ETV Bharat / briefs

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার নিয়ে ওয়াকারদের পালটা জবাব আকাশ চোপড়ার - Ben stroke

2019 বিশ্বকাপের গ্রুপ স্টেজের ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছে করে হেরেছিল। এই দাবি তোলে কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। এরপর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার ভর্ৎসনার মুখে পড়েন ওই ক্রিকেটাররা।

Image
Aakash chopra
author img

By

Published : Jun 7, 2020, 12:38 AM IST

দিল্লি, 6 জুন : প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়ার ভর্ৎসনার মুখে পড়লেন পাকিস্তানি ক্রিকেটাররা। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছা করে ফেলেছিল বলে দাবি করেছেন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স নিয়ে তর্ক স্ফুলিঙ্গের কাজ করে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের বই অন ফায়ার প্রকাশিত হওয়ার পর । ওই বইয়েতে স্টোকস লেখেন, সেদিন ভারতীয় ক্রিকেটারদের মনোভাব দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন ।কিন্তু তিনি একবারও বলেননি যে ভারতীয় ক্রিকেটাররা ইচ্ছা করে সেই ম্যাচ হেরেছিল ।

স্টোকসের কটূক্তির পরই পাকিস্তান ক্রিকেটাররা ইংল্যান্ডের কাছে ভারতের হারকে ইচ্ছাকৃত বলে দাবি করেন।

আজ নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “আমি যতবার এটা ভাবি ততবার লজ্জা লাগে। আইসিসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সত্ত্বেও ওয়াকার ইউনিস সেদিন বলেছিলেন, ইন্ডিয়া ইচ্ছা করে ম্যাচটা ছেড়ে দিল। আমি বুঝতে পারি কেন ওই কথাটি বলেছিল। হয়তো সেদিন বিরাট কোহলি ও রোহিত শর্মার পার্টনারশিপ অথবা মহেন্দ্র সিং ধোনির সেদিন খেলার ধরন দেখে স্টোকস মন্তব্যটি করেন। কিন্তু স্টোকস একবারের জন্যও বলেননি ভারত ইচ্ছা করে ম্যাচেটি হেরেছিল ।"

2019 বিশ্বকাপে বার্মিংহামে রাউন্ড-রবিন ম্যাচে ইংল্যান্ডের দেওয়া 338 রানের টার্গেট ছুঁতে পারেনি ভারত। 31 রানে ওই ম্যাচ হারতে হয় বিরাটদের।

সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারার আগে গ্রুপ স্টেজে ওই একটি মাত্র ম্যাচ হারে ভারত।

দিল্লি, 6 জুন : প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়ার ভর্ৎসনার মুখে পড়লেন পাকিস্তানি ক্রিকেটাররা। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছা করে ফেলেছিল বলে দাবি করেছেন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স নিয়ে তর্ক স্ফুলিঙ্গের কাজ করে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের বই অন ফায়ার প্রকাশিত হওয়ার পর । ওই বইয়েতে স্টোকস লেখেন, সেদিন ভারতীয় ক্রিকেটারদের মনোভাব দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন ।কিন্তু তিনি একবারও বলেননি যে ভারতীয় ক্রিকেটাররা ইচ্ছা করে সেই ম্যাচ হেরেছিল ।

স্টোকসের কটূক্তির পরই পাকিস্তান ক্রিকেটাররা ইংল্যান্ডের কাছে ভারতের হারকে ইচ্ছাকৃত বলে দাবি করেন।

আজ নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, “আমি যতবার এটা ভাবি ততবার লজ্জা লাগে। আইসিসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সত্ত্বেও ওয়াকার ইউনিস সেদিন বলেছিলেন, ইন্ডিয়া ইচ্ছা করে ম্যাচটা ছেড়ে দিল। আমি বুঝতে পারি কেন ওই কথাটি বলেছিল। হয়তো সেদিন বিরাট কোহলি ও রোহিত শর্মার পার্টনারশিপ অথবা মহেন্দ্র সিং ধোনির সেদিন খেলার ধরন দেখে স্টোকস মন্তব্যটি করেন। কিন্তু স্টোকস একবারের জন্যও বলেননি ভারত ইচ্ছা করে ম্যাচেটি হেরেছিল ।"

2019 বিশ্বকাপে বার্মিংহামে রাউন্ড-রবিন ম্যাচে ইংল্যান্ডের দেওয়া 338 রানের টার্গেট ছুঁতে পারেনি ভারত। 31 রানে ওই ম্যাচ হারতে হয় বিরাটদের।

সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারার আগে গ্রুপ স্টেজে ওই একটি মাত্র ম্যাচ হারে ভারত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.