কলকাতা, 25 জুন : কোরোনা ভাইরাসে সংক্রমিত হওয়ারসম্ভাবনা সবচেয়ে বেশি শিশু ও বয়স্ক মানুষদের মধ্যে। তবে কোরোনা আক্রান্ত হলেইমৃত্যু অবশ্যম্ভাবী, এইধারণাকে ভুল প্রমাণ করলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। তাদেরতত্ত্বাবধানেই সুস্থ হয়ে উঠলেন কোরোনা আক্রান্ত 94 বছর বয়সী এক বৃদ্ধ। হাসপাতালের তরফেদাবি, পূর্বভারতে এই প্রথম এত বয়স্ক কোনও ব্যক্তি কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন।
কলকাতামেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত 6 জুন তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে 94 বছর বয়সী ওই রোগীকে হাসপাতালে ভরতিকরানো হয় । 13 জুনরোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত হয়েছেন।আক্রান্ত বৃদ্ধের এক আত্মীয় সম্প্রতি কোরোনা আক্রান্ত হয়েছিলেন, সেখান থেকেই তিনিও সংক্রমিত হন। ওইবৃদ্ধের আত্মীয়ও সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।
আক্রান্তবৃদ্ধের বার্ধক্যজনিত রোগ ও দেহে অক্সিজেনের পরিমাণ কম থাকায় উদ্বিগ্ন ছিলেনচিকিৎসকেরা। এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন পরিবার-পরিজনেরাও। তবে সমস্ত প্রতিকূলতাকাটিয়ে কোরোনাকে হারিয়ে অবশেষে আজ উত্তর কলকাতার বাড়িতে ফিরলেন ওই বৃদ্ধ। বাড়িফেরার সময় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ওই বৃদ্ধকে ফুল ও করতালিতে অভিনন্দনজানানো হয়। উপহার হিসেবে হাতে তুলে দেওয়া হয় হেলথ ড্রিংকসও।
জানাগিয়েছে, এর আগেরাজ্যে 90 বছরেরকোরোনা আক্রান্ত এক বৃদ্ধাকে সুস্থ করে তোলা হয়েছিল। হাওড়ার বাসিন্দা ওই বৃদ্ধাগত মে মাসে কোরোনা আক্রান্ত হন। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীনছিলেন। জুন মাসের প্রথম সপ্তাহে ওই বৃদ্ধা সুস্থ হয়ে ওঠেন।
সুস্থহয়ে ওঠা রোগীর বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরচেয়ারম্যান, মন্ত্রীতথা চিকিৎসক নির্মল মাজি বলেন, "94 বছর বয়সী এক COVID-19 রোগীকেসুস্থ করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল অনন্য নজির তৈরি করল। এই প্রথম পূর্বভারতে এত বয়স্ক কোনও কোরোনা রোগী সুস্থ হয়ে উঠলেন । সম্ভবত গোটা ভারতেও এত বেশিবয়সের কোনও কোরোনা রোগী এই প্রথম সুস্থ হয়ে উঠলেন।"
তিনিবলেন, "কোরোনাআক্রান্ত ওই রোগীর উচ্চ রক্তচাপের পাশাপাশি রক্তে অক্সিজেনের পরিমাণ কম ছিল। তিনিপ্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন, বার্ধক্যজনিত বিভিন্ন অসুখও ছিল তার । ICU-তে কড়া নজরদারিতে রেখে এই রোগীকেসম্পূর্ণ সুস্থ করে তুলেছেন হাসপাতালের চিকিৎসকেরা ।"