ETV Bharat / briefs

পাহাড়কে বিক্রি করে দিয়েছেন বিনয় ও অনিত, উপনির্বাচনের আগে ফের আক্রমণ গুরুঙের - BJP

দার্জিলিং উপনির্বাচনের আগে ফের বিনয় তামাং ও অনিত থাপাকে আক্রমণ করলেন বিমল গুরুং। গুরুং বলেন, "বিনয় তামাং-অনিত থাপা পাহাড়কে বিক্রি করে দিয়েছেন।"

ফাইল ফোটো
author img

By

Published : Apr 30, 2019, 5:49 AM IST

দার্জিলিং, 30 এপ্রিল : দার্জিলিং উপনির্বাচনের আগে ফের বিনয় তামাং ও অনিত থাপাকে আক্রমণ করলেন বিমল গুরুং। একটি ভিডিয়ো প্রকাশ করে নিরোজ জিম্বাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

গুরুং বলেন, "বিনয় তামাং-অনিত থাপা পাহাড়কে বিক্রি করে দিয়েছেন। পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।" তাঁদের আক্রমণ করে তিনি বলেন, "কুকুরের নামও যেন কেউ বিনয়-অনিত না রাখেন।"

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে BJP জোটের প্রার্থীকে জেতানোর আবেদন জানান তিনি । ভিডিয়ো বার্তায় রাজ্য তথা বিনয়দের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আবেদন জানান গুরুং । একইসঙ্গে তিনি রাজেন মুখিয়া, সারদা রাইয়ের মতো পাহাড়ের কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীর প্রশংসাও করেন।

দার্জিলিং, 30 এপ্রিল : দার্জিলিং উপনির্বাচনের আগে ফের বিনয় তামাং ও অনিত থাপাকে আক্রমণ করলেন বিমল গুরুং। একটি ভিডিয়ো প্রকাশ করে নিরোজ জিম্বাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

গুরুং বলেন, "বিনয় তামাং-অনিত থাপা পাহাড়কে বিক্রি করে দিয়েছেন। পাহাড়ের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।" তাঁদের আক্রমণ করে তিনি বলেন, "কুকুরের নামও যেন কেউ বিনয়-অনিত না রাখেন।"

দার্জিলিং বিধানসভার উপনির্বাচনে BJP জোটের প্রার্থীকে জেতানোর আবেদন জানান তিনি । ভিডিয়ো বার্তায় রাজ্য তথা বিনয়দের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আবেদন জানান গুরুং । একইসঙ্গে তিনি রাজেন মুখিয়া, সারদা রাইয়ের মতো পাহাড়ের কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীর প্রশংসাও করেন।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.