ETV Bharat / briefs

জলপাইগুড়িতে ছাত্রছাত্রীদের স্যানিটাইজ়ার বিলি নিয়ে প্রশ্ন

জলপাইগুড়ি প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সেখানে তারা জলপাইগুড়ি জেলায় 2 লাখ 56 হাজার ছাত্রছাত্রীদের স্যানিটাইজ়ার বিলি করার প্রসঙ্গ নিয়ে একাধিক অভিযোগ তোলেন।

Jalpaiguri
Jalpaiguri
author img

By

Published : Jul 7, 2020, 9:07 PM IST

জলপাইগুড়ি,7 জুলাই : রাজ্যের তরফে জলপাইগুড়ি জেলায়2 লাখ 56 হাজার ছাত্রছাত্রীদের স্যানিটাইজ়ারবিলি করা হবে। কিভাবে কেনা হচ্ছে স্যানিটাইজ়ার? গুণগত মান কি তা নিয়ে তাকে কেন্দ্রকরেই প্রশ্ন তুলেছে CPI(M) এরশিক্ষক সংগঠন।

আজ জলপাইগুড়ি প্রেসক্লাবে একসাংবাদিক সম্মেলন করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা অভিযোগকরে বলেন,সরকার বাব্লক অফিস থেকে কী ধরনের স্যানিটাইজ়ার দেওয়া হবে বা তার গুণগত মান কী তা আমরাজানি না। ফলে ছাত্রছাত্রীদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হলে সেই দায় সরকারকেই নিতেহবে। পাশাপাশিতিনি প্রশ্ন তুলে বলেন,”সরকারেরঘোষণা মত চাল আলু ও ডাল স্যানিটাইজ়ার দেওয়া হবে। জেলা প্রশাসন দায়িত্ব নিয়েছিলতারা স্যানিটাইজ়ার দেবে কিন্তু তারা আর স্যানিটাইজ়ার সাপ্লাই করছেন না। মাস্টারমশাই এর ওপর ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়।প্রশাসন কেন দায়িত্ব নিল না সেটাইআমাদের প্রশ্ন ।"এছাড়াও ABPTA-র অভিযোগ,জলপাইগুড়ি জেলায় 2000 স্কুল আছে। যার ছাত্রছাত্রীদের সংখ্যা2 লাখ 56 হাজার 83 জন । তাদের সকলকে এই স্যানিটাইজ়ারবিলি করা হবে।এর মধ্যে আমরা একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি কারণ কোনও টেন্ডার ছাড়াইস্যানিটাইজ়ার কেনা হচ্ছে ।

বিষয়টি নিয়ে জলপাইগুড়ি পৌর-প্রশাসকপাপিয়া পাল বলেন,"আমাদের কাছে সময় ছিল না যে টেন্ডার করে স্যানিটাইজ়ার কেনার তাই শিক্ষকদের বলাহয়েছে তারা কিনে বিলি করুক বিল দিয়ে দেওয়া হবে।"

জলপাইগুড়ি,7 জুলাই : রাজ্যের তরফে জলপাইগুড়ি জেলায়2 লাখ 56 হাজার ছাত্রছাত্রীদের স্যানিটাইজ়ারবিলি করা হবে। কিভাবে কেনা হচ্ছে স্যানিটাইজ়ার? গুণগত মান কি তা নিয়ে তাকে কেন্দ্রকরেই প্রশ্ন তুলেছে CPI(M) এরশিক্ষক সংগঠন।

আজ জলপাইগুড়ি প্রেসক্লাবে একসাংবাদিক সম্মেলন করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা অভিযোগকরে বলেন,সরকার বাব্লক অফিস থেকে কী ধরনের স্যানিটাইজ়ার দেওয়া হবে বা তার গুণগত মান কী তা আমরাজানি না। ফলে ছাত্রছাত্রীদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হলে সেই দায় সরকারকেই নিতেহবে। পাশাপাশিতিনি প্রশ্ন তুলে বলেন,”সরকারেরঘোষণা মত চাল আলু ও ডাল স্যানিটাইজ়ার দেওয়া হবে। জেলা প্রশাসন দায়িত্ব নিয়েছিলতারা স্যানিটাইজ়ার দেবে কিন্তু তারা আর স্যানিটাইজ়ার সাপ্লাই করছেন না। মাস্টারমশাই এর ওপর ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়।প্রশাসন কেন দায়িত্ব নিল না সেটাইআমাদের প্রশ্ন ।"এছাড়াও ABPTA-র অভিযোগ,জলপাইগুড়ি জেলায় 2000 স্কুল আছে। যার ছাত্রছাত্রীদের সংখ্যা2 লাখ 56 হাজার 83 জন । তাদের সকলকে এই স্যানিটাইজ়ারবিলি করা হবে।এর মধ্যে আমরা একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি কারণ কোনও টেন্ডার ছাড়াইস্যানিটাইজ়ার কেনা হচ্ছে ।

বিষয়টি নিয়ে জলপাইগুড়ি পৌর-প্রশাসকপাপিয়া পাল বলেন,"আমাদের কাছে সময় ছিল না যে টেন্ডার করে স্যানিটাইজ়ার কেনার তাই শিক্ষকদের বলাহয়েছে তারা কিনে বিলি করুক বিল দিয়ে দেওয়া হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.