ETV Bharat / briefs

পুলিশের উপস্থিতিতে কলকাতায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ ফিরহাদকে - পুলিশের উপস্থিতিতে কলকাতায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ

রাস্তার দু'ধারে বেআইনি পার্কিংয়ের অভিযোগ । পুলিশকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় টক টু অ্যাডমিনিস্ট্রেটরে ফোন গড়িয়া নিবাসী জনৈক ব্যক্তির । অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের ।

KMC, Allegation of illegal parking
KMC, Allegation of illegal parking
author img

By

Published : Oct 4, 2020, 4:13 PM IST

Updated : Oct 4, 2020, 4:25 PM IST

কলকাতা, 4 অক্টোবর : রাস্তার দু'ধারে বেআইনি পার্কিংয়ের অভিযোগ জানিয়ে ফোন টক টু অ্যাডমিনিস্ট্রেটরের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে । গড়িয়ায় ই এম বাইপাসের দু'ধারে লরি, বাস বেআইনিভাবে পার্ক করা থাকে । এদিন স্থানীয় এক বাসিন্দা ফোন করে অভিযোগ করেন, পুলিশের মদতে বেআইনিভাবে এই পার্কিং চলছে । এইভাবে রাস্তার দু'ধারে বড় বড় ট্রাক, লরি, বাস দাঁড়িয়ে থাকার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । পাশেই স্কুল রয়েছে । বাচ্চারা যাতায়াত করে । এভাবে রাস্তার দু'ধারে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় তাঁদের নিরাপত্তায় সমস্যা তৈরি হচ্ছে ।

গড়িয়ায় ক্ষুদিরাম মেট্রো স্টেশন এলাকায় ঢালাই ব্রিজ থেকে কামালগাছি মোড় পর্যন্ত ছয় লেনের রাস্তা দখল করে লরি, বাস দাঁড়িয়ে থাকে । এদিন টক টু অ্যাডমিনিস্ট্রেটরে স্থানীয় এক বাসিন্দা ফোন করে বলেন, "এলাকায় বাচ্চাদের একটি স্কুল রয়েছে । এইভাবে রাস্তার দু'ধার দখল করে গাড়ি দাঁড়িয়ে থাকায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে । ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে ।" তিনি অভিযোগ করেন, পুলিশকে জানিয়েও এই সমস্যার কোনও সমাধান হয়নি ।

অভিযোগ পাওয়ার পরেই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম আধিকারিকদের দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । পৌর আধিকারিকদের স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলতে বলেন ।

ফিরহাদ হাকিম বলেন, "ওই এলাকায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ দীর্ঘদিনের । বেআইনি পার্কিং রুখতে ওই এলাকায় মন্দির তৈরির চেষ্টা করা হয়েছিল KMDA-র তরফে । কিন্তু স্থানীয় অসাধু ব্যবসায়ীরা তা করতে দেয়নি । কয়েক লাখ টাকা খরচ করে KMDA ওই রাস্তা তৈরি করেছে । " নিরাপত্তার খাতিরে এবার এই অসাধু পার্কিং ব্যবসায়ীদের চক্র ভাঙা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

কলকাতা, 4 অক্টোবর : রাস্তার দু'ধারে বেআইনি পার্কিংয়ের অভিযোগ জানিয়ে ফোন টক টু অ্যাডমিনিস্ট্রেটরের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে । গড়িয়ায় ই এম বাইপাসের দু'ধারে লরি, বাস বেআইনিভাবে পার্ক করা থাকে । এদিন স্থানীয় এক বাসিন্দা ফোন করে অভিযোগ করেন, পুলিশের মদতে বেআইনিভাবে এই পার্কিং চলছে । এইভাবে রাস্তার দু'ধারে বড় বড় ট্রাক, লরি, বাস দাঁড়িয়ে থাকার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে । পাশেই স্কুল রয়েছে । বাচ্চারা যাতায়াত করে । এভাবে রাস্তার দু'ধারে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় তাঁদের নিরাপত্তায় সমস্যা তৈরি হচ্ছে ।

গড়িয়ায় ক্ষুদিরাম মেট্রো স্টেশন এলাকায় ঢালাই ব্রিজ থেকে কামালগাছি মোড় পর্যন্ত ছয় লেনের রাস্তা দখল করে লরি, বাস দাঁড়িয়ে থাকে । এদিন টক টু অ্যাডমিনিস্ট্রেটরে স্থানীয় এক বাসিন্দা ফোন করে বলেন, "এলাকায় বাচ্চাদের একটি স্কুল রয়েছে । এইভাবে রাস্তার দু'ধার দখল করে গাড়ি দাঁড়িয়ে থাকায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে । ফলে যাতায়াতে সমস্যা হচ্ছে ।" তিনি অভিযোগ করেন, পুলিশকে জানিয়েও এই সমস্যার কোনও সমাধান হয়নি ।

অভিযোগ পাওয়ার পরেই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম আধিকারিকদের দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । পৌর আধিকারিকদের স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলতে বলেন ।

ফিরহাদ হাকিম বলেন, "ওই এলাকায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ দীর্ঘদিনের । বেআইনি পার্কিং রুখতে ওই এলাকায় মন্দির তৈরির চেষ্টা করা হয়েছিল KMDA-র তরফে । কিন্তু স্থানীয় অসাধু ব্যবসায়ীরা তা করতে দেয়নি । কয়েক লাখ টাকা খরচ করে KMDA ওই রাস্তা তৈরি করেছে । " নিরাপত্তার খাতিরে এবার এই অসাধু পার্কিং ব্যবসায়ীদের চক্র ভাঙা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

Last Updated : Oct 4, 2020, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.