ETV Bharat / briefs

মোদির মন্ত্রিসভায় বাবুল থাকলেন, নতুন মুখ দেবশ্রী - West Bengal BJP

রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি

বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি
author img

By

Published : May 30, 2019, 9:20 PM IST

Updated : May 31, 2019, 12:30 AM IST

দিল্লি, 30 মে : রাজ্যের বেশ কয়েকজন সাংসদ নরেন্দ্র মোদির ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন । কয়েকজনকে পূর্ণমন্ত্রীও করা হতে পারে । লোকসভা নির্বাচনে রাজ্যে চমকপ্রদ ফলের পর থেকেই এই জল্পনা চলছিল । দিনের শেষে বাংলার ভাঁড়ারে এল দুটি রাষ্ট্রমন্ত্রীর পদ । শপথ নিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি ।

লোকসভা ভোটের আগে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে পাখির চোখ করেছিলেন । একাধিকবার রাজ্যে প্রচারে আসেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা । তার ফলও মেলে হাতেনাতে । ফল বেরোনোর পর দেখা যায়, রাজ্যে BJP-র আসন সংখ্যা 2 থেকে একলাফে বেড়ে 18 হয়েছে । তাতে যারপরনাই খুশি হন মোদি-শাহ জুটি । তাই প্রথম থেকেই জল্পনা চলছিল বাংলা পেতে চলেছে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী । আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের নাম বিভিন্ন মহলে ঘোরাফেরা করছিল ।

বাংলায় BJP-র সংগঠনের ক্ষেত্রে দেবশ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । আগে প্রচারের আলোতে নিজেকে সেভাবে তুলে না ধরলেও দক্ষ সংগঠক হিসেবে তাঁর ভূমিকা মোদির নজরে আনা হয়েছিল । আজ দুপুরে ফোনও করা হয়েছিল দেবশ্রীকে । তারপর রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ ।

অপরদিকে, মোদির প্রথম ইনিংসে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাবুল । তিনি বরাবর মোদির নেকনজরে ছিলেন । মোদি ঘনিষ্ট বলেও সুনাম রয়েছে বাবুলের । এবার জয়ের মার্জিন বাড়ানোর পুরস্কার হিসেবে রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বাবুল । কিন্তু, শেষপর্যন্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে সন্তুষ্ট থাকতে হল বাবুলকে ।

পাশাপাশি, ঝাড়গ্রামে পঞ্চায়েতের সময় থেকেই BJP-র শক্তি বেড়েছিল । সেই সাফল্যকে ধরে রেখে ঝাড়গ্রাম আসনে জয় ছিনিয়ে আনেন কুনার হেমব্রম । আদিবাসী মুখ হিসেবে মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জল্পনা চলছিল । এছাড়া, মন্ত্রিত্বের দৌড়ে ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও লকেট চ্যাটার্জি ।

দিল্লি, 30 মে : রাজ্যের বেশ কয়েকজন সাংসদ নরেন্দ্র মোদির ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন । কয়েকজনকে পূর্ণমন্ত্রীও করা হতে পারে । লোকসভা নির্বাচনে রাজ্যে চমকপ্রদ ফলের পর থেকেই এই জল্পনা চলছিল । দিনের শেষে বাংলার ভাঁড়ারে এল দুটি রাষ্ট্রমন্ত্রীর পদ । শপথ নিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি ।

লোকসভা ভোটের আগে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে পাখির চোখ করেছিলেন । একাধিকবার রাজ্যে প্রচারে আসেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা । তার ফলও মেলে হাতেনাতে । ফল বেরোনোর পর দেখা যায়, রাজ্যে BJP-র আসন সংখ্যা 2 থেকে একলাফে বেড়ে 18 হয়েছে । তাতে যারপরনাই খুশি হন মোদি-শাহ জুটি । তাই প্রথম থেকেই জল্পনা চলছিল বাংলা পেতে চলেছে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী । আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি, ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের নাম বিভিন্ন মহলে ঘোরাফেরা করছিল ।

বাংলায় BJP-র সংগঠনের ক্ষেত্রে দেবশ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । আগে প্রচারের আলোতে নিজেকে সেভাবে তুলে না ধরলেও দক্ষ সংগঠক হিসেবে তাঁর ভূমিকা মোদির নজরে আনা হয়েছিল । আজ দুপুরে ফোনও করা হয়েছিল দেবশ্রীকে । তারপর রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন রায়গঞ্জের নবনির্বাচিত সাংসদ ।

অপরদিকে, মোদির প্রথম ইনিংসে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাবুল । তিনি বরাবর মোদির নেকনজরে ছিলেন । মোদি ঘনিষ্ট বলেও সুনাম রয়েছে বাবুলের । এবার জয়ের মার্জিন বাড়ানোর পুরস্কার হিসেবে রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বাবুল । কিন্তু, শেষপর্যন্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে সন্তুষ্ট থাকতে হল বাবুলকে ।

পাশাপাশি, ঝাড়গ্রামে পঞ্চায়েতের সময় থেকেই BJP-র শক্তি বেড়েছিল । সেই সাফল্যকে ধরে রেখে ঝাড়গ্রাম আসনে জয় ছিনিয়ে আনেন কুনার হেমব্রম । আদিবাসী মুখ হিসেবে মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জল্পনা চলছিল । এছাড়া, মন্ত্রিত্বের দৌড়ে ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও লকেট চ্যাটার্জি ।

Mumbai, May 30 (ANI): Several stars from Bollywood fraternity will attend the oath-taking ceremony of Narendra Modi as the Prime Minister of India for the second consecutive term in the national capital today. Bollywood veteran actor Anupam Kher expressed delight over being a part of such historic event. He said, "It feels good to be a part of a historic event. Development was the focus for Lok Sabha elections. As citizens of the country, it is time for us to also make our contribution to the country." Meanwhile, Bollywood actor Kangana Ranaut said, "My all the best wishes are with Prime Minister Narendra Modi. Our nation has high hopes with him, he wants to make a 5 trillion economy and if it becomes 10 trillion economy then our nation will be a developed nation. We want him to achieve all the goals he has set." Film director Rakeysh Mehra who is also going at the PM Modi oath taking ceremony said, "It's a very important day for India and the people of the country. I am extremely fortunate to be a part of this ceremony. We should not have false expectation from anybody or ourselves. We should keep doing our job putting right foot forward."
Last Updated : May 31, 2019, 12:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.