বাঁকুড়া, 26 জুন : ডিজ়েল ও পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং একইসঙ্গে পেট্রোপণ্যের উপর থেকে কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ বাঁকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় । বিক্ষোভ সামিল হয় বাঁকুড়া জেলা লরি ড্রাইভার অ্যান্ড ক্লিনার্স ইউনিয়নের কর্মী-সমর্থকরা ।
তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন কমেছে তখন কেন্দ্র সরকার লাগাতার পেট্রাপণ্যের দাম বাড়িয়ে চলেছে । 7 জুন থেকে এখনও পর্যন্ত পেট্রলের দাম বাড়ানো হয়েছে লিটার পিছু 8 টাকা 50 পয়সা আর ডিজ়েলের লিটার প্রতি 10 টাকা 25 পয়সা । দিল্লিতে ডিজ়েলের দাম পেট্রলের দামকেও ছাপিয়ে গেছে ।
এমনিতেই লকডাউনে পরিবহন শিল্পের উপর ব্যাপক প্রভাব পড়েছে । তার উপর দিন দিন বেড়ে চলেছে পেট্রোপণ্যের মূল্য । সব মিলিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত চালক এবং ক্লিনাররা । পাশাপাশি রাজ্য সরকারেরও ট্যাক্সের বোঝা দিন দিন বেড়ে চলেছে বলেও অভিযোগ ।
সংগঠনের পক্ষ থেকে পেট্রাপণ্যের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ট্যাক্স প্রত্যাহারের ও দাবি করা হয় । আজ সকালে বাঁকুড়া স্টেশন রোডে গুডস সেডের সামনে কাজ বন্ধ করে বাঁকুড়া জেলা লরি ড্রাইভার্স অ্যান্ড ক্লিনার্স ইউনিয়নের নেতৃত্বে তীব্র বিক্ষোভে সামিল হন লরি শ্রমিকরা । তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়ায় বিক্ষোভ - Price of disel and petrol increasing
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও বর্ধিত ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বাঁকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায় জেলা লরি ড্রাইভার অ্যান্ড ক্লিনার্স ইউনিয়নের কর্মী-সমর্থকরা । বিক্ষোভে বক্তব্য রাখেন CPI(M) এর শ্রমিক সংগঠনের নেতা প্রতীপ মুখোপাধ্যায় ।
বাঁকুড়া, 26 জুন : ডিজ়েল ও পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং একইসঙ্গে পেট্রোপণ্যের উপর থেকে কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ বাঁকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় । বিক্ষোভ সামিল হয় বাঁকুড়া জেলা লরি ড্রাইভার অ্যান্ড ক্লিনার্স ইউনিয়নের কর্মী-সমর্থকরা ।
তাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যখন কমেছে তখন কেন্দ্র সরকার লাগাতার পেট্রাপণ্যের দাম বাড়িয়ে চলেছে । 7 জুন থেকে এখনও পর্যন্ত পেট্রলের দাম বাড়ানো হয়েছে লিটার পিছু 8 টাকা 50 পয়সা আর ডিজ়েলের লিটার প্রতি 10 টাকা 25 পয়সা । দিল্লিতে ডিজ়েলের দাম পেট্রলের দামকেও ছাপিয়ে গেছে ।
এমনিতেই লকডাউনে পরিবহন শিল্পের উপর ব্যাপক প্রভাব পড়েছে । তার উপর দিন দিন বেড়ে চলেছে পেট্রোপণ্যের মূল্য । সব মিলিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত চালক এবং ক্লিনাররা । পাশাপাশি রাজ্য সরকারেরও ট্যাক্সের বোঝা দিন দিন বেড়ে চলেছে বলেও অভিযোগ ।
সংগঠনের পক্ষ থেকে পেট্রাপণ্যের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের ট্যাক্স প্রত্যাহারের ও দাবি করা হয় । আজ সকালে বাঁকুড়া স্টেশন রোডে গুডস সেডের সামনে কাজ বন্ধ করে বাঁকুড়া জেলা লরি ড্রাইভার্স অ্যান্ড ক্লিনার্স ইউনিয়নের নেতৃত্বে তীব্র বিক্ষোভে সামিল হন লরি শ্রমিকরা । তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ।