বাঁকুড়া, 8 জুন : ঘূর্ণিঝড় আমফানে খাদ্যশস্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় পানের বরজও। আজ বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পানচাষীদের আর্থিক সহায়তা দেওয়া হল।
বাঁকুড়া জেলায় প্রায় 200 হেক্টর জমিতে পান চাষ করা হয়ে থাকে । বাঁকুড়া জেলার 15টি ব্লকের প্রায় তিন হাজার মানুষ পান চাষের সঙ্গে যুক্ত । 20 মে রাজ্যের উপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানে পানচাষীদের অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়েছিলেন।
আমফানের পরই রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। সরকারের নির্দেশ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করে বাঁকুড়া জেলা প্রশাসন। আজ বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
মূলত যে সমস্ত পানচাষীদের ন্যূনতম 33 শতাংশ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরই আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । আজ কোতুলপুর এবং জয়পুর ব্লকের কয়েকজন চাষির হাতে সহযোগিতা আর্থিক অনুদানের শংসাপত্র তুলে দেওয়া হয়।
বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ কুমার জানান, " ক্ষতিগ্রস্ত চাষীদের 5000 টাকা দেওয়া হচ্ছে এবং তা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে পাঠানো হচ্ছে। "
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আর্থিক সহযোগিতা ছাড়াও 100 দিনের কাজের প্রকল্পের অধীনে ভেঙে যাওয়া পানের বরজগুলি পুনর্নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে।