ETV Bharat / briefs

গঙ্গারামপুরে বোমা বাঁধতে গিয়ে জখম 2 - bomb

জখম দু'জন BJP ও CPI(M) কর্মী হিসেবে এলাকায় পরিচিত । যদিও দুই দলের তরফেই অভিযোগ অস্বীকার করেছে ।

author img

By

Published : May 3, 2019, 11:02 PM IST

গঙ্গারামপুর, 5 মে : বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে জখম দুইজন । গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের নুরুল দাস পাড়া এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জখম দু'জনের মধ্যে একজন CPI(M) ও আর একজন BJP কর্মী বলে । তাদের নাম মানিক দাস ও বিনয় সরকার । অভিযোগ, গতরাতে বোমা বাঁধার পর তারা ফাটিয়ে পরীক্ষা করতে যাচ্ছিল । তাখন বোমা ফেটে তারা জখম হয় । আজ দুপুরে এই খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ তাদের আটক করে। ধৃতদের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারও হয় । দুজনকেই গঙ্গারামপুর হাসপাতালে ভরতি করা হয়েছে ।

এই বিষয়ে গঙ্গারামপুর CPI(M) জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী বলেন, "আমরা এখনও পর্যন্ত এরকম কোনও খবর পাইনি । সেখানে যদি সত্যিই আমাদের কমরেডরা আক্রান্ত হয়ে থাকে, তাহলে অব্শ্যই আমাদের আইনি রাস্তা নিতে হবে ।" এই বিষয়ে BJP-র ব্লক সভাপতি সনাতন কর্মকার বলেন, "আপনারা জানেন BJP জিততে চলেছে । তাই তৃণমূল ও CPI(M) কর্মী এক হয়ে BJP-কে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে । BJP কর্মীরা এরকম অসভ্য কাজ কখনও করবে না । কারণ BJP শান্তি চায় ।"

গঙ্গারামপুর, 5 মে : বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে জখম দুইজন । গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের নুরুল দাস পাড়া এলাকার ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জখম দু'জনের মধ্যে একজন CPI(M) ও আর একজন BJP কর্মী বলে । তাদের নাম মানিক দাস ও বিনয় সরকার । অভিযোগ, গতরাতে বোমা বাঁধার পর তারা ফাটিয়ে পরীক্ষা করতে যাচ্ছিল । তাখন বোমা ফেটে তারা জখম হয় । আজ দুপুরে এই খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ তাদের আটক করে। ধৃতদের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারও হয় । দুজনকেই গঙ্গারামপুর হাসপাতালে ভরতি করা হয়েছে ।

এই বিষয়ে গঙ্গারামপুর CPI(M) জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী বলেন, "আমরা এখনও পর্যন্ত এরকম কোনও খবর পাইনি । সেখানে যদি সত্যিই আমাদের কমরেডরা আক্রান্ত হয়ে থাকে, তাহলে অব্শ্যই আমাদের আইনি রাস্তা নিতে হবে ।" এই বিষয়ে BJP-র ব্লক সভাপতি সনাতন কর্মকার বলেন, "আপনারা জানেন BJP জিততে চলেছে । তাই তৃণমূল ও CPI(M) কর্মী এক হয়ে BJP-কে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে । BJP কর্মীরা এরকম অসভ্য কাজ কখনও করবে না । কারণ BJP শান্তি চায় ।"

Intro:বোম বানাতে গিয়ে আহত দুই দলের কর্মী । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোক গ্রামের ।।
গঙ্গারামপুর ; ০৫ মে ;- গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের নুরুল দাস পাড়া এলাকায় গতকাল রাত্রি ৮.৩০-৯ টা নাগাদ ঐ এলাকার সিপিএম এবং বিজেপি কর্মীরা একজায়গায় বসে বোম বানাচ্ছিল ,সেই সময় বোম পরীক্ষা করতে গিয়ে বাস্ট হয়ে সিপিএম কর্মী বিনয় সরকার এবং বিজেপি কর্মী মানিক দাস গুরুতর আহত হয় । গতকাল রাতে ঐ এলাকার হাতুড়ে ডাক্তার কে দেখিয়েও কোন কাজ হয় নি । শুক্রবার দুপুর ১ টা নাগাদ গঙ্গারামপুর থানার কাছে খবর আশে যে বিজেপি সিপিএম কর্মীরা বোম বানাতে গিয়ে আহত ,সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে আহত দুই ব্যাক্তিকে থানায় ধরে নিয়ে আসে এবং তাদের বাড়ি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে ।আহত দুই দলের ব্যাক্তিকে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আশা হয় ।বর্তমানে হাস্পাতালেই চিকিৎসাধীন দুজনে । তাদের জন্য দরজার বাইরে গার্ডের ব্যাবস্থা করা হয়েছে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ।
এই বিষয়ে গঙ্গারামপুর সিপিএম এর জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী জানান তাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এই সমস্ত ঝারাপ কাজের ।তারা সিপিএম এর পক্ষ থেকে খোজ খবর নিয়ে দেখবেন বলে জানান এবং সত্যিই যদি সিপিএম এর কর্মীরা আক্রান্ত হয়ে থাকে তাহলে প্রশাসন কে ব্যাবস্থা নিতে বলবে । কিন্তু তৃনমূল এবং বিজেপি সিপিএম কেই দায়ি করছে এর জন্য , কারন তৃনমূল বিজেপি সন্ত্রাস চাই না ।সন্ত্রাস করে শুধুমাত্র সিপিএম ।সেই কারনে সিপিএম এর পক্ষ থেকে সমস্ত ঘটনা অস্বীকার করেছে ।
বিজেপির ব্লক সভাপতি সনাতন কর্মকার তৃনমূল এবং সিপিএম কে দায়ি করছে এই ঘটনার জন্য ।কারন বিজেপি চাই শান্তি ।তারা সন্ত্রস চাই না । তৃনমূল এবং সিপিএম বিজেপির নাম ভাঙিয়ে চলার চেষ্টা করছে । এই ঘটনা সম্পূর্ণ ভাবে সমাজ বিরোধীদের কাজ ।আগামি ২৩ শে মে আমরা বিজেপির পক্ষ থেকে গেরুয়া রঙ্গে সাজবো তাই তৃনমূল এবং সিপিএম আমাদের লোকজন কে খারাপ করবার জন্য চেষ্টা করছে ।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল ব্যানারজি জানান গঙ্গারামপুর থানার অশোক গ্রামে বোম বানানোর সময় পরীক্ষা করতে গিয়ে একটি বোম বাস্ট হয়ে দুইজন আহত ।আমরা তাদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আশি ,বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন দুজন ।তাদের জন্য দরজার বাইরে গার্ডের ব্যাবস্থা করা হয়েছে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ।
Body:বোম বানাতে গিয়ে আহত দুই দলের কর্মী । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোক গ্রামের ।।
গঙ্গারামপুর ; ০৫ মে ;- গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের নুরুল দাস পাড়া এলাকায় গতকাল রাত্রি ৮.৩০-৯ টা নাগাদ ঐ এলাকার সিপিএম এবং বিজেপি কর্মীরা একজায়গায় বসে বোম বানাচ্ছিল ,সেই সময় বোম পরীক্ষা করতে গিয়ে বাস্ট হয়ে সিপিএম কর্মী বিনয় সরকার এবং বিজেপি কর্মী মানিক দাস গুরুতর আহত হয় । গতকাল রাতে ঐ এলাকার হাতুড়ে ডাক্তার কে দেখিয়েও কোন কাজ হয় নি । শুক্রবার দুপুর ১ টা নাগাদ গঙ্গারামপুর থানার কাছে খবর আশে যে বিজেপি সিপিএম কর্মীরা বোম বানাতে গিয়ে আহত ,সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে আহত দুই ব্যাক্তিকে থানায় ধরে নিয়ে আসে এবং তাদের বাড়ি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে ।আহত দুই দলের ব্যাক্তিকে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আশা হয় ।বর্তমানে হাস্পাতালেই চিকিৎসাধীন দুজনে । তাদের জন্য দরজার বাইরে গার্ডের ব্যাবস্থা করা হয়েছে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ।
এই বিষয়ে গঙ্গারামপুর সিপিএম এর জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী জানান তাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এই সমস্ত ঝারাপ কাজের ।তারা সিপিএম এর পক্ষ থেকে খোজ খবর নিয়ে দেখবেন বলে জানান এবং সত্যিই যদি সিপিএম এর কর্মীরা আক্রান্ত হয়ে থাকে তাহলে প্রশাসন কে ব্যাবস্থা নিতে বলবে । কিন্তু তৃনমূল এবং বিজেপি সিপিএম কেই দায়ি করছে এর জন্য , কারন তৃনমূল বিজেপি সন্ত্রাস চাই না ।সন্ত্রাস করে শুধুমাত্র সিপিএম ।সেই কারনে সিপিএম এর পক্ষ থেকে সমস্ত ঘটনা অস্বীকার করেছে ।
বিজেপির ব্লক সভাপতি সনাতন কর্মকার তৃনমূল এবং সিপিএম কে দায়ি করছে এই ঘটনার জন্য ।কারন বিজেপি চাই শান্তি ।তারা সন্ত্রস চাই না । তৃনমূল এবং সিপিএম বিজেপির নাম ভাঙিয়ে চলার চেষ্টা করছে । এই ঘটনা সম্পূর্ণ ভাবে সমাজ বিরোধীদের কাজ ।আগামি ২৩ শে মে আমরা বিজেপির পক্ষ থেকে গেরুয়া রঙ্গে সাজবো তাই তৃনমূল এবং সিপিএম আমাদের লোকজন কে খারাপ করবার জন্য চেষ্টা করছে ।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল ব্যানারজি জানান গঙ্গারামপুর থানার অশোক গ্রামে বোম বানানোর সময় পরীক্ষা করতে গিয়ে একটি বোম বাস্ট হয়ে দুইজন আহত ।আমরা তাদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আশি ,বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন দুজন ।তাদের জন্য দরজার বাইরে গার্ডের ব্যাবস্থা করা হয়েছে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ।
Conclusion:বোম বানাতে গিয়ে আহত দুই দলের কর্মী । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অশোক গ্রামের ।।
গঙ্গারামপুর ; ০৫ মে ;- গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের নুরুল দাস পাড়া এলাকায় গতকাল রাত্রি ৮.৩০-৯ টা নাগাদ ঐ এলাকার সিপিএম এবং বিজেপি কর্মীরা একজায়গায় বসে বোম বানাচ্ছিল ,সেই সময় বোম পরীক্ষা করতে গিয়ে বাস্ট হয়ে সিপিএম কর্মী বিনয় সরকার এবং বিজেপি কর্মী মানিক দাস গুরুতর আহত হয় । গতকাল রাতে ঐ এলাকার হাতুড়ে ডাক্তার কে দেখিয়েও কোন কাজ হয় নি । শুক্রবার দুপুর ১ টা নাগাদ গঙ্গারামপুর থানার কাছে খবর আশে যে বিজেপি সিপিএম কর্মীরা বোম বানাতে গিয়ে আহত ,সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে আহত দুই ব্যাক্তিকে থানায় ধরে নিয়ে আসে এবং তাদের বাড়ি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে ।আহত দুই দলের ব্যাক্তিকে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আশা হয় ।বর্তমানে হাস্পাতালেই চিকিৎসাধীন দুজনে । তাদের জন্য দরজার বাইরে গার্ডের ব্যাবস্থা করা হয়েছে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ।
এই বিষয়ে গঙ্গারামপুর সিপিএম এর জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী জানান তাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এই সমস্ত ঝারাপ কাজের ।তারা সিপিএম এর পক্ষ থেকে খোজ খবর নিয়ে দেখবেন বলে জানান এবং সত্যিই যদি সিপিএম এর কর্মীরা আক্রান্ত হয়ে থাকে তাহলে প্রশাসন কে ব্যাবস্থা নিতে বলবে । কিন্তু তৃনমূল এবং বিজেপি সিপিএম কেই দায়ি করছে এর জন্য , কারন তৃনমূল বিজেপি সন্ত্রাস চাই না ।সন্ত্রাস করে শুধুমাত্র সিপিএম ।সেই কারনে সিপিএম এর পক্ষ থেকে সমস্ত ঘটনা অস্বীকার করেছে ।
বিজেপির ব্লক সভাপতি সনাতন কর্মকার তৃনমূল এবং সিপিএম কে দায়ি করছে এই ঘটনার জন্য ।কারন বিজেপি চাই শান্তি ।তারা সন্ত্রস চাই না । তৃনমূল এবং সিপিএম বিজেপির নাম ভাঙিয়ে চলার চেষ্টা করছে । এই ঘটনা সম্পূর্ণ ভাবে সমাজ বিরোধীদের কাজ ।আগামি ২৩ শে মে আমরা বিজেপির পক্ষ থেকে গেরুয়া রঙ্গে সাজবো তাই তৃনমূল এবং সিপিএম আমাদের লোকজন কে খারাপ করবার জন্য চেষ্টা করছে ।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক বিপুল ব্যানারজি জানান গঙ্গারামপুর থানার অশোক গ্রামে বোম বানানোর সময় পরীক্ষা করতে গিয়ে একটি বোম বাস্ট হয়ে দুইজন আহত ।আমরা তাদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আশি ,বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন দুজন ।তাদের জন্য দরজার বাইরে গার্ডের ব্যাবস্থা করা হয়েছে গঙ্গারামপুর থানার পক্ষ থেকে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.