ETV Bharat / briefs

আমফান ত্রাণ বণ্টনে রাজ্যের ভূমিকায় মুখ্যসচিবকে চিঠি সুজনের

author img

By

Published : Jun 28, 2020, 3:48 AM IST

24জুন নবান্নে সর্বদলীয় বৈঠকে আমফান ক্ষতিপূরণ নিয়ে কোনও দুর্নীতি হবে না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ।  মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছিলেন  । সেই কাজে কয়েকটি বিষয় আরও স্পষ্ট করার প্রয়োজন বলে রাজীব সিনহাকে চিঠি দিলেন সুজন চক্রবর্তী ।

sujan
sujan

কলকাতা, 27জুন : আমফান ত্রাণ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে কয়েকটি বিষয় স্পষ্ট করার আবেদন করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । 24জুন নবান্নে সর্বদলীয় বৈঠকে আমফান ক্ষতিপূরণ নিয়ে কোনও দুর্নীতি হবে না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । ক্ষতিপূরণের সঠিক বণ্টন নিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত না হওয়ার অভিযোগে মুখ‍্যসচিবকে চিঠিতে জানালেন সুজন চক্রবর্তী ।


মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে আদেশনামার অসঙ্গতি বেশ কয়েকটি ক্ষেত্রে স্পষ্ট, যা দ্রুত সংশোধন করা জরুরি । মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বণ্টনে কোনও দুর্নীতি না হওয়ার কথা । কোনও ক্ষতিগ্রস্ত মানুষ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হন । অনেকের সেই ত্রাণ পাপ্য নয়, তবু পেয়েছেন । সেই নির্দেশও ছিল মুখ্যমন্ত্রীর । ঘোষণার সঙ্গে মুখ্যমন্ত্রীর আদেশনামা সামঞ্জস্যপূর্ণ নয় বলে রাজ্যের রাজীব সিনহাকে জানান সুজন চক্রবর্তী ।

রাজীবকে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন । সেই নিয়ে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রচার হয়েছে ।


ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং ক্ষতিপূরণের পরিমাণ সংশ্লিষ্ট ব্লক উন্নয় দপ্তরে অফিসে টাঙিয়ে দিতে হবে । এই তালিকা সম্পর্কে মানুষের দাবি এবং আপত্তি জানানোর জন্য সাত দিন সময় দিতে হবে । সাদা কাগজে সহজ ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের আবেদন জমা দিলেই হবে । প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনও ভাবেই বঞ্চিত না হন তা নিশ্চিত করার দায়িত্ব জেলা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকে দেওয়া হয়েছে । এক্ষেত্রে কোনও টাস্কফোর্সের কথা বলা হয়নি । ত্রাণ বঞ্চনা বিষয়ে কোনও অসুবিধা থাকলে ব্লক উন্নয়ন আধিকারিক এবং OC-কে বলতে হবে এবং তাঁরা তা ঠিকভাবে দেখে নেবেন ।

মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং নির্দেশের সঙ্গে সরকারি আদেশনামার সংগতি থাকা জরুরি । এইক্ষেত্রে কতগুলি অসংগতি রয়েছে যা স্পষ্ট করা দরকার বলে মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন সুজন চক্রবর্তী । ব্লক উন্নয়ন দপ্তরগুলিতে এখনও কোনও তালিকা টাঙানো হয়নি । ব্লক উন্নয়ন দপ্তরে অনেকক্ষেত্রেই দরখাস্ত জমা নেওয়া অথবা তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না । নির্দেশে নেই কিন্তু আদেশনামায় টাস্কফোর্সের কথা বলা হয়েছে । তার গঠন প্রক্রিয়া এবং দায়িত্ব বিষয়ে স্পষ্টতা নেই ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যসচিবের কাছে আবেদন জানিয়ে বলেছেন , “দ্রুত তালিকা প্রকাশ করার বিষয়টি স্পষ্ট করুন । সাত দিন অর্থাৎ 2জুলাই পর্যন্ত দরখাস্ত জমা নেওয়া নিশ্চিত করা হয় । প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দ্রুত ব্যবস্থা করুন । শেষ সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছেন । তার কাজ কেন্দ্রীয় সরকারের প্রতি একটি সর্বদলীয় প্রস্তাব রচনা করা । রাজ্যের আমফান ক্ষতিগ্রস্তদের ত্রাণের সঙ্গে এই কমিটিকে যুক্ত করা অথবা না করা সম্পর্কিত কোনও আদেশনামা প্রকাশ করা হয়নি ।"

আমফান ত্রাণ বণ্টনে রাজ্যের ভূমিকায়মুখ্যসচিবকে চিঠি সুজনের

কলকাতা, 27জুন : আমফান ত্রাণ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে কয়েকটি বিষয় স্পষ্ট করার আবেদন করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । 24জুন নবান্নে সর্বদলীয় বৈঠকে আমফান ক্ষতিপূরণ নিয়ে কোনও দুর্নীতি হবে না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । ক্ষতিপূরণের সঠিক বণ্টন নিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত না হওয়ার অভিযোগে মুখ‍্যসচিবকে চিঠিতে জানালেন সুজন চক্রবর্তী ।


মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে আদেশনামার অসঙ্গতি বেশ কয়েকটি ক্ষেত্রে স্পষ্ট, যা দ্রুত সংশোধন করা জরুরি । মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বণ্টনে কোনও দুর্নীতি না হওয়ার কথা । কোনও ক্ষতিগ্রস্ত মানুষ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হন । অনেকের সেই ত্রাণ পাপ্য নয়, তবু পেয়েছেন । সেই নির্দেশও ছিল মুখ্যমন্ত্রীর । ঘোষণার সঙ্গে মুখ্যমন্ত্রীর আদেশনামা সামঞ্জস্যপূর্ণ নয় বলে রাজ্যের রাজীব সিনহাকে জানান সুজন চক্রবর্তী ।

রাজীবকে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন । সেই নিয়ে সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রচার হয়েছে ।


ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং ক্ষতিপূরণের পরিমাণ সংশ্লিষ্ট ব্লক উন্নয় দপ্তরে অফিসে টাঙিয়ে দিতে হবে । এই তালিকা সম্পর্কে মানুষের দাবি এবং আপত্তি জানানোর জন্য সাত দিন সময় দিতে হবে । সাদা কাগজে সহজ ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের আবেদন জমা দিলেই হবে । প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যেন কোনও ভাবেই বঞ্চিত না হন তা নিশ্চিত করার দায়িত্ব জেলা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকে দেওয়া হয়েছে । এক্ষেত্রে কোনও টাস্কফোর্সের কথা বলা হয়নি । ত্রাণ বঞ্চনা বিষয়ে কোনও অসুবিধা থাকলে ব্লক উন্নয়ন আধিকারিক এবং OC-কে বলতে হবে এবং তাঁরা তা ঠিকভাবে দেখে নেবেন ।

মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং নির্দেশের সঙ্গে সরকারি আদেশনামার সংগতি থাকা জরুরি । এইক্ষেত্রে কতগুলি অসংগতি রয়েছে যা স্পষ্ট করা দরকার বলে মুখ্য সচিবের কাছে আবেদন জানিয়েছেন সুজন চক্রবর্তী । ব্লক উন্নয়ন দপ্তরগুলিতে এখনও কোনও তালিকা টাঙানো হয়নি । ব্লক উন্নয়ন দপ্তরে অনেকক্ষেত্রেই দরখাস্ত জমা নেওয়া অথবা তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না । নির্দেশে নেই কিন্তু আদেশনামায় টাস্কফোর্সের কথা বলা হয়েছে । তার গঠন প্রক্রিয়া এবং দায়িত্ব বিষয়ে স্পষ্টতা নেই ।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যসচিবের কাছে আবেদন জানিয়ে বলেছেন , “দ্রুত তালিকা প্রকাশ করার বিষয়টি স্পষ্ট করুন । সাত দিন অর্থাৎ 2জুলাই পর্যন্ত দরখাস্ত জমা নেওয়া নিশ্চিত করা হয় । প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দ্রুত ব্যবস্থা করুন । শেষ সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী কমিটি গঠন করেছেন । তার কাজ কেন্দ্রীয় সরকারের প্রতি একটি সর্বদলীয় প্রস্তাব রচনা করা । রাজ্যের আমফান ক্ষতিগ্রস্তদের ত্রাণের সঙ্গে এই কমিটিকে যুক্ত করা অথবা না করা সম্পর্কিত কোনও আদেশনামা প্রকাশ করা হয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.