কলকাতা, 2 ফেব্রুয়ারি : চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মচারীদের চিড়িয়াখানায় কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না । সাতজন কর্মচারীর অভিযোগ, তৃণমূলের কর্মচারী সংগঠনের চুক্তিপত্রে স্বাক্ষর না করায় তারা কাজে ফিরতে পারছেন না । বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) সিঙ্গল বেঞ্চে এই কথা জানান বিজেপি সংগঠনের সভাপতি রাকেশ সিংহের সওয়ালকারীর আইনজীবী । বিচারপতি সব পক্ষের বক্তব্য শুনে 8 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেছেন (Alipore Zoo Union Room Case next hearing 8 February in Calcutta High Court) ।
অন্যদিকে মামলার শুনানিতে চিড়িয়াখানা অধিকর্তার তরফে আইনজীবী দেবাশিস রায় বলেন, "যা ঝামেলা হয়েছে, তা ইউনিয়ন অফিসের সামনে । তাতে চিড়িয়াখানার কাজকর্ম বা শান্তি বিঘ্নিত হয়নি । আলিপুর থানার পুলিশ মাঝেমধ্যে ইউনিয়ন অফিসের সামনে এসে পরিস্থিতি ঘুরে দেখে যাচ্ছেন । এখন সব শান্তিপূর্ণ ।"
আরও পড়ুন : HC on Zoo Union Room Case: আলিপুর চিড়িয়াখানায় অশান্তি মামলায় সিসিটিভি ফুটেজ তলব কলকাতা হাইকোর্টের
চিড়িয়াখানায় নতুন গঠিত তৃণমূল ইউনিয়ন আলিপুর জু একতা মঞ্চ-র তরফে জানানো হয় আলিপুর চিড়িয়াখানায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মোট 339 জন কর্মচারী রয়েছেন । এর মধ্যে 320 জন তাদের সংগঠনের সঙ্গে রয়েছেন । বিচারপতি রাজাশেখর মান্থা এই সংগঠন গড়ার সময় জানতে চাইলে একতা মঞ্চ জানায়, ডিসেম্বরে এই সংগঠন তৈরি হয়েছে ।
এদিন বিজেপি সংগঠনের পক্ষে আইনজীবী বিল্বদল ভট্রাচার্য বলেন, "চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মচারীদের মধ্যে সাতজনকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না । ইউনিয়নের চুক্তিপত্রে স্বাক্ষর না-করলে তাঁদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে । এখনও মাঝেমধ্যে চিড়িয়াখানার সামনে জমায়েত হচ্ছে ।"
আজ হাইকোর্টের নির্দেশে সব পক্ষ আদালতে তাদের রিপোর্ট জমা দিয়েছে । আপাতত পুলিশকে বিষয়টিতে নজর রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি । তবে তিনি নির্দেশে লেখেন, এটা শ্রমিক সংগঠন সংক্রান্ত ঝামেলা বলেই মনে হচ্ছে । আগামী সপ্তাহে মঙ্গলবার, 8 ফেব্রুয়ারি ফের শুনানি হবে । চিড়িয়াখানা অধিকর্তা ও পুলিশ রিপোর্টে যে বক্তব্য জানিয়েছে, তা মামলাকারীকে পাঠাবে আদালত । পরবর্তী শুনানিতে সেই বক্তব্য খতিয়ে দেখে নিজেদের মতামত আদালতে জানাবেন মামলাকারী ।
গত 24 জানুয়ারি ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করে আলিপুর চিড়িয়াখানায় বিজেপি ও তৃণমূলের ইউনিয়নের সদস্যদের মধ্যে অশান্তির ঘটনা ঘটে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ইউনিয়নের সদস্যরা জমায়েত করে চিড়িয়াখানা মেন গেটের কাছে । এমনকি পুলিশের সামনেই চিড়িয়াখানার মেন গেটের তালা ভেঙে পাঁচিল টপকে প্রায় 200 লোক চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েছিল । এই অভিযোগে বিজেপি আশ্রিত সংগঠনের সভাপতি রাকেশ সিং কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন ।
আরও পড়ুন : TMC-BJP Clash at Zoo : চিড়িয়াখানায় কর্মী ইউনিয়ন দখল ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে গন্ডগোল