কলকাতা, 9 জুন : সীমান্তে অব্যাহত নিষিদ্ধ ফেনসিডিল পাচার। রাজ্যের বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয়েছে দুই লাখ টাকারও বেশি মূল্যের ফেনসিডিল। যদিও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে গতরাতে মালদার ছুরিয়ন্তপুর সীমান্তের কাছে। সেখানে কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনীর 24 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাত দু'টো নাগাদ সীমান্তের কাছে দুই ব্যক্তির রহস্যজনক গতিবিধি দেখতে পায় । তাদের দাঁড়ানোর জন্য বললে অন্ধকারের সুযোগ নিয়ে কলাবাগানের মধ্যে দিয়ে পালিয়ে যায় তারা । সীমান্তরক্ষী বাহিনী সেখান থেকে উদ্ধার করে 400 বোতল ফেনসিডিল।
অন্যদিকে, কৃষ্ণনগরের কাদিপুর সীমান্ত এলাকা থেকেও উদ্ধার হয় ফেনসিডিল । সেখানে কর্তব্যরত রয়েছে 54 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পায় । ওই ব্যক্তিদের ধরার চেষ্টা করলেও উঁচু ঘাসের মধ্যে লুকিয়ে পালিয়ে যায় স্মাগলাররা । সীমান্তরক্ষী বাহিনী সেখান থেকে উদ্ধার করে 420 বোতল ফেনসিডিল ।
দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে আরও 499 বোতল কাফ সিরাপ উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী । সব মিলিয়ে মোট 1319 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় 29,882 টাকা।