ETV Bharat / briefs

'নীচ আদমি'র পর 'ভিতু', ফের আইয়ারের নিশানায় মোদি - Prime Minister

মোদিকে নিয়ে প্রশ্ন। মেজাজ হারিয়ে সাংবাদিকদের সতর্ক করলেন মণিশঙ্কর আইয়ার।

মণিশঙ্কর আইয়ার
author img

By

Published : May 15, 2019, 3:15 PM IST

শিমলা, 15 মে : বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'নীচ আদমি' বলে দল থেকে সাসপেন্ড হয়েছিলেন । কিন্তু, সেই 'শাস্তি' যে তাঁকে বিন্দুমাত্র টলাতে পারেনি, সে কথা বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ।

এ বার মোদিকে 'ভিতু' বলে কটাক্ষ করলেন তিনি । পাশাপাশি, মোদিকে নিয়ে করা 'নীচ' মন্তব্যে তিনি যে বিন্দুমাত্র অনুতপ্ত নন, সে কথাও বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা।

আজ শিমলায় এক অনুষ্ঠানে মোদিকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আইয়ারকে । তখনই মেজাজ হারিয়ে ফেলেন তিনি । ভিতু প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁকে যেন কোনও প্রশ্ন করা না হয় বলেও সাংবাদিকদের 'সতর্ক' করেন আইয়ার । তিনি বলেন, "মোদিকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি নই । কারণ, মোদি এক জন ভিতু লোক।" পাশাপাশি, কেন বছর দুয়েক আগে মোদিকে 'নীচ' বলেছিলেন, তারও ব্যাখ্যা দেন ।

শিমলা, 15 মে : বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'নীচ আদমি' বলে দল থেকে সাসপেন্ড হয়েছিলেন । কিন্তু, সেই 'শাস্তি' যে তাঁকে বিন্দুমাত্র টলাতে পারেনি, সে কথা বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ।

এ বার মোদিকে 'ভিতু' বলে কটাক্ষ করলেন তিনি । পাশাপাশি, মোদিকে নিয়ে করা 'নীচ' মন্তব্যে তিনি যে বিন্দুমাত্র অনুতপ্ত নন, সে কথাও বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা।

আজ শিমলায় এক অনুষ্ঠানে মোদিকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আইয়ারকে । তখনই মেজাজ হারিয়ে ফেলেন তিনি । ভিতু প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁকে যেন কোনও প্রশ্ন করা না হয় বলেও সাংবাদিকদের 'সতর্ক' করেন আইয়ার । তিনি বলেন, "মোদিকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি নই । কারণ, মোদি এক জন ভিতু লোক।" পাশাপাশি, কেন বছর দুয়েক আগে মোদিকে 'নীচ' বলেছিলেন, তারও ব্যাখ্যা দেন ।


New Delhi, Mar 26 (ANI): American rapper Cardi B is taking two vloggers to court over defamatory claims against the rapper. Reports surfaced that Cardi filed a defamation lawsuit against two vloggers who, she said, are "trying to tarnish" her image and "spread lies", reported E! News. The 'Bodak Yellow' rapper is suing Latasha Kebe and Starmarie Ebony Jones, according to court documents obtained by E! News. The lawsuit alleges that both the vloggers made "defamatory statements" against the 26-year-old artist. In a now deleted Instagram post, the Grammy winner spoke at length about the issue. On the work front, apart from coming up with smashing hits, Cardi is also making her film debut with 'Hustlers', which also stars Jennifer Lopez, Lili Reinhart, Constance Wu, Keke Palmer, Julia Stiles, and Mercedes Ruehl.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.