক মাসের উপর হয়ে গেলেও ক'জন মারা গেছেন বা জখম সরকারিভাবে চিনের তরফে এখনও কিছুই জানানো হয়নি । উলটে নিহতদের পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে । নিজেদের ভুল ধামাচাপা দিতেই এমনটা করছে বেজিং দাবি অ্যামেরিকার গোয়েন্দা সূত্রে ।

চিনের তরফে এখনও পর্যন্ত কয়েকজন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে । ভারতের দাবি নিহত ও জখম মিলিয়ে সংখ্যাটা 43 । অ্যামেরিকা গোয়েন্দা সূত্রে খবর সেদিনের সংঘর্ষে 35 জন চিনা সেনা নিহত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.