ETV Bharat / briefs

প্রায় বন্ধ রক্তদান শিবির, রক্ত সংকট দক্ষিণ দিনাজপুরে

জেলার দুটো ব্লাড ব্যাঙ্কেই নেই প্রয়োজন মতো রক্ত । তাই জেলায় রক্তের চাহিদা ও জোগান স্বাভাবিক রাখতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রক্তদান শিবিরের আবেদন জানিয়েছে ।

author img

By

Published : Apr 28, 2019, 7:51 AM IST

বালুরঘাট, 28 এপ্রিল : ভোটের মধ্যে প্রায় বন্ধ রক্তদান শিবির। রক্ত সংকটে দক্ষিণ দিনাজপুর জেলা । দেড় মাস ধরেই জেলায় রক্ত সংকট চলছিল । এখন তা চরম আকার নিয়েছে । তাই জেলায় রক্তের চাহিদা ও জোগান স্বাভাবিক রাখতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রক্তদান শিবিরের আবেদন জানিয়েছে ।

দক্ষিণ দিনাজপুর জেলায় সদর বালুরঘাট এবং মহকুমা গঙ্গারামপুরে দুটি ব্লাড ব্যাঙ্ক রয়েছে । চিকিৎসা সহ বিভিন্ন অপারেশন এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই দু’টি জায়গা থেকেই প্রতিমাসে অন্তত 1200 ইউনিট রক্তের প্রয়োজন হয় । প্রত্যেকদিন শুধু বালুরঘাট হাসপাতালে 20 ইউনিটের বেশি রক্তের প্রয়োজন হয় । এই প্রয়োজন মেটে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, BSF, পুলিশ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের রক্তদানের মাধ্যমে । এদিকে দেড় মাস আগে থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় রক্তদান শিবির বন্ধ ছিল । এমনকী ভোটের পরও রক্তদানে কেউ উৎসাহী নন । স্বাভাবিকভাবেই ব্লাড ব্যাঙ্কে মজুত রক্ত ফুরিয়েছে । এতেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর । বালুরঘাট ব্লাডব্যাঙ্কে এই মূহূর্তে 16 ইউনিট A পজ়িটিভ, 1 ইউিনিট A নেগেটিভ, 20 ইউনিট B পজ়িটিভ , 1 ইউনিট B নেগেটিভ, 1 ইউনিট পজ়িটিভ মিলিয়ে মোট 40 ইউনিট রক্ত আছে । AB নেগেটিভ ও O নেগেটিভ গ্রুপের রক্ত নেই । অন্যদিকে গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে কোনও গ্রুপের রক্তই নেই ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "মাস দেড়েক আগে থেকে রক্তদান কমেছে । স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়েই জেলার প্রয়োজনীয় রক্তের জোগান দিয়ে থাকে বিভিন্ন সংস্থা । ভোট প্রক্রিয়া চলায় রক্তদান শিবির হচ্ছে না বললেই চলে । স্বাভাবিকভাবেই চিকিৎসায় সমস্যা তৈরি হচ্ছে ।"

বালুরঘাট, 28 এপ্রিল : ভোটের মধ্যে প্রায় বন্ধ রক্তদান শিবির। রক্ত সংকটে দক্ষিণ দিনাজপুর জেলা । দেড় মাস ধরেই জেলায় রক্ত সংকট চলছিল । এখন তা চরম আকার নিয়েছে । তাই জেলায় রক্তের চাহিদা ও জোগান স্বাভাবিক রাখতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রক্তদান শিবিরের আবেদন জানিয়েছে ।

দক্ষিণ দিনাজপুর জেলায় সদর বালুরঘাট এবং মহকুমা গঙ্গারামপুরে দুটি ব্লাড ব্যাঙ্ক রয়েছে । চিকিৎসা সহ বিভিন্ন অপারেশন এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই দু’টি জায়গা থেকেই প্রতিমাসে অন্তত 1200 ইউনিট রক্তের প্রয়োজন হয় । প্রত্যেকদিন শুধু বালুরঘাট হাসপাতালে 20 ইউনিটের বেশি রক্তের প্রয়োজন হয় । এই প্রয়োজন মেটে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, BSF, পুলিশ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের রক্তদানের মাধ্যমে । এদিকে দেড় মাস আগে থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ায় রক্তদান শিবির বন্ধ ছিল । এমনকী ভোটের পরও রক্তদানে কেউ উৎসাহী নন । স্বাভাবিকভাবেই ব্লাড ব্যাঙ্কে মজুত রক্ত ফুরিয়েছে । এতেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর । বালুরঘাট ব্লাডব্যাঙ্কে এই মূহূর্তে 16 ইউনিট A পজ়িটিভ, 1 ইউিনিট A নেগেটিভ, 20 ইউনিট B পজ়িটিভ , 1 ইউনিট B নেগেটিভ, 1 ইউনিট পজ়িটিভ মিলিয়ে মোট 40 ইউনিট রক্ত আছে । AB নেগেটিভ ও O নেগেটিভ গ্রুপের রক্ত নেই । অন্যদিকে গঙ্গারামপুর ব্লাড ব্যাঙ্কে কোনও গ্রুপের রক্তই নেই ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "মাস দেড়েক আগে থেকে রক্তদান কমেছে । স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়েই জেলার প্রয়োজনীয় রক্তের জোগান দিয়ে থাকে বিভিন্ন সংস্থা । ভোট প্রক্রিয়া চলায় রক্তদান শিবির হচ্ছে না বললেই চলে । স্বাভাবিকভাবেই চিকিৎসায় সমস্যা তৈরি হচ্ছে ।"

Intro:জেলা জুড়ে চলছে তীব্র রক্ত সংকট, রকদান শিবিরের আবেদন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।।

বালুরঘাট, ২৮ এপ্রিল: ভোটের মধ্যে প্রায় বন্ধ ছিল রক্তদান শিবির। বিভিন্ন রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন গুলোও সেভাবে করেনি রক্তদান শিবির। ফলে এর ফলে গত দেড় মাস ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েই কম বেশী রক্ত সংকট চলছিল। তবে ভোট প্রক্রিয়া শেষ হতেই রক্ত সংকট চরম আকার ধারন করেছে। জেলায়ত রক্তের যোগান ও চাহিদা স্বাভাবিক রাখতে রক্তদান শিবিরের আয়োজনের আবেদন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলাতে সদর বালুরঘাট এবং মহকুমা গঙ্গারামপুরে রয়েছে দুটি ব্লাড ব্যাঙ্ক। চিকিৎসা সহ বিভিন্ন অপারেশান এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য দু’টি জায়গা থেকে প্রতিমাসে অন্তত ১২০০ ইউনিট রক্তের প্রয়োজন। প্রত্যেক দিন শুধু মাত্র বালুরঘাট হাসপাতালে ২০ ইউনিটের বেশির রক্তের প্রয়োজন হয়। এই প্রয়োজন মেটে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক দল, বিএসএফ, পুলিশ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের রক্তদানের মাধ্যমে। এদিকে দেড় মাস আগে থেকে নির্বাচন প্রক্রিয়ায় শুরু হওয়ায় বন্ধ হয়েছে রক্তদান শিবিরের। এমনকি এখানে ভোটের পরও রক্তদানে সেভাবে উৎসাহ দেখাচ্ছেনা কেউ। স্বাভাবিক ভাবেই ব্লাড ব্যাঙ্কে মজুত রক্ত ফুরিয়েছে। এতেই উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে এই মূহূর্তে মাত্র ৪০ ইউনিট রক্ত মজুত রয়েছে। যার মধ্যে এ পজিটিভ ১৬, এ নেগেটিভ ১, বি পজিটিভ ২০, বি নেগেটিভ ১, এবি পজিটিভ ১, এবি নেগেটিভ নেই। এছাড়া ও পজিটিভ ১, ও নেগেটিভ নাই। অন্যদিকে গঙ্গারপুর ব্লাড ব্যাঙ্কে কোনো ধরনের রক্তই নেই। ব্লাড ব্যাঙ্কের এই রক্ত সংকটের প্রভাব পরছে রোগী ও চাহিদা সম্পূর্ণ  মানুষের মধ্যে। ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, কারো রক্তের প্রয়োজন হলে তাকে রক্তদাতা জোগার করতে বলা হচ্ছে। রক্ত বিনিময়ে মাধ্যমে কোন মতে কাজ হচ্ছে। কিন্তু এতে সমস্যা মেটেনা।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, মাস দেড়েক আগে থেকে রক্তদান কমেছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়েই জেলার প্রয়োজনীয় রক্তের যোগান দিয়ে থাকেন বিভিন্ন সংস্থা। ভোট পক্রিয়া চলায় রক্তদান শিবির হচ্ছে না বললেই চলে। স্বাভাবিক ভাবেই চিকিৎসা পরিষেবার সমস্যা তৈরি হচ্ছে। তিনি নিজে কয়েকজনের সাথে যোগাযোগ করেছে রক্তদান শিবিরের জন্য। নইলে আরো ভয়াবহ বিপদ দেখা দেবে পরবর্তীতে। জেলার চিকিৎসা পরিষেবার স্বার্থে রক্তদানের আহবান জানাচ্ছেন তিনি।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.