ETV Bharat / briefs

এবছর রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি এসেছে কুলিক পক্ষীনিবাসে, দাবি বনাধিকারিকদের - record number of migratory birds have arrived at the Kulik Bird Sanctuary

অনুকূল আবহাওয়ার কারণে এবার মে মাসের মাঝামাঝি থেকেই পাখিরা আসতে শুরু করে । অন্যদিকে বর্ষায় একটানা বৃষ্টির কারণেও অনেক পরিযায়ী পাখি আসে । বাসা বাঁধে ।

KULIK BIRD SANCTUARY
KULIK BIRD SANCTUARY
author img

By

Published : Oct 13, 2020, 11:29 PM IST

রায়গঞ্জ, 13 অক্টোবর : এবছর রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখির দেখা মিলেছে কুলিক পক্ষীনিবাসে । দাবি জেলা বনাধিকারিকদের । দীর্ঘ কয়েকমাস ধরে লকডাউন, বর্ষায় টানা বৃষ্টির কারণে এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি এসেছে বলে দাবি করছেন তাঁরা ।

প্রতি বছর মূলত মে মাসের শেষে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে । জুন মাস জুড়ে পাখি আসে । চলতি বছর মে মাসে কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার । লকডাউনের জন্য বন্ধ ছিল যানচলাচল । যান চলাচল বন্ধ থাকায় বায়ু দূষণের মাত্রাও অন্য বছরের তুলনায় অনেকটাই কম ছিল । অনুকূল আবহাওয়ার কারণে এবার মে মাসের মাঝামাঝি থেকেই পাখিরা আসতে শুরু করে । অন্যদিকে বর্ষায় একটানা বৃষ্টির কারণেও অনেক পরিযায়ী পাখি আসে । বাসা বাঁধে ।

পরিসংখ্যান বলছে এবছর 68,159 টি ওপেন বিল স্টক, 7,956 টি নাইট হেরন, 13,094 টি ইগরিট, 10,422 টি কর্মোরেন্ট এসেছে । জেলা বনাধিকারিক সোমনাথ সরকার জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ছাড়াও বর্ষার কারণে পক্ষীনিবাস সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে মাছ এবং শামুক পাওয়া গেছে । এ সমস্ত কারণেই রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি এসেছে, বাসা বেঁধেছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে । গত বছর 65,864 টি ওপেন বিল স্টক, 8,124 টি নাইট হেরন, 11,970 টি ইগরিট এবং 7,130 টি কর্মোরেন্ট এসেছিল ।

যদিও এত সংখ্যক পরিযায়ী পাখি কুলিক পক্ষীনিবাসে এলেও তাদের নিরাপত্তার দিকে বনবিভাগ সেভাবে নজর দেয় না বলে অভিযোগ উত্তর দিনাজপুর জেলার পশু প্রেমী সংগঠনের কর্ণধার গৌতম তান্তিয়ার । তাঁর দাবি, নজরদারি বাড়ালে পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়বে ।

রায়গঞ্জ, 13 অক্টোবর : এবছর রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখির দেখা মিলেছে কুলিক পক্ষীনিবাসে । দাবি জেলা বনাধিকারিকদের । দীর্ঘ কয়েকমাস ধরে লকডাউন, বর্ষায় টানা বৃষ্টির কারণে এবার রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি এসেছে বলে দাবি করছেন তাঁরা ।

প্রতি বছর মূলত মে মাসের শেষে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে । জুন মাস জুড়ে পাখি আসে । চলতি বছর মে মাসে কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার । লকডাউনের জন্য বন্ধ ছিল যানচলাচল । যান চলাচল বন্ধ থাকায় বায়ু দূষণের মাত্রাও অন্য বছরের তুলনায় অনেকটাই কম ছিল । অনুকূল আবহাওয়ার কারণে এবার মে মাসের মাঝামাঝি থেকেই পাখিরা আসতে শুরু করে । অন্যদিকে বর্ষায় একটানা বৃষ্টির কারণেও অনেক পরিযায়ী পাখি আসে । বাসা বাঁধে ।

পরিসংখ্যান বলছে এবছর 68,159 টি ওপেন বিল স্টক, 7,956 টি নাইট হেরন, 13,094 টি ইগরিট, 10,422 টি কর্মোরেন্ট এসেছে । জেলা বনাধিকারিক সোমনাথ সরকার জানিয়েছেন, অনুকূল আবহাওয়া ছাড়াও বর্ষার কারণে পক্ষীনিবাস সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে মাছ এবং শামুক পাওয়া গেছে । এ সমস্ত কারণেই রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখি এসেছে, বাসা বেঁধেছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে । গত বছর 65,864 টি ওপেন বিল স্টক, 8,124 টি নাইট হেরন, 11,970 টি ইগরিট এবং 7,130 টি কর্মোরেন্ট এসেছিল ।

যদিও এত সংখ্যক পরিযায়ী পাখি কুলিক পক্ষীনিবাসে এলেও তাদের নিরাপত্তার দিকে বনবিভাগ সেভাবে নজর দেয় না বলে অভিযোগ উত্তর দিনাজপুর জেলার পশু প্রেমী সংগঠনের কর্ণধার গৌতম তান্তিয়ার । তাঁর দাবি, নজরদারি বাড়ালে পক্ষীনিবাসে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.