বোলপুর, 12জুন : কোরোনা সচেতনতা প্রচারেও রাজনীতির ছোঁয়া। বোলপুরের ফুলডাঙা, বনেরপুকুর ডাঙা, সোনাঝুরি পল্লী প্রভৃতি আদিবাসী অধ্যুষিত গ্রাম গুলিতে BJP -র প্রতীক চিহ্ন আঁকা মাস্ক বিলি করল BJP মহিলা মোর্চা।
আসন্ন বিধানসভা নির্বাচনে জমি দখলের লড়াইয়ে কোরোনা ভাইরাসকেই হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আঁকা মাস্ক পড়ছেন আজকাল। এরপরই BJP-র প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক পড়ে সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। BJP-র প্রতীক চিহ্নের মাস্ক বাজারে বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিযোগী হিসেবে তৃণমূলের প্রতীকী চিহ্ন দেওয়া মাস্কও বাজারে হাজির হয়। ইতিমধ্যেই শহরে দুই দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক দেদার বিক্রি হচ্ছে।
আজ বোলপুরের বিভিন্ন গ্রামে BJP প্রতীক চিহ্ন পদ্মফুল আঁকা মাস্ক বিতরণ করে মহিলা মোর্চার প্রতিনিধিরা। বোলপুরের আদিবাসী অধ্যুষিত ফুলডাঙ্গা, সোনাঝুরি পল্লী, বনেরপুকুর ডাঙ্গা প্রভৃতি এলাকায় গিয়ে এই মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি, কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সর্বদা মাস্ক ব্যবহার করার অনুরোধও করা হয়৷ আদিবাসী শিশুদের কমলা রঙের উপর পদ্মফুল আঁকা মাস্ক পড়িয়ে দেওয়া হয়।
এই বিষয়ে BJP-র মহিলা মোর্চার নেত্রী শেলী অধিকারী বলেন, " প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন। তার কথাকে মাথায় রেখেই এই মাস্ক গুলি তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে, যাতে তারা সংক্রমণ থেকে রক্ষা পান। "